মুক্তিযোদ্ধার ওয়ারিশ সংশোধনী ও সম্মানীর তথ্য pdf

 


বীর মুক্তিযোদ্বাদের এমআইএস এর ভিত্তিতে  সম্মানী ভাতা প্রদান করা হয় ২০/১০/২০২০ ইং তারিখ হতে।বাংলাদেশে চাকরি আইন সরকারি রুলস।PDF

বাংলাদেশ গেজেট প্রকাশিত নাম তথ্য সংশোধনের জন্য আবেদনের প্রক্রিয়া: সরকারি রুলস

বরাবর 

সচিব,

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়,

সরকারী পুল ভবন

সচিবালয় সংযোগ সড়ক,  ঢাকা-১০০০।

বিষয়: তথ্য সংশোধনের জন্য আবেদন।

মহোদয়, 

সবিনয় নিবেদন এইযে আমি নিম্নস্বাক্ষরকারী মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার বংশধর বাংলাদেশ গেজেট প্রকাশিত তালিকায় ‍মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, ইত্যাদি সংশোধনের আবেদন করছি। নিম্নে আমার মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় তথ্যাদি সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম। 


আবেদনকারীর নাম:****

মোবাইল নম্বর:******

মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক (আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে)

*******

মুক্তিযোদ্ধার নাম,

জাতীয় পরিচয়পত্র নম্বর,

জন্ম তারিখ,

মৃত্যু তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে)

পিতার নাম,

মাতার নাম,

স্থায়ী ঠিকানা,

বর্তমান ঠিকানা,

সংশোধনীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিতে হবে।


১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সাময়িক সনদের ছায়ালিপি (যদি থাকে)

২। মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদপত্রের ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৩। জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি

৪। (ক) ০৩/০৬/২০০৬ তারিখের পূর্বে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন সনদপত্রের ছায়ালিপি ইউপি/ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে সংরক্ষিত জন্মনিবন্ধন রেজিষ্ট্রার অনুযায়ী নির্ধারিত ফরমেটে অথবা এসএসসি অথবা দাখিল সনদের ছায়ালিপি,

(খ) ০৩/০৬/২০০৬ তারিখের পরে মৃতু/বর্তমানে জীবিত মুক্তিযুদ্ধাদের ক্ষেত্রে অনলাইনে জন্মনিবন্ধন সনদপত্রের ছায়ালিপি।

৫। (ক) ০৩/০৬/২০০৬ তারিখের পূর্বে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ইউপি ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরের ‍মৃত্যুর তারিখের নির্ধারিত ফরমেটে মৃত্যুর সনদপত্রের ছায়ালিপি।

(খ) ০৩/০৬/২০০৬ তারিখের পরে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অনলাইন সনদপত্রের ছায়ালিপি।

৬। মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ওয়ারিশসনদপত্রের ছায়ালিপি।

৭। তিনশো টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে হলফনামা। 

৮। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর জাতীয় পরিচয়ত্রের সত্যায়িত ছায়ালিপি।

৯। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর পাসপোর্টের এক কপি ছবি নির্ধারিত স্থানে দিতে হবে।

তথ্য সংশোধনের ফরম:



মুক্তিযোদ্ধা ভাতা বন্টণ আইন 

মুক্তিযোদ্ধার সন্তানদের ভাতা ২০২০

মুক্তিযোদ্ধা ভাতা সংক্রান্ত তথ্য 

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ

মুক্তিযোদ্ধা গেজেট সংশোধন ফরম

মুক্তিযোদ্ধা গেজেট সংশোধন অনলাইনে

মুক্তিযোদ্ধা ভাতার কারা উত্তরাধিকার লিংকে দেখুন ২০১৮ ২৬৮/২০২১ আরও নং আইন

বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ২০২১। এসআরও নং ২৬৮ আইন/২০২১ তারিখ ০৮/০৮/২০২১। বীর মুক্তিযোদ্ধা  সম্মানী ভাতা আইন ২০২০। এসআরও নং ২০০ আইন/২০২০। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য বিবেচ্য প্রমাণক এবং মহানগর ব্যক্তিগণের সম্মানী ভাতা স্থগিত করণ, স্বারক ১০০ তারিখ ২৪/০৩/২০১৯। 

Previous Post
Next Post
Related Posts