ইতিহাস History
২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ২০১৮ সালে ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন, উদ্বোধনের সময় এর নাম ছিল কালনা সেতু। সড়ক ও জনপথ অধিদপ্তরের cross-border রোড নেটওয়ার্কের উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়। সেতুটি ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় এর নাম রাখা হয় মধুমতি সেতু। দেশের ইতিহাসে প্রথম ছয় লেনের সেতু কালনা সেতু ।
মধুমতি সেতু ( কালনা সেতু) Madhumati Bridge Kalna Bridge
স্থানাঙ্ক - ২৩.১৯৩৮১ উত্তর
৮৯.৬৯১১৭ পূর্ব
বহন করে - যানবাহন
অতিক্রম করে - মধুমতি নদী
স্থান - পূর্বপাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা, পশ্চিম পাড়ের নড়াইলের লোহাগড়া উপজেলা
রক্ষণাবেক্ষণ - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বৈশিষ্ট্য
উপাদানসমূহ - কংক্রিট স্টিল
মোট দৈর্ঘ্য - ৬৯০ মিটা (২,২৬০ ফুট)
প্রস্থ - ২৭.১০ মিটার (৮৮.৯ ফুট)
ইতিহাস
নির্মাণ শুরু - ৩০ অক্টোবর ২০১৮
নির্মাণ শেষ - ২০২২
চালু - ১০ অক্টোবর ২০২২
মধুমতি সেতু ( কালনা সেতু) দেশের ইতিহাসে প্রথম
Madhumati Bridge Kalna Bridge is the first in the hgstory of the country
কালনা মধুমতি সেতুর টোল নির্ধারণ কোন গাড়ির জন্য কত টাকা দিতে হবে জেনে নিন দেখে নিন
মধুমতি সেতু ( কালনা সেতু ) Madhumati Bridge Kalna Bridge দিনের ছবি বিকাল বেলা।
মধুমতি সেতু ( কালনা সেতু ) Madhumati Bridge Kalna Bridge রাতের ছবি ।
মধুমতি সেতু ( কালনা সেতু ) Madhumati Bridge Kalna Bridge দিনের ছবি দুপুর বেলা
Madhumati Bridge Kalna Bridge
দেশের প্রথম ছয় লেনের সেতু কোনটি?
উত্তর; মধুমতি সেতু ( কালনা সেতু )
মধুমতি সেতু কোথায় অবস্থিত?
উত্তর; নড়াইলের লোহাগড়ায় কালনা পয়েন্টে
মধুমতি সেতু কালনা সেতু দৈর্ঘ্য - প্রস্থ কত?
উত্তর; মধুমতি সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার
মধুমতি সেতু কালনা সেতু সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রস্থ কত?
উত্তর; উভয় পাশের সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার
মধুমতি সেতু ( কালনা সেতু ) নির্মাণ ব্যয় কত?
উত্তর; সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা
মধুমতি সেতু ( কালনা সেতু ) এর অর্থায়নে কোন প্রতিষ্ঠান?
উত্তর ; জাপান ইন্টারন্যাশনাল co-operate এজেন্সির জায়কা
মধুমতি সেতু ( কালনা সেতু ) যে দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর ; যশোর-নড়াইল+গোপালগঞ্জ
মধুমতি সেতু ( কালনা সেতু ) উদ্বোধন করা হবে কবে ?
উত্তর ‘ ১০ অক্টোবর ২০২২
মধুমতি সেতু ( কালনা সেতু ) কোন হাইয়ের অংশ?
উত্তর ; হায়রে সেতু হবে এশিয়া হাইওয়ে এর অংশ
মধুমতি সেতু ধনুকের মতো বাঁকা স্থানটি কোথায় তৈরি হয়েছে?
উত্তর ; ভিয়েতনামে