পরিবার সঞ্চয়পত্র কি কোথায় পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায় সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যায়



পরিবার সঞ্চয়পত্র কি কোথায় পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায় সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যায়

 পরিবার সঞ্চয়পত্র

 পরিবার সঞ্চয়পত্র প্রবর্তন 2009 খ্রিস্টাব্দ

মূল্যবান 10000, 20000, 50000,হাজার ১০০০০০,২০০০০০,৩০০০০০,৪০০০০০,৫০০০০০,লাখ টাকা।


 কোথায় পাওয়া যায়


 জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে গড়ায় নগদায়ন করা যায়।


মেয়াদ পাঁচ বছর

 মুনাফার হার


 পুতির পূর্বে নগদায়ন করলে উপরোক্ত উল্লেখিত হারে মুনাফা হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তামুল টাকা হতে কর্তন করে সমন্বয় পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।


 যারা করায় করতে পারবেন


 18তদুর্ধ বয়সের যে কোন বাংলাদেশী মহিলা।

 যেকোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা।

 65 তদুর্ধ যেকোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।

একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা।


অন্যান্য সুবিধা


মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান।

 নিয়োগ করা যায় পরিবর্তন ও বাতিল করা যায়।

সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা পূর্ণ মেয়াদ পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।

5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের সম্মিলিতভাবে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা ।

অথবা যুগ্ন নামে সর্বোচ্চ এক কোটি টাকা বিনিয়োগ করা যাবে।


Previous Post
Next Post
Related Posts