Bangladesh Bank !! বাংলাদেশ ব্যাংক

 


বাংলাদেশ ব্যাংক Bangladesh Bank

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় কোষাগার। Central Bank and State Treasury of Bangladesh

বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ। এটি বাংলাদেশের ব্যাংক আদেশ ১৯৭২- এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। এটির কার্যনির্বাহী প্রধান গভর্ণর হিসেবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক সংস্থা এবং কার্যতঃ ব্যাংক সমূহের ব্যাংক। রাষ্ট্রের পক্ষে এটি ব্যাংকসমূহের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ ও বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব ও পালন করে থাকে। 


প্রধান কার্যালয় - মতিঝিল, ঢাকা


প্রতিষ্ঠিত - ১৬  ডিসেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দ তারিখে


 গভর্নর -  আব্দুর রউফ তালুকদার


 এর কেন্দ্রীয় ব্যাংক -  বাংলাদেশ


মুদ্রা -  টাকা BDT (আই এস ও 4217) 


সঞ্চয় - ৩৮.৯৩২ বিলিয়ন ২ ০২২


পূর্বসূরী -  স্টেট ব্যাংক অফ পাকিস্তান 


ওয়েবসাইট - বাংলাদেশ ব্যাংক


বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি - মিরপুর,ঢাকা।


ইতিহাস History

বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ। এটি বাংলাদেশের ব্যাংক আদেশ ১৯৭২- এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। এটির কার্যনির্বাহী প্রধান গভর্ণর হিসেবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক সংস্থা এবং কার্যতঃ ব্যাংক সমূহের ব্যাংক। রাষ্ট্রের পক্ষে এটি ব্যাংকসমূহের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ ও বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব ও পালন করে থাকে। 


প্রধান কার্যালয়:- মতিঝিল, ঢাকা

গভর্ণর:- আব্দুর রউফ তালুকদার

এর কেন্দ্রীয় ব্যাংক:- বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান :- দিক নির্দেশনা ৯ জন ব্যাক্তির সমন্বয়ে গঠিত

মুদ্রা:- টাকা 

সঞ্চয়:- $৩৮.৯৪৬ বিলিয়ন (আগস্ট ২০২২)

পূর্বসূরি:- স্টেট ব্যাংক অব পাকিস্তান

ওয়েবসাইট:-  বাংলাদেশ ব্যাংক 


শাখাসমূহ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ আরও দশটি শাখা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত। শাখা কার্যালয়সমূহ হচ্ছেঃ

১। মতিঝিল, ঢাকা

২। সদরঘাট

৩। বগুড়া

৪। চট্টগ্রাম

৫। রাজশাহী

৬। বরিশাল

৭। খুলনা

৮। সিলেট

৯। রংপুর

১০। ময়মনসিংহ


এছাড়াও বাংলাদেশ ব্যংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি ব্যাংক ট্রেনিং একাডেমী নামে পরিচিত। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর,ঢাকা।


পরিচালনা পর্ষদ

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা ৯ জন ব্যাক্তির সমন্বয়ে গঠিত । একটি পরিচালনা পর্ষদের উপর অর্পিত থাকে । এটির পরিচালনা পর্ষদ একাজন গভর্ণর, একজন ডেপুটি গভর্ণর, তিনজন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা এবং চারজন এমনি ব্যাক্তি যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প ও কৃষিখাতে যথেষ্ট অভিজ্ঞ ও যোগ্যতার প্রমাণ রেখেছেন তাদের নিয়ে গঠিত হয়। পর্ষদের সভাপতি গভর্ণর নিজেই। পরিচালনা পর্ষদের সবাই সরকার দ্বারা নির্ধারিত হয়। পরিচালা পর্ষদের সভা প্রতি ছয় মাসে অন্তত একবার অথবা তিন মাস অন্তর একবার অনুষ্ঠিত হয়। সরকার দ্বারা অনুমোদিত গভর্ণর পর্ষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বাংলাদেশ ব্যাংকের সকল কাজের দিক নির্দেশনা ও নিয়ন্ত্রন করেন।


বাংলাদেশ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদরা হচ্ছেনঃ

  • আব্দুর রউফ তালুকদার
  • মোহাম্মদ আছাদুল ইসলাম
  • আবু হেনা মোঃ রহমাতুন মুনিম
  • মাহবুব আহমেদ
  • এ কে এম আফতাবুল ইসলাম
  • মোঃ নজরুল হুদা
  • কাজী সাঈদুর রহমান


নীতিসমূহ

দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে মুদ্রানীতি, রিজার্ভ ব্যবস্থাপনা নীতি, সুদ হার নীতি, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততা নীতি, আমানত বীমা।


 বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী

বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর ৭এ ধারা অনূসারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলী হচ্ছেঃ


  • মুদ্রানীতি ও ঋণনীতি প্রণয়ন ও বাস্তবায়ন;
  • ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সমূহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এবং দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়ন,
  • দেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা;
  • মুদ্রা (ধাতব ও কাগজের মুদ্রা) ইস্যু করা:
  • পরিশোধ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ন;
  • টাকা পাচার (মানি লন্ডারিং) পাচার প্রতিরোধ;
  • ঋণের তথ্য সংগ্রহ করা;
  • বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা;
  • আমানত বীমা প্রকল্প পরিচালনা;


 বাংলাদেশ ব্যাংকের প্রকাশনাসমূহ


 গভর্নর


 বাংলাদেশ ব্যাংক পুরস্কার


Previous Post
Next Post
Related Posts