বাংলাদেশ ব্যাংক এর লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার প্রদান করা হলো ও লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

 


বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা ১০০০।

বাংলাদেশ ব্যাংক এর লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার প্রদান করা হলো ও লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

তারিখ:১৪ ফেব্রুয়ারি ২০২৩ পহেলা ফাল্গুন ১৪২৯

ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় অন্তর্ভুক্ত ৮ টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ২০২০ সাল ভিত্তিক `সিনিয়র অফিসার জেনারেল‘ [জব আইডি ১০১৪৬] এর ১০৫৯ টি পদে সম্মিলিতভাবে নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচী এবং কেন্দ্রীয় সংক্রান্ত বিজ্ঞপ্তি।


ব্যাংকার সিলেকশন  কমিটির সচিবালয় ২১-১২/২১ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নং ১৮৪/২০২১ এর প্রেক্ষিতে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এর সোনালী ব্যাংক লিমিটেড ১৪৩ টি জনতা ব্যাংক লিমিটেড ১৯৭ টি রূপালী ব্যাংক লিমিটেড ৬৮ টি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক লিমিটেড ০৪টি বাংলাদেশ কৃষি ব্যাংক 539 টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক ৬২ টি কর্মসংস্থান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ২৭ টি ২০২০ সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল (জব আইডি ১০১৪৬) শুন্য পদের সম্মিলিতভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২০/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিত mcq test অংশগ্রহণকারীদের মধ্যে হতে ১০৯৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে। লিখিত পরীক্ষা আগামী ২৪/০২/২০২৩ তারিখে শুক্রবার বিকাল ৩টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত হবে। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার প্রদান করা হলো।


ক্রমিক নং

কেন্দ্রের নাম

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর, প্রারম্ভ রোল

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর,

 শেষ রোল

পরীক্ষার্থীর সংখ্যা

লালমাটিয়া গার্লস হাই স্কুল লালমাটিয়া ঢাকা

১০০০১১ 

১২৮৪১৯

১৭০০

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিরপুর ১ ঢাকা

১২৮৪৩৫

১৪৯১৯০

১৩০০

মডেল একাডেমী পাইকপাড়া সরকারি টাইপ কলোনি মিরপুর ১ ঢাকা

১৪৯২২২

১৭৭৯১৭

১৯০০

আদর্শ হাই স্কুল মিরপুর 10 ঢাকা

১৭৭৯৩৮

২১৬৯১৯

২৬০০

মিরপুর গার্লস আইডিয়াল মিরপুর ১০ ঢাকা 

২১৬৯২৫

২৪৭৪৫৩

২০০০

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর ১০ ঢাকা

২৪৭৪৬৫

২৬৯৩১৯

১৪৮২




সর্বমোট

১০৯৮২

















Previous Post
Next Post
Related Posts