এক নজরে কুষ্টিয়া জেলা Kustia District at a glance

 


কুষ্টিয়া জেলা Kustia district


কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, কুষ্টিয়া বাংলাদেশ দ্বিতীয় বৃহৎ, কুষ্টিয়া বাংলাদেশের ১১তম বৃহত্তম, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী


একনজরে কুষ্টিয়া জেলা Kustia District at a glance

সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর-পশ্চিমে এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনার জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত, ভারতের সাথে কুষ্টিয়া ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ, এছাড়াও বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেন এবং বাউল সম্রাট লালন এর তীর্থভূমি, পুরাতন কুষ্টিয়া হাট হরিপুর গ্রামের গীতিকার সুরকার ও কবি আজিজুর রহমানের বাস্তবতা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি  দাদ  আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, এই পদ্মা এই মেঘনা গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী আজিজুল রহমান, সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠাতা কাঙ্গাল হরিনাথ, নীল বিদ্রোহের  নেত্রী পেরি সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতীন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সংগীত শিল্পী মোঃ আব্দুল জব্বার, ফরিদা পারভীন সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।


কুষ্টিয়া জেলার থানা গুলোর নাম Thana name of kustia district

বৃহত্তর কুষ্টিয়া জেলা উপজেলা গুলো হচ্ছে- কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, চুয়াডাঙ্গা সদর, কুমারখালী, আলমডাঙ্গা, গাংনী, ভেড়ামারা, মিরপুর, ডামুড়হুদা, দৌলতপুর, জীবননগর, মুজিবনগর ও  খোকসা উপজেলা নিয়ে বৃহত্তর কুষ্টিয়া জেলা গঠিত হয়েছে।


  • কুষ্টিয়া জেলার ইতিহাস History of Kustia District
  •  কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নাম Renowned people of kustia district
  •  কুষ্টিয়া জেলার নামকরণের ইতিহাস Naming History of kustia district
  •  কুষ্টিয়া জেলার গ্রামের সংখ্যা village of kustia district
  •  কুষ্টিয়া জেলার জনসংখ্যা population of kustia district
  •  কুষ্টিয়া জেলার উপজেলা upazila of kustia district
  •  খুলনা বিভাগের মানচিত্র map of khulna division
  •  কুষ্টিয়া জেলার মানচিত্র map of kustia district
  •  কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান Institution of kustia district
  •  কুষ্টিয়া জেলার পৌরসভা কয়টি
  • কুষ্টিয়া জেলার থানা গুলোর নাম Thana name of kustia district

কুষ্টিয়া জেলার মানচিত্র




 এক নজরে কুষ্টিয়া জেলা


আয়তন

১৬০৮.৮০ বর্গ কিলোমিটার

নির্বাচনী এলাকা

৪টি

মোট ভোটার সংখ্যা

১৪,২৫,৯৯০ জন

পুরুষ

৭,১১,৭৪৭ জন

মহিলা

৭,১৪,২৪৩ জন

উপজেলা

৬টি

থানা

০৭টি 

পৌরসভা 

০৫টি

ইউনিয়ন

৬৫টি

গ্রাম

৯৭৯টি

সিটি কর্পোরেশন

০০টি

মেডিকেল কলেজ

০১

সরকারি মাধ্যমিক বিদ্যালয়

০৩টি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

২৩৮টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

৭২টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৫৮টি

মাদ্রাসা দাখিল, আলিম, ফাজিল, তামিল

৭৫টি

সরকারি কলেজ

৩টি

বেসরকারি কলেজ

৬০টি (৪২টি এমপিওভুক্ত)

পলিটেকনিক

১ টি



বিশ্ববিদ্যালয়

১টি

মৌজা

৭০১টি

নদী

১১টি

20 একরের উর্দ্ধে

৩৮টি

উন্মুক্ত জলাশয়

০৭টি

হাট-বাজার

৩১০টি

মোট আবাদি জমি

২,৭৫,৫১৯ একর

ইউনিয়ন ভূমি অফিস 

৬৫টি

পাকা রাস্তা

১৩৯০ কিলোমিটার

কাঁচা রাস্তা

২৪৬২  কিলোমিটার

আবাসন

১৩টি

আশ্রায়ন প্রকল্প

৭টি 

আদর্শ গ্রাম

৭টি

খেয়াঘাট/ নৌকা ঘাট

০০

দর্শনীয় স্থান

শিলাইদহ কুঠিবাড়ি, ফকির লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ইত্যাদি

জনসংখ্যার ঘনত্ব

১২১০/বর্গ কিলোমিটার

সাক্ষরতার হার

৪৬.৩% 

স্বাস্থ্য কেন্দ্র


জেনারেল হাসপাতাল

১টি 250 শয্যা বিশিষ্ট

উপজেলা হেলথ কমপ্লেক্স 

৫টি 


সাধারণ তথ্যাবলী


মসজিদ

১৭১০টি

মন্দির

২০০টি


গির্জা

০২টি


ঈদগাহ

১১৭৩টি


কওমি মাদ্রাসা

৪০টি


রাইস মিল

১৩৪৩টি


নার্সারি

১৪৬টি


হটিকালচার

০২টি


তাতের সংখ্যা 

২১৬৮৮টি


গ্রোথ সেন্টারের সংখ্যা

২৬টি



খুলনা বিভাগের (কুষ্টিয়া জেলার) মানচিত্র


সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর নাম শিক্ষকের নাম ও মোবাইল নাম্বার



























Previous Post
Next Post
Related Posts