Primary Assistant Teacher Job Syllabus 2023 // প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২৩

 


প্রাথমিক সহকারি শিক্ষক সিলেবাস ২০২৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি শিক্ষক পদের প্রশ্ন ও সমাধান দেখুন ২২/০৪/২০২২ 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি পরীক্ষার প্রস্তুতি যেভাবে হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন এই পরীক্ষায় মোট নম্বর ১০০ ,লিখিত পরীক্ষার নাম্বার ৮০, মৌখিক পরীক্ষার নাম্বার ২০,লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা পদ্ধতি হয় এমসিকিউ পদ্ধতিতে। বিষয়গুলো হচ্ছে  বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় (Directorate of Primary Edcuation - DPE) - তে গত ২০/০৩/২০২৩ তারিখে সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Directorate of Primary Edcuation - DPE এ রাজস্ব খাতে সহকারী শিক্ষকের শূণ্য পদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE)  ০১ টি ক্যাটাগরির পদে তিন বিভাগ এ নিয়োগ দেওয়া হবে। সিলেবাস ২০২৩ পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

Directorate of Primary Education DPE Job Details

পরীক্ষায় মোট নম্বর ১০০ ,

লিখিত পরীক্ষার নাম্বার ৮০,

মৌখিক পরীক্ষার নাম্বার ২০,


বাংলা - ২০

ব্যাকরণ -১৬

বাংলা সাহিত্য - ৪


বর্ণ ও ধনী, দ্বিরুক্ত শব্দ - ২

    সন্ধি - ১

    বাক্য শুদ্ধি ও বানান - ৩

    সমাস - ২

    প্রকৃতি ও প্রত্যয় -১

    শব্দ - ১

    বিপরীত শব্দ - ১

    সমার্থক শব্দ - ১

    এক কথায় প্রকাশ - ১

    বাগধারা - ১

    পদ প্রকরণ - ২

    কারক ও বিভক্তি - ২

    বাক্য প্রকরণ - ১

    অনুসর্গ - ১

    কাল, যতি চিহ্ন - ১

    আধুনিক যুগ, ছদ্মনাম, উপাধি - ১

    মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।, উপন্যাস - ১



#ইংরেজি (২০)
* Grammar---------------------13/14
*Vocabulary (মুখস্থ part)----6/7
*Literature---------------------1

Parts of Speech-----------------2
Tense/Right form of Verb----1
Fill in the blank with appropriate
preposition----------------------3
Verb, Gerund, Participle-----1
Number, Gender---------------2 
Voice------------------------------1
Narrtion--------------------------2
Sentence Correction-----------2

মুখস্থ part
Spelling----------------------------1
Synonym+Antonym-------------2
Idoms & Phrase------------------2
One words Substitution--------1
Proverbs/Translation-----------1
Literature-------------------------1




গণিত -২০


পাটিগণিত ১২

বীজগণিত ৫

 জ্যামিতি ৪


পাটিগণিত

 সংখ্যা, মৌলিক সংখ্যা -

 দশমিক ভগ্নাংশের অংক -১

 শতকরা - ১

 লসাগু, গসাগু ১

 ঐকিক নিয়ম -১

 অনু পথ সমানুপাত ১

 ধারা  বা অনুকরণ ১

বয়স, গড়ের অংক ২

 লাভ ক্ষতি ১

 সুদকষা ১

পরিমাপের একক ১


 বীজগণিত

মান নির্ণয়, উৎপাদক ৩

 সরল সমীকরণ ১

 সূচক ও লগারিদম ১


 জ্যামিতি

 রেখা ও কোণ ১

 ত্রিভুজ ২

 চতুর্ভুজ, বৃত্তের ধারণা বেসিক সূত্রের অংক সমূহ ১

পরিমিতি ২





বাংলাদেশ ১০

 আন্তর্জাতিক ৫

 বিজ্ঞান ৪

 কম্পিউটার ২


 বাংলাদেশ

 বাংলাদেশের ভৌগলিক অবস্থান, আয়তন, সীমানা ১

জনসংখ্যা, উপজাতি

 বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা, নির্দেশনা ১

 প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ, ব্রিটিশ শাসন ২

 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ

 সংবিধান ও প্রশাসনিক কাঠামো ১

 খেলাধুলা, অর্জন, পুরস্কার ১

অন্যান্য বাংলাদেশ  এর  জনপদ, নদ- নদী প্রাকৃতিক সম্পদ, অর্থ নীতি, বিখ্যাত স্থান, জাতীয় দিবস


আন্তর্জাতিক

 মহাদেশ পরিচিতি এশিয়া, আমেরিকা, ইউরোপ ১

 ভৌগোলিক উপনাম, সীমারেখা, প্রণালী, দ্বীপ, সাগর, মহাসাগর ১

 চুক্তি, সম্মেলন ১

সংগঠন, সংস্থা, দেশ মুদ্রা, রাজনীতি, জাতিসংঘের অঙ্গ সংগঠন ১

 পুরস্কার, খেলাধুলা, নোবেল ইত্যাদি ১



 

Previous Post
Next Post
Related Posts