Applyi for Passport পাসপোর্ট করতে আবেদন করার তথ্য ও ভুল সংশোধনের করনীয় PDF



পাসপোর্ট কী?দেখুন PDF

বাংলাদেশী পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণের একটি অফিসিয়াল দলিল জন্ম বা অভিবাসন সূত্রে বাংলাদেশ সরকার নাগরিকদের দিয়ে থাকেন। বাংলাদেশের  পাসপোর্ট অফিস বা বিদেশের দূতাবাস হতে দেশী পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ঈসরাইল ব্যতিত অন্য সকল দেশে বৈধভাবে ভ্রমণ বা কর্ম প্রয়োজনে প্রবেশ করা যায়।  পাসপোর্টে বিদেশ ভ্রমণের অনুমতিসহ সকল তথ্যাবলী উল্রেখ থাকে।

পাসপোর্টের জন্য আবেদন করার সময় জমা দিতে হবে ক্লিয়ারেন্স কপি। একজন প্রাপ্ত বয়স্কদের জন্য ই-পাসপোর্ট করতে ফরম পূরণ করে জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এবং ছবি জমা দিতে হবে। এছাড়া ১৮ বছর এর কম বয়সীদের জন্য জন্মনিবন্ধন সার্টিফিকেট বাবা-মায়ের ছবি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। 

Applyi for Passport পাসপোর্ট করার নিয়মাবলী ও ধাপসমূহ:

ফি জমা দেয়া, প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ, পাসপোর্ট আবেদন ফরম পূরণ, পাসপোর্ট ফরম ও এর সংযুক্তি সত্যায়িত করা, আবেদন ফরম পাসপোর্ট অফিসে জমা দেয়া, পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট সংগ্রহ, 

Applyi for Passport পাসপোর্ট করতে আবেদন করার তথ্য ও ভুল সংশোধনের করনীয় দেখুন PDF

এক কপি  রি ইস্যু ফরম ও এক কপি নতুন সত্যায়িত আবেদন ফরম পাসপোর্ট সংশোধন বা পরিবর্তন করার জন্য জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়া জরুরী ভিত্তিতে পেতে চাইলে সাতদিনের মধ্য আপনাকে জমা দিতে হবে 6,900 টাকা ফি হিসেবে জমা দিতে হবে 21 দিনের সাধারণ  সময় অনুযায়ী পেতে চাইলে ফি জমা দিতে হবে 3450 টাকা

পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন এর নিয়মাবলী ও আবেদন ফরম

পাসপোর্ট নবায়ন এর জন্য এই ফরমটি পূরণ করে বর্তমান পাসপোর্ট এর ফটোকপি ও ব্যাংকে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে এবং মূল পাসপোর্টটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

তথ্য পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমানপত্র সংযুক্ত করতে হবে। 

ক) সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/ কর্মচারী ও সরকারি চাকুরীজীবির স্বামী/স্ত্রী, এবং সরকারি চাকুরীজীবির নির্ভরশীল ১৫ (পনের) বৎসরের কম বয়সী সন্তান  সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (NOC) ওয়েব সাইটে আপলোড পূর্বক দাখিল করতে হবে।

খ) অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের স্বামী/স্ত্রী সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসরের সনদ জমা দিতে হবে।

গ) বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে রি-ইস্যুর আবেদনের জন্য নিন্মরূপ কাগজপত্র প্রয়োজন।


Passport পাসপোর্ট পরিবর্তনযোগ্য তথ্য

  • নিজের নাম/পিতা/মাতার নাম আংশিক পরিবর্তন
  • নিজের নাম/পিতা/মাতার নাম পূর্ণাঙ্গ পরিবর্তন
  • বৈবাহিক অবস্থা পরিবর্তন/বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে
  • জন্ম তারিখ পরিবর্তন
  • স্থায়ী ঠিকানা পরিবর্তন



 বিঃ দ্রঃ- সকল আবেদনকারীকে আবেদনপত্র স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং ইস্যুকৃত পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে।


ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিস প্রধানের বক্তব্য

আমি অত্যন্ত আনন্দিত যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনস্থ  ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েব পোর্টাল চালু করেছে। বর্তমানে কাছের এবং দূরবর্তী অঞ্চলের সকল বাসিন্দারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে নিবিড়ভাবে সংযুক্ত আছেন। বিশ্বায়নের এই যুগে সেবাসমূহ সহজ এবং কার্যকরভাবে পৌঁছানোর জন্য এইরকম সেবা কেন্দ্রিক প্রতিষ্ঠানের কাছে একটি ওয়েব পোর্টাল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। পাসপোর্ট এবং ভিসা সেবাসমূহ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও দিক-নির্দেশনা পাওয়ার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশী এবং কয়েক হাজার বিদেশী নাগরিক এই ওয়েব পোর্টালটি ব্যবহার করে থাকেন। তারা এই ওয়েব পোর্টালের মাধ্যমে উপকৃত হতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ওয়েব পোর্টালটি সর্বস্তরের সেবা গ্রহীতা এবং সেবা সরবরাহকারীর মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমি আন্তরিকভাবে আশা করি যে, কাছের  এবং দূরের পাসপোর্ট এবং ভিসা প্রত্যাশীদের এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হবেন।

 

ওয়েব পোর্টালটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত হালনাগাদ করা হবে।

 

 

ধন্যবাদ

মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী,

এসজিপি, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি

মহাপরিচালক

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

Previous Post
Next Post
Related Posts