BPSC Ministry of foreign affairs Job Exam Date // পররাষ্ট্র মন্ত্রণালয় এ (১০ম গ্রেড) নিয়োগের পরীক্ষার তারিখ প্রকাশ ২০২২

 


বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নবর্ণিত স্থায়ী পদ সহকারী কর্মকর্তা/সহকারী কনস্যুর কর্মকর্তা (১০ম গ্রেড) সরাসরি নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (BPSC Ministry of foring affairs) - এ নিয়োগের এমসিকিউ পরীক্ষার তারিখের  বিজ্ঞপ্তি প্রকাশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (১০ম গ্রেড) পররাষ্ট্র মন্ত্রণালয়েরর (BPSC Ministry of foreign affairs) -  এ সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা পদের (MCQ) পরীক্ষার তারিখ সংবলিত  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২৬শে এপ্রিল , ২০২২।

যারা যারা এ পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) এ (১০ম গ্রেড) পদে সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুর কর্মকর্তা পদে আবেদন করেছিলেন, সেই সকল প্রার্থীগণ নিজের রোল নং দেখে  নির্ধারিত তারিখে পরীক্ষার জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ২০২২ সালের  মাসের মধ্যেই এ নিয়োগের অর্থাৎ নিয়োগের সকল কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs)।

নিচে পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) (১০ম গ্রেড) সহকারী কর্মকর্তা/সহকারী কনস্যুর কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার (MCQ) বিস্তারিত দেখুনঃ

Ministry of Foreign Affairs Job Exam Date 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) -  এ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছিল ২৫শে এপ্রিল, ২০২২ তারিখে

পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীঃ ১৮ই মে, ২০২২


প্রতিষ্ঠানের নামঃ পররাষ্ট্র মন্তনালয়ের সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুর কর্মকর্তা (BPSC Ministry of foring affairs) 









অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.mofa.gov.bd/#  or www.bpsc.gov.bd


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা পদে পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) লিখিত (MCQ)পরীক্ষার  তারিখ দেখুন, সময়ানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করুন।

পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) - এ এর কার্যালয় এ নিয়োগের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে ডাউনলোড করে নিন এখান থেকে।

https://bpsc.teletalk.com.bd

পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) -   তে (১০ম গ্রেড) সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা পদের পরীক্ষার্থীগণ প্রত্যেকের রোল নং অনুযায়ী দেখে নিন (MCQ) পরীক্ষার তারিখ ও স্থানসমূহঃ
 
আবেদনকৃত প্রার্থীদের (MCQ) লিখিত পরীক্ষা আগামী  ১৮ই মে, ২০২২ বিকাল ০৩টা হতে ০৪টা পর্যন্ত।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় (BPSC Ministry of foreign affairs) -  এ সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করুন। পাশাপাশি বিজ্ঞপ্তিসমূহ শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আরো যদি উক্ত ডিপার্টমেন্ট এর বিষয়ে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিয়ে রাখতে পারেন।আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো।

আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Previous Post
Next Post
Related Posts