বাংলাদেশে স্বাধীনতার পর মুদ্রার প্রতীক, ব্যাংক কোড ও টাকার ছবি

 


বাংলাদেশে স্বাধীনতার পর মুদ্রার প্রতীক, ব্যাংক কোড, টাকার ছবি ও ইতিহাস // Bangladesh Post Independence currency symbols bank codes money imagines and history 

ধাতব মুদ্রার প্রচলন শুরূ হয় কত সাল থেকে?

১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫,১০,২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন শুরূ হয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে ”টাকা” প্রতিষ্ঠিত হয় ।টাকা (মুদ্রা প্রতীকব্যাংক কোড:BDT) হল বাংলাদেশের মুদ্রা ।কাগজের টাকা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক - বাংলাদেশ ব্যাংক “কর্তৃক প্রবর্তিত হয়;- ব্যাতিক্রম ৳১, ৳২ এবং ৳৫ টাকার নোট এবং ধাতব মুদ্রা যেগুলো বাংলাদেশ সরকারের অর্থ মন্তণালয়ের দায়িত্বে প্রচলিত হয়।

বাংলাদেশের টাকার প্রতীক: ৳

বাংলাদেশের টাকার কোড:BDT

বহুল ব্যবহৃত ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০ ও ৳১০০০

স্বল্প ব্যবহৃত: ৳১, ৳২,

কয়েন 

স্বল্প ব্যবহৃত ৳১, ৳২, ও ৳৫

ব্যবহারকারী - বাংলাদেশ

কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক

টাকার ইতিহাস

১৯৭৩ সালে বাংলাদেশের সর্বপ্রথম ৫,১০,২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব প্রচলন করা হয় এরপর ১৯৭৪ সালে এক পয়সা এবং তারপরও ১৯৭৫ সালে এক টাকা মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয় । অতঃপর ২ টাকা মূল্যের ধাতব মুদ্রার প্রবর্তন করা হয় । বর্তমানে ৫ টাকা মূল্য মানের ধাতব মুদ্রার প্রচলন আছে।


বাংলাদেশের মুদ্রা টাকা বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে হলেও শুরুটা ছিল ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান হিসেবে তখন দেশে পাকিস্তান রুপি প্রচলন ছিল যেটিকে কাগজে কলমে টাকা ও বলা হতো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী বেসামরিকরা পাকিস্তানি টাকার এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে বাংলাদেশ লেখা রাবার স্ট্যাম্প ব্যবহার করা হতো ।


১৯৭১ সালে ৮ জন পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্প যুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে । জানা যায়, এরপরেও ১৯৭৩ সালে ৩রা মার্চ পর্যন্ত এই রাবার স্ট্যাম্প যুক্ত পাকিস্তানি টাকা চলেছিল সারাদেশে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন প্রচলনের ঘোষণা দেওয়া হয়। তাতে সময় লেগেছিল তিন মাসের মত তাই ওই সময় পাকিস্তানি রুপি ব্যবহার হতো । ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশী কারেন্সি টাকা হিসেবে ঘোষণা দেওয়া হয় । বাংলাদেশে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভের পর কিছু সময় পাকিস্তানি ১৫ এবং ১০ সূফী ব্যবহার হয় যা পরের দিকে সরকার বাতিল করে দেয়, পরবর্তীতে ১৯৭২ সালের ৪ মার্চ নতুন নোট চালু হয় ।


বাংলাদেশের টাকার ইতিহাস জানতে হলে প্রথমেই বলতে হবে ১৯৪৭ সালের বঙ্গভবনের পর পূর্ব বাংলার এবং ১৯৫৬ সালে পূর্ব বাংলা পুণরায় নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান । সেখানে পাকিস্তানি রুপিতেও টাকা শব্দটি ছিল মুক্তিযুদ্ধের আগে মুদ্রা হিসেবে পাকিস্তানি রুপির প্রচলন ছিল ১৯৭২ সালের ৪ মার্চ সরকারি মুদ্রা হিসেবে টাকাকে ঘোষণা করা হয় ।সর্বোচ্চ এরপর প্রচলন না হওয়া পর্যন্ত স্বাধীনতার বেশ কয়েক মাস পরেও পাকিস্তানি রুপি ব্যবহার ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীদের দ্বারা একটি বেসরকারি প্রচলন ছিল পাকিস্তানি রুপির নোটগুলোতে বাংলায় বাংলাদেশ এবং ইংরেজিতে ইহুদামত রাবারি স্ট্যাম্প দিয়ে মুদ্রাঙ্কন করা আরজুন ১৯৭১ সালে পাকিস্তানি সরকার সব রাবার স্ট্যাম্প সহ নোটগুলোকে বেআইনি অবৈধ মূল্যহীন ঘোষণা করে ।

পয়সার ছবি ও টাকার ছবি



















                                                                      ১ পয়সা




                                                                                  ২ টাকা

                                                                                ২০ টাকা

                                                                              ১০০ টাকা


                                                                ৫০০ টাকা


                                                                       
                                                                         ১ টাকা


                                                              ৫ টাকা




                                                            
                                                             ১০ টাকা



                                                                ৫০ টাকা

                                                            ৫০০ টাকা


১০০ টাকা

যে কোন ধরণের প্রয়োজনীয় তথ্য পেতে বা নতুন নতুন আকর্ষণীয় তথ্যবহুল সংবাদ জানতে সব সময় পেজের সাথেই থাকুন ।

চাকুরির খবর, দেশ বিদেশের আপডেট খবর জানুন খুব সহজেই ।


Previous Post
Next Post
Related Posts