স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র বিতরণের সময়সূচী ২০২২ Time table of giving ‍Smart CARD / National id Card 2022


 স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র বিতরণের সময়সূচী Time table of giving ‍Smart CARD / National id Card 2022

জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী জানুন ২০২২ know the Time table of giving ‍Smart CARD / National id Card 2022

স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র হালনাগাদ এর সময়সূচী জানুন ২০২২ Know the Time table of updating ‍Smart CARD / National id Card 2022


আপনাদের যাদের/ যে সকল ব্যক্তিদের আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার কাছাকাছি বা পূর্ণ হয়েছে, যারা ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে সাহায্য করেছেন এবং তথ্যর জন্য নিবন্ধন করেছেন/ জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য/ স্মার্ট কার্ড পাওয়ার জন্য/ আবেদন করেছেন তাদের জন্য এই ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী প্রদান করা হবে কবে! বিস্তারিত  জানাবো।


জাতীয় পরিচয় পত্র একজন ব্যাক্তির বর্তমান জীবনকালের অপরিহার্য অংশ। জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল সিম কেনা, চাকরির আবেদন করা, বাসা ভাড়া নেওয়া, বিশ্ববিদ্যালয় কার্যক্রম, বাসা ভাড়া চুক্তিপত্রে দেওয়া, বৈবাহিক নিবন্ধন কার্যক্রমে প্রয়োজনসহ ব্যাংক একাউন্ট খোলা, সঞ্চয়ী হিসাব, ট্রেন টিকিট কেনা, ব্যবসা করা এ সকল কাজেই এখন নিত্য প্রয়োজনীয় পরিচয়ে ব্যবহার করা হয়ে থাকে জাতীয় পরিচয়পত্র। যা ছাড়া কোন কাজই করা সম্ভব নয়। অপ্রাপ্ত বয়স্ক হলে অনেক ক্ষেত্রে জন্মনিবন্ধন ব্যবহার করা যেতে পারে তবে জাতীয় পরিচয়পত্রটি ছাড়া অনেক প্রয়োজনীয় কিছুই আমরা করতে পারবোনা। এজন্য অতীব প্রয়োজনীয় এ স্মার্ট আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্র তৈরি করতে সরকারী কার্যক্রমে নিজের সকল তথ্য দিয়ে অনলাইনে ও ভোটার হালনাগাদকারীদের সাহায্য করে নিজের নির্ভূল স্মার্ট কার্ড সহজেই পেয়ে যেতে পারেন।

স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী ২০২২ Time table of giving ‍Smart CARD / National id Card 2022
ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ একযোগে বিতরণ করা হবে। সকল জেলাগুলোতে থানা ও ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম শুরু হবে নভেম্বর ২০২২। যারা জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ড/ এর জন্য নিবন্ধন করেছিলেন, হাতের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের ছবি এবং স্বাক্ষর দিয়েছেন তাদেরই স্মার্ট কার্ড তৈরি শেষের দিকে ম্যাক্সিমাম স্মার্ট কার্ড তৈরি/ প্রস্তুত সম্পন্ন হয়ে গেছে। অতি তাড়াতাড়ি এলাকাভিত্তিক ২০২২ ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড পেয়ে যাবেন বলে স্থানীয় সুত্র থেকে জানা গেছে

যারা স্মার্ট কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র ডেলিভারি নেওয়ার সময় ভালো করে দেখে নিবেন আপনার জন্ম তারিখ আপনার নাম আপনার পিতার নামঃ আপনার মাতার নাম সবকিছু ঠিক আছে কিনা ভালো করে দেখে তারপর স্মার্ট কার্ড (Smart ID Card) / জাতীয় পরিচয় পত্র (National ID Card) / ভোটার আইডি কার্ড (Voter ID Card) / ডেলিভারি নিবেন তখনই যদি আপনি ভুল ধরিয়ে কাটিং ফেরত দিতে পারেন তাহলে কোন টাকা পয়সা ছাড়াই অথবা কোন ঝামেলা ছাড়াই আবার আপনি সংশোধন করে কার্ডটি নিতে পারবেন।


বাংলাদেশী স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে পুরোদমে ব্যবহৃত হয়ে আসছে প্রতিস্থাপন করে ইলেকট্রিক সংগৃহীত নতুন প্রযুক্তি স্মার্ট আইডি কার্ড এর মেশিন রিডেবল কার্ডের ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে নাগরিক এর বিভিন্ন তথ্য যা বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তিকে আরো সহজ করে আপনি যদি এখনও স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তবে আপনার কার্ড কবে পাবেন সে সম্পর্কিত তথ্য সহজেই জানতে পারবেন।


  • অনলাইন থেকে স্মার্ট কার্ড এর তথ্য জানতে পাবেন যেভাবে know all Info about smart card/NID CARD through Online
  • আপনার কি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা/ রেডি হয়েছে কিনা know If your Smart card is Ready or not
  • আপনার স্মার্ট কার্ড টি কোথা থেকে ডেলিভারি নিতে পারবেন From where you can get delivery of your smart card
  • আপনার স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র টি কবে থেকে ডেলিভারি শুরু হবে From when your smart card will start delivering

অনলাইন থেকে স্মার্ট কার্ড (Smart Card) এর তথ্য জানতে পাবেন যেভাবে। know all Info about smart card/NID CARD through Online

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে sc লিকে থিস পেজ দিয়ে Nid  লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে আপনার এনআইডি নম্বর। যদি ১৩ ডিজিটের হয় তাহলে এনআইডি নম্বর এর শুরুতে জন্মসাল যুক্ত করে নেবেন এরপর মেসেজটি 105 নম্বরে পাঠালেই যে কোন মোবাইল অপারেটর থেকে ফিরতি ম্যাসেজ পাবেন আপনার স্মার্ট কার্ড বিতরণের তথ্য যদি এভাবে উত্তরটি আসে your card distribution date is not scheduled yet, please try later তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড বিতরনের সময় তারিখ এখনো নির্ধারিত হয়নি। যখন সময় তারিখ ও বিস্তারিত বুঝবেন তখন আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন নিয়ে আপনার ব্যক্তিগত কাজ চালানোর জন্য এটি ব্যবহার করতে পারেন ।


আপনার স্মার্ট কার্ড (Smart Card) / জাতীয় পরিচয় পত্র (National ID Card) টি কবে থেকে ডেলিভারি শুরু হবে। From when your smart card will start delivering

তবে ২০২২ সালে যারা স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করেছিলেন তারা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্মার্ট কার্ড/ জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড পেতে শুরু করবেন আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর/ চেয়ারম্যান/ জনপ্রতিনিধির কাছ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কার্ড বিতরণের যে কার্যক্রম কোন এলাকায় কত তারিখ থেকে শুরু হবে আপনার এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনে নিতে পারবেন এ ব্যাপারে প্রত্যেক এলাকায় মাইকিং কোনটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।



For knowing more info keep connected with our page bdjob7days.com

আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Previous Post
Next Post
Related Posts