সাম্প্রতিক ঘটনাবলী ও সাধারণ জ্ঞান General Knowledge



 আপনি যদি সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, সরকারি চাকরির জন্য ভালো প্রস্তুতি নিবেন মনে করছেন,  লিখিত পরীক্ষায় বারবার টিকছেন কিন্তু মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছেন, সে সকল চাকরি প্রত্যাশীদেরকে বলব আপনারা যে দপ্তর এ পরীক্ষা দিবেন, সে দপ্তর সম্পর্কে ভালো করে জেনে নিবেন, আপনার এলাকা সম্পর্কে ভালো করে জেনে নিবেন, চলমান ঘটনাবলী এগুলো জেনে নিবেন।

সাম্প্রতিক ঘটনাবলী ও সাধারণ জ্ঞান

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বসন্তকালীন বৈঠক শুরু হয়েছে- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে।

  1. ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেনঃ ২৪শে এপ্রিল, ২০২৩
  2. ২২তম রাষ্ট্রপতির নামঃ শাহবুদ্দিন চুপ্পু
  3. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫শে এপ্রিলঃ তিন রাষ্ট্র সফরে বিদেশ যাত্রা করেন (১৫ দিন)
  4. সময়কাল;- ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৩
  5. চলমান ইউক্রেন- রাশিয়ান যুদ্ধ নিয়ে শান্তিচুক্তি-
  6.  চীনের শান্তিচুক্তি - ১২ দফার
  7. রাশিয়ার জন্য শান্তির শর্ত -৪টি
  8. উক্রেনের শান্তিচুক্তি -১০ দফার
  9. ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী হলেন - বার্নার্ড আর্নল্ট
  10. বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারি ডেপুটি গভর্নর - নুরুন নাহার।
  11. প্রথম নারি ডেপুটি গভর্নর ছিলেন - নাজনীন সুলতানা
  12. বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে - অজয় বাঙ্গা
  13. সাম্প্রতিক ঘটনাবলী ও সাধারণ জ্ঞান
  14. ২০২৩ আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ ৮ম আসর অনুষ্ঠিত হবে - দক্ষিণ আফ্রিকা (৯-২৬-২০২৩)।
  15.  ২০২৪ সালে নারী টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হবে -  বাংলাদেশ।
  16.  ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজক দেশ - ভারত।
  17.  ২০২৬ সালে নারীদের টি ২০ বিশ্বকাপ আয়োজক দেশ - ইংল্যান্ড।
  18.  ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ - শ্রীলংকা।
  19.  ২০২১-২০২২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগে চ্যাম্পিয়ন - রিয়াল মাদ্রিদ।
  20.  ২০২২ সালের পোডাক্ট অফ দ্যা ইয়ার বা বর্ষপণ্য  - আইসসিটি পণ্য ও সেবা।
  21.  ২০২১ সালে বর্ষপণ্য ছিলো - চামড়া ও চামড়াজাত দ্রব্য।
  22.  আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ - শাহিন শাহ আফ্রিদি।
  23. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী “নুসান্তারা” (অবস্থান -বোর্নিও দ্বীপে)
  24. বাংলাদেশে প্রথম করোনার ট্যাবলেট “মলনুপিরাভির” বাজারজাত করেছে - বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর) নাম - এমোরিভির ২০০।
  25. ১ম বার (Indian Ocean Rim Association (IORA) এর চেয়ারম্যান হয়েছে - বাংলাদেশ।
  26. পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালূ হয়েছে -১২ই ডিসেম্বর ২০২১ সালে । 
  27.  ফাইভ - জি চালূ করা মোবাইল অপারেটর হলো - টেলিটক।
  28.  ২০২২ সালে কপ - ২৭ অনুষ্ঠিত হবে শারম আল-শেখ, মিশর।
  29.  ২০২৩ সালে কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব - আমিরাত।
  30. ২০২৪ সালে কপ- ২৯ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়।।
  31. অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড - ২০২১ পুরস্কারে ভূষিত হয়েছেন -  সজীব ওয়াজেদ জয়।
  32. ভারত উপমহাদেশের প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় -১৯২৬  সালে
  33.  স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় -১৯৭২  সালে
  34.  দুটি কমিশনের একটি কমিশন করা হয় - ১৯৭৭ সালে নামকরণ করা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন  বিপিএসসি BPSC 
  35. BPSC গঠনের কথা উল্লেখ আছে - সংবিধানের ১৩৭  নং অনুচ্ছেদে।
  36. BPSC - জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অংশ
  37. সরকার সংস্থাপন মন্ত্রণালয় Ministry Establishment এর নাম পরিবর্তন করিয়া বাংলায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ইংরেজিতে Ministry of Public Administration পরে ২০১১সালে
  38. BPSC র সার্ভিস শাখা - ১০টি  সংস্থাপন, হিসাব, পরীক্ষা, নিয়োগ,মনস্তত্ত্ব,গ্রন্থাগার ইত্যাদি
  39. BPSC র আঞ্চলিক অফিস - ৬টি (৫টি রাজধানীর বাইরের বিভাগীয় সদর;১টি কমিশনের কেন্দ্রীয় সচিবালয় ভবনে
  40. BPSCর একটি সচিবালয় রয়েছে- আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা।
  41. BPSC  র বর্তমান চেয়ারম্যান -  মোঃ সোহরাব হোসাইন ১৩তম।
  42. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কোন ধরনের প্রতিষ্ঠান- সাংবিধানিক।
  43. সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠিত হয়-১৩৭  নং অনুচ্ছেদে
  44.  সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের নিয়োগ বর্ণিত রয়েছে-১৩৮  নং অনুচ্ছেদে
  45. সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের মেয়াদ বর্ণিত রয়েছে-১৩৯  নং অনুচ্ছেদে
  46. সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের দায়িত্ব বর্ণিত রয়েছে -১৪০  নং অনুচ্ছেদে
  47.  কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ প্রদান করেন - রাষ্ট্রপতি
  48.  উপমহাদেশের প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে -১৯২৬  সালে
  49. বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে -১৯৩৭ সালে
  50. পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে -১৯৪৭ সালে
  51. বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে -মোঃ সোহরাব হোসাইন ১৩তম
  52. কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন - ডাক্তার জিন্নাতুন্নেছা তাহমিদা
  53. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর ইংরেজি নাম কি -বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বি পি এস সি 
  54. বর্তমানে কমিশনের অধীনে বি পি এস সি ক্যাডার সংখ্যা কত?
  55. ২০১৮ সালের ১৩ই নভেম্বর পিএসসি সুপারিশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডার কে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে ফলে ডিপিএস ক্যাডারের সংখ্যা ২৭ থেকে কমে ২৬ টি হয়।
  56.  কমিশনের চেয়ারম্যানের মেয়াদকাল কত বছর -০৫ বছর  সময়সীমা ৬৫ বছর।
  57. স্বাধীনতার পরে সরকারি কর্ম কমিশন কবে প্রতিষ্ঠিত হয় -৯ মে ১৯৭২ সালে
  58. কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন- ডা একিউ এম ফজলুল করিম
  59.  বর্তমানে কর্মকমিশনের কয়টি আঞ্চলিক অফিস রয়েছে- ৬ টি ,  ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট।









Previous Post
Next Post
Related Posts