প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে... How to Apply for DPE Job || BD Jobs 7 Days

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সম্প্রতি ৩২ হাজার পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখুন এখানেঃ

তবে আবেদন করবেন কিভাবে? এ নিয়ে অনেকের মাঝেই রয়েছে নানা প্রশ্ন এবং কৌতূহল। বিস্তারিত জানতে পারবেন এখানে।

(ক) কি কি কাগজপত্র লাগবে?

    ১। প্রার্থীর এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান বা উচ্চতর ডিগ্রী সম্পর্কিত তথ্য।
    ২। প্রার্থীর ছবি (৩০০X৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০X৮০ পিক্সেল)।
    ৩। প্রার্থীর ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে।

(খ) অনলাইনে কিভাবে আবেদন করবেন?
    
১।আপনি যদি আবেদনের যোগ্য হন, তবে নিচের ''APPLY NOW'' বাটনে ক্লিক করুন
উপরের বাটনে ক্লিক করলে আপনি নিচের মতো একটি APPLICATION FORM দেখতে পাবেনঃ
২। এরপর আবেদনের পদ ''ASSISTANT TEACHER'' সিলেক্ট করে ''NEXT'' বাটনে ক্লিক করুন।
৩। এরপর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্যাবলি প্রদান করার জন্য নিচের ছবির মতো একটি ফরম পাবেনঃ
৪। সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে পূরণ করে ''NEXT'' বাটনে ক্লিক করবেন। অন্যথায় আবেদন সম্পন্ন হবে না।
৫। এরপর আপনার ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। সকল তথ্য সঠিক ভাবে পূরণ করবেন।

বিশেষভাবে মনে রাখবেনঃ

১। আবেদনপত্র যাচাই বাছাই হবে উপজেলা ভিত্তিক। আপনার স্থায়ী ঠিকানা যে উপজেলায় হবে, সে উপজেলা অনুযায়ী আপনার যোগ্যতা যাচাই করা হবে। তাই স্থায়ী ঠিকানা সাবধানে পূরণ করবেন। তবে আপনি চাইলেই যেকোন উপজেলা সিলেক্ট করতে পারবেন না। নিয়োগের সময় স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রমাণ চাওয়া হবে।
২। প্রার্থীর বয়স সহ সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পর সাবমিট করে করতে পারবেন। কোন তথ্য পরিবর্তন করতে হলে, তখন APPLICATION FORM থেকে বের হয়ে আবার নতুন করে APPLICATION FORM পূরণ করতে হবে।
৩। যদি সঠিকভাবে আবেদন করে থাকেন, তাহলে আপনার APPLICANT'S COPY টি ডাউনলোড করে রাখুন। এতে আপনার একটি ইউজার আইডি (USER ID) থাকবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ।
৪। আবেদন ফি জমা না দিলে, আবেদন গৃহীত হবে না।
৫। পরীক্ষার তারিখ এবং আসনবিন্যাস যথাসময়ে আপনার মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

(গ) APPLICATION FORM পূরণের ধাপসমূহ কি কি?

১। প্রথমে APPLICATION FORM এ আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিকমতো পূরণ করবেন। কোন তথ্য ভুল থাকলে, আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না।
২। যদি আপনি আবেদনের যোগ্য হয়ে থাকেন, তাহলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আরেকটি APPLICATION FORM পাবেন।
৩।  এরপর বাকি তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন।
৪। ফাইনাল সাবমিট করার আগে APPLICATION FORM এর PREVIEW দেখতে পারবেন। যদি কোন তথ্য ভুল মনে হয়, তাহলে আবার APPLICATION FORM পূরণ করে আবেদন করতে হবে।
৫। ফাইনাল সাবমিট করে আপনার APPLICANT'S COPY ডাউনলোড করে রাখুন।
৬। APPLICANT'S COPY এ দেওয়া ইউজার আইডি (USER ID) টি ভালভাবে সংরক্ষণ করুন।

বিঃদ্রঃ কখনো আবেদনের শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। ইন্টারনেটের সমস্যার কারণে আপনি আবেদন করতে সক্ষম না ও হতে পারেন। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব, আবেদন সম্পন্ন করে ফেলুন।

আবেদন করার শেষ সময়ঃ ২৪শে নভেম্বর, ২০২০; রাত ১১:৫৯ টা

(ঘ) আবেদন ফি কিভাবে দেওয়া যাবে?

APPLICANT'S COPY তে যে ইউজার আইডি (USER ID) দেওয়া হয়েছিল, সেটি ব্যবহার করে টেলিটক সিম দিয়ে দুটি SMS করতে হবে। দুটি SMS 16222 নম্বরে পাঠাতে হবে।

১ম SMS: DPER<SPACE>USER ID

১ম সঠিকভাবে পাঠানো হলে, ফিরতি SMS এ একটি PIN আসবে এবং পেমেন্ট করার জন্য বলা হবে। এরপর ২য় SMS করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

২য় SMS: DPER<SPACE>YES<SPACE>PIN

ফি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে, আপনার মোবাইলে TRANSACTION ID সহ একটি কনফার্মেশন SMS আসবে।
কনফার্মেশন SMS এ দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে যতবার খুশি ততবার আপনার APPLICANT'S COPY ডাউনলোড করতে পারবেন।

(ঙ) অন্যান্য প্রয়োজনীয় তথ্যঃ

১। আবেদন করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের HELP বাটনে ক্লিক করুনঃ


২। আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, দেখতে অনলাইনে চেক করতে পারেন এখানেঃ


৩। আপনি যদি আপনার ইউজারনেম হারিয়ে ফেলেন, তাহলে পুনরায় পেতে RECOVER USER ID বাটনে ক্লিক করুনঃ

৪। আপনি যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তাহলে পুনরায় পেতে নিচের RECOVER PASSWORD বাটনে ক্লিক করুনঃ


এছাড়াও সকল তথ্য বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুনঃ



প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (Directorate of Primary Education - DPE) - এর নিয়োগের জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আবেদন করুন। পাশাপাশি বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Previous Post
Next Post
Related Posts