Ad Code

Responsive Advertisement

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা গেজেট প্রজ্ঞাপন জারি করেছেন ২০২৩

 


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা গেজেট প্রজ্ঞাপন জারি করেছেন ২০২৩

এই বিধিমালা গেজেট প্রজ্ঞাপন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ নামে অভিহিত হইবে।

১। এই বিধিমালা গেজেট প্রজ্ঞাপন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ নামে অভিহিত হইবে।

২। কসংজ্ঞা - বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোননো কিছু না থাকিলে, এই বিধিমালা ---

ক। অধ্যাদেশ” অর্থ Registration of private Schools Odinance, 1962 (Ordinance No. XX of 1962)

খ। অধিদপ্তর “ অর্থ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

গ। উচ্চ বিদ্যালয়” অর্থ নিম্ন মাধ্যমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ঘ। নির্ধারিত” অর্থ নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত

ঙ। নিবন্ধনঅর্থ বিধি ৫ এর অধীন প্রদত্ত নিবন্ধন

চ। নিবন্ধন কর্তৃপক “ অর্থ বিধি ৫(৬) এ উল্লিখিত নিবন্ধন কর্তৃপক।

























একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ