খুলনা জেলার ডুমুরিয়া থানা বিস্তারিত সাধারণ তথ্যবলী Details of khulna Districts at Dumuria upazila

 


খুলনা জেলার ডুমুরিয়া থানা বিস্তারিত সাধারণ তথ্যবলী Details of khulna Districts at Dumuria upazila

জেলা খুলনা উপজেলা ডুমুরিয়া স্থাপনকাল ১৫ই এপ্রিল ১৯৮৩ খ্রিস্টাব্দে ।

এক নজরে ডুমুরিয়া

 ডুমুরিয়া উপজেলার তথ্য Dumuria upazila

 সীমানা : মৃত্যুর ফুলতলা উপজেলা দক্ষিণে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা পূর্বে বটিয়াঘাটা উপজেলা ও সোনাডাঙ্গা থানা পশ্চিম সাতক্ষীরা জেলা তালা উপজেলার যশোর জেলার কেশবপুর মনিরামপুর অভয়নগর।


 ডুমুরিয়া উপজেলার সংক্ষিপ্ত বিবরণী

 বাংলাদেশের বিভাগীয় শহর জেলা ও উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলার ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থের দেখা যায় দশম শতকের ডুমুরিয়া ভরত রাজার শাসনাধীন ছিলেন যশোরের কেশবপুর উপজেলার ভরতের দেউল দৃষ্টি কোথায় সত্যতা প্রমাণ হয় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে ডুমুরিয়ায় ইসলাম ধর্মের প্রচার ও মুসলিম শাসন প্রবর্তিত হয় ১৯৮৪ মাগুরা ইউনিয়নের অভয়নগর গ্রামের একটা বহুৎ পুরনো জলাশয়ের পাশে পুরনো একটা শিলালিপি পাওয়া যায় গুপ্ত শিলালিপিতে হযরত শাহজালালের নাম পাওয়া যায় অপরদিকে পশ্চিমবাংলা দেশের অন্যান্য অঞ্চলের মতো ডুমুরিয়া মাগুরা দক্ষিণা প্রভৃতি অঞ্চলে হাজী মুহাম্মদ মহসিনের জমিদার প্রসারিত হয় আন্দুলিয়া গ্রামে শাহজামাল নামে আরেকজন মুসলিম ধর্ম প্রবক্তার পরিচয় পাওয়া যায়।


 ডুমুরিয়া উপজেলার ভৌগোলিক তথ্য

 সাধারণ তথ্যাদি

 জেলা খুলনা

 উপজেলা

 উপজেলা গঠিত হয় ১৫/০৪/১৯৮৩  খ্রিস্টাব্দে।


 ডুমুরিয়া উপজেলার সীমানা: ফুলতলা উপজেলার দক্ষিণ উপজেলা পূর্বে বটিয়াঘাটা সোনাডাঙ্গা থানা সাতক্ষীরা জেলার তালা উপজেলা যশোর জেলার কেশবপুর মনিরামপুর।


 জেলা সদর হতে দূরত্ব= ১৬  কিলোমিটার

 আয়তন= ৪৫৪.২৩  বর্গ কিলোমিটার

 জনসংখ্যা= ৩,০৫,৬৭৫  জল

পুরুষ= ১,৫৩,১১১  জন

মহিলা= ১,৫২,৫৬৪ জন

লোকসংখ্যার ঘনত্ব =৬১০ জন  প্রতি বর্গ কিলোমিটারে

 নির্বাচনী এলাকা- খুলনা =৫ ডুমুরিয়া ফুলতলা

 গ্রাম=২৩৭টি

মৌজা= ২০৪টি

 ইউনিয়ন= ১৪টি

 এতিমখানা সরকারি= ০৯টি

 এতিমখানা বেসরকারি= ০৩টি

 মসজিদ= ২৩৭টি

 মন্দির ১৩২টি

 নদ-নদী ০২টি

 জলমহল ১০৩টি

 হাট-বাজার ৪২টি

 ব্যাংক শাখা ১২টি

 পোস্ট অফিস পোস্ট অফিস ২৯টি

 টেলিফোন এক্সচেঞ্জ ১টি


 ডুমুরিয়া উপজেলার কৃষি সংক্রান্ত

 মোট আবাদি জমির পরিমাণ= ৮৫,৩৮২ 21

 এক ফসলী জমি= ৫৪,২৬০ হেক্টর 

দুই ফসলী জমি= ২৩,০০২  হেক্টর 

 তিন ফসলী জমি= ৮,১২০  হেক্টর 


ডুমুরিয়া উপজেলার শিক্ষাসংক্রান্ত

  •  সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১০টি
  •  কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০৫টি
  •  মহাবিদ্যালয় মহাবিদ্যালয় ১২টি
  •  কলেজিয়েট স্কুল ০২টি
  •  মাধ্যমিক বিদ্যালয় ০১টি
  •  মাদ্রাসা ৩০টি
  •  কারিগরি বিদ্যালয় ০১টি
  •  শিক্ষার হার ৫৫.৬৬%


ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত

  •  হাসপাতাল ০৩টি
  •  পরিবার কল্যাণ কেন্দ্র সংখ্যা ১২টি
  •  কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৪০টি
  •  পদায়নকৃত ডাক্তারের সংখ্যা ০৮টি
  •  অ্যাম্বুলেন্স এর সংখ্যা ০২টি
  •  মঞ্জুরীকৃত ডাক্তারের সংখ্যা ২৩টি


 ডুমুরিয়া উপজেলার ভূমি ও রাজস্ব সংক্রান্ত

  •  মৌজা ২০৪টি
  •  ইউনিয়ন ভূমি অফিস ৭টি
  •  খাস জমি ১৭২০.৬০ একর
  •  কৃষিজমি ১২৬০.৬০একর
  • অকৃষিজমি ৪৬০.০০ একর
  • হাট বাজারের সংখ্যা ৩৫ টি


ডুমুরিয়া উপজেলার পটভূমি

বাংলাদেশের বিভাগীয় শহর জেলা ও উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলার ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থের দেখা যায় দশম শতকের ডুমুরিয়া ভরত রাজার শাসনাধীন ছিলেন যশোরের কেশবপুর উপজেলার ভরতের দেউল দৃষ্টি কোথায় সত্যতা প্রমাণ হয় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে ডুমুরিয়ায় ইসলাম ধর্মের প্রচার ও মুসলিম শাসন প্রবর্তিত হয় ১৯৮৪ মাগুরা ইউনিয়নের অভয়নগর গ্রামের একটা বহুৎ পুরনো জলাশয়ের পাশে পুরনো একটা শিলালিপি পাওয়া যায় গুপ্ত শিলালিপিতে হযরত শাহজালালের নাম পাওয়া যায় অপরদিকে পশ্চিমবাংলা দেশের অন্যান্য অঞ্চলের মতো ডুমুরিয়া মাগুরা দক্ষিণা প্রভৃতি অঞ্চলে হাজী মুহাম্মদ মহসিনের জমিদার প্রসারিত হয় আন্দুলিয়া গ্রামে শাহজামাল নামে আরেকজন মুসলিম ধর্ম প্রবক্তার পরিচয় পাওয়া যায়।


ডুমুরিয়া উপজেলার মানচিত্র




ডুমুরিয়া উপজেলার উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা

চুকনগর, চুকনগর বধ্যভূমি, আরশিনগর শেখ শাহা আফজাল মসজিদ


 ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়

 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ডুমুরিয়া খুলনা পোস্ট কোড= ৯২৫০


ডুমুরিয়া উপজেলা পরিষদ

 উপজেলা পরিষদ ডুমুরিয়া


 উপজেলা বাস্তবায়ন প্রকল্প


 গেস্ট হাউস

৩ তিন টি


 ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান

  •  চেয়ারম্যানের নাম জনাব আলী মুনসুর
  •  ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম
  •  মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শিরিনা দৌলত


 ডুমুরিয়া উপজেলার সরকারি অফিস সমূহ

  1.  সহকারী কমিশনার ভূমি অফিস দুমুরিয়া খুলনা
  2.  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ডুমুরিয়া খুলনা
  3.  উপজেলা প্রাণিসম্পদ অফিস ডুমুরিয়া খুলনা
  4.  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয় দুমুরিয়া খুলনা
  5.  উপজেলা হিসাব রক্ষণ অফিস ডুমুরিয়া খুলনা
  6.  ডুমুরিয়া থানা ডুমুরিয়া খুলনা
  7.  উপজেলা সমাজসেবা অফিস দুমুরিয়া খুলনা
  8.  উপজেলা যুব উন্নয়ন অফিস ডুমুরিয়া খুলনা
  9.  উপজেলা মহিলা বিষয়ক  অফিস ডুমুরিয়া খুলনা
  10. উপজেলা যুব উন্নয়ন অফিস ডুমুরিয়া খুলনা
  11.  উপজেলা নির্বাচন অফিস দুমুরিয়া খুলনা
  12.  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস দুমুরিয়া খুলনা
  13.  উপজেলা পরিসংখ্যান অফিস দুমুরিয়া খুলনা
  14.  উপজেলা আনসার ভিডিপি অফিস দুমুরিয়া খুলনা
  15.  ইউ আর সি উপজেলা
  16.  উপজেলা আনসার ভিডিপি অফিস দুমুরিয়া খুলনা
  17.  উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  18.  ফরেস্টার বন বিভাগ অফিস ডুমুরিয়া খুলনা
  19.  উপ-বিভাগীয় প্রকৌশলী অফিস খুলনা
  20.  পানি উন্নয়ন বোর্ড অফিস দুমুরিয়া খুলনা
  21.  পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিস খুলনা
  22.  ফায়ার সার্ভিস অফিস দুমুরিয়া খুলনা


Previous Post
Next Post
Related Posts