ময়মনসিংহ বিভাগের সকল তথ্য All Information about Mymensingh



 ময়মনসিংহ বিভাগের সকল তথ্য All Information about Mymensingh

ময়মনসিংহ বিভাগের সকল তথ্য 

ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ


বাংলাদেশে বিভাগ ৮টি। ৮টি বিভাগের নাম হচ্ছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা। বাংলাদেশের প্রস্তাবিত আরো ২টি বিভাগ কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।

এক নজরে ময়মনসিংহ বিভাগ Mymensingh division at a glance

ময়মনসিংহ বিভাগের আয়তন কত? Area of Mymensingh division

বার্ষিক প্রতিবেদন ২০২০-২১ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করে ঢাকা বিভাগ এবং এদেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ ১ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪৭ জন জনসংখ্যা এই বিভাগের আয়তন ১০৫৮৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত।


ময়মনসিংহ বিভাগের জনসংখ্যা কত? Population of Mymensingh division

য়মনসিংহ বিভাগের লোক জনসংখ্যা ১,২২,২৫,৪৯৮ জন।২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী


ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কতটি ও কি? কি? How many districts are there in Mymensingh?

ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ





ময়মনসিংহ,জেলার নামকরণ কিভাবে হয়? How District Mymensingh was named?

ময়মনসিংহ

ময়মনসিংহ,আপনি কি মনে করেন ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে? সেনাপতি মানসিংহ কে সম্রাট আকবর এ অঞ্চলে পাঠান বারোভূঁইয়ার প্রধান শাখা কে পরাজিত করার জন্য সেই অনুসারে ময়মনসিংহ এর নামকরণ করা হয়।




ময়মনসিংহ, জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

প্রশাসনিক এলাকাসমূহ: ময়মনসিংহ জেলা ৩৩ টি ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন ১৩টি উপজেলা, ৮টি থানা, ১০টি পৌরসভা,  ১৪৭ টি ইউনিয়ন, ২১০১ টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১ টি সংসদীয় আসন নিয়ে ময়মনসিংহ জেলা গঠিত। ময়মনসিংহ জেলার থানা গুলো ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গফুরগাঁও, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ।


জামালপুর, জেলার নামকরণ কিভাবে হয়? How District Jamalpur was named?

হরযত শাহাজালাল রহমাতুল্লাহ নামে একজন ধর্ম প্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ অনুসারী নিয়ে চলে এসেছিল। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তার প্রাধান্য বিস্তার লাভ করে, ধারণা করা হয় হরযত শাহাজালাল রহমাতুল্লাহ এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর


জামালপুর,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

জামালপুর জেলার ৭টি উপজেলা, ৭থানা, ৮টি পৌরসভা ৬৮ টি ইউনিয়ন, ৮৪৪ মৌজা, ১৩৪৬ গ্রাম, ৫ টি সংসদীয় আসন নিয়ে গঠিত জামালপুর জনসংখ্যা ২৩,৮৪৮১০ জন।পুরুষ ৫০.৫৮% মহিলা ৪৯.৪২% মুসলিম ৯৭.৭৪%  হিন্দু ১.৯২%  খ্রিষ্টান ০.০৭% বৌদ্ধ ০.০৪%  এবং ০.১৪% অন্যান্য


শেরপুর জেলার নামকরণ কিভাবে হয়? How District Sherpur was named?

খেয়া পারাপারের জন্য দশকাহন কড়ি নির্ধারিত ছিল বলে এলাকায় দশকাহনিয়া নামে পরিচিত লাভ করে। সপ্তদশ শতাব্দীর প্রথমদিকে ভাওয়ালের গাজী ঈসা খান এর বংশধর থেকে ১০ কাউনিয়া এলাকা দখল করে নেয়। ১০ কাউনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী নাম অনুসারে শেরপুর নামে নামকরণ করা হয়



শেরপুর,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

এটি ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত এটি ময়মনসিংহ বিভাগের অধীনে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একটি এবং এটি জেলার দক্ষিণ ভাগে অবস্থিত। শেরপুর সদর উপজেলার উত্তরে শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলা দক্ষিণে জামালপুর সদর উপজেলা পূর্বে নকলা উপজেলা, পশ্চিমে ইসলামপুর-মেলান্দহ উপজেলা। এই উপজেলায় ১০০টি মৌজা ১৮৮টি গ্রাম রয়েছে ১৮৬৯ সালে শেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়



নেত্রকোনা জেলার নামকরণ কিভাবে হয়? How District Netrukuna was named?

অন্যান্য দেশের মানুষজন ও এসে বসবাস শুরু করে এই শহরে। এরপর কালের পরিবর্তনে কালিগঞ্জ থেকে পরিবর্তন করে ব্রিটিশদের উচ্চারণের নাটকের নামকরণ করা হ।য় পরবর্তীতে হুকুম নামা হলে পাকিস্তান আমলে কালী বাড়ির অদূরে নদীর পাড়ে থানাঘাট প্রতিষ্ঠিত হয় এভাবেই বর্তমান নেত্রকোনার বিবর্তন ঘটে।



নেত্রকোনা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

আয়তন ২৮১০ জনসংখ্যা ২২২৯৪৬৪ উপজেলা ১০ পৌরসভা ৫টি নেত্রকোনা-মোহনগঞ্জ দুর্গাপুর কেন্দুয়া ও মদন ইউনিয়ন ৮৬ সীমান্ত ফাঁড়ি ৮ গ্রাম ২২৯৯ রেলপথ ৬৫ কি:মি নিয়ে গঠিত

Previous Post
Next Post
Related Posts