বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

 


বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি

কোর্সের সময়কাল

১৩ তম ব্যাচ ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪, প্রশিক্ষণের মেয়াদকাল ৯০ দিন  (প্রশিক্ষণার্থীদের চুড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরুর ৩০ দিন পূর্বেই নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রতি ট্রেডে আসন সংখ্যা ৩০ জন

আবেদন এর নিয়মাবলী

১। আবেদনপত্রটি বিটাকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও চাঁদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে/ আবেদনপত্রে প্রার্থী অথবা আবেদনকারীকে জরুরী যোগাযোগের জন্য মোবাইল নম্বর/বিকল্প ফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। 

২। আবেদনকারীর যোগ্যতাঃ আবেদকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ নূন্যতম জেএসসি বা সমমান অনলাইন জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবিসহ সার্টিফিকেটের ফটোকপি বরাবর প্রকল্প পরিচালক, সেপাফেজ ২ প্রকল্প, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। ১১৬/খ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮। ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। 

৩। চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি, মোবাইল অথবা এসএমএসের / www.bdjobs7days.com মাধ্যমে অবগত করা হইবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির সময় তার নিজের দুই কপি এবং তার বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

৪। যে সকল প্রার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়। সমাজে অসহায়, হতদরিদ্র, মেধাবি যুবক ও যুব নারী, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয় যারা চাকরি করতে ইচ্ছুক ।

৫। প্রশিক্ষণের সুযোগ সুবিধা সমূহঃ

ক) প্রশিক্ষণ ব্যায়, প্রশিক্ষণার্থীদের থাকা, খাওয়া ও যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে।

খ) প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কারখানায় চাকরির সুযোগ রয়েছে। 

গ) প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক। 


***ঢাকা কেন্দ্র পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

মেশিন সপ, ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, ইলেকট্রনিক্স, অটো ক্যাড, কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং আর্ক এন্ড গ্যাস।

*** ঢাকা কেন্দ্র নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

মেশিন সপ, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিস/মেইন্টেন্যান্স, অটো ক্যাড, হাউজ হোল্ড এ্যাম্পারেন্স মেইন্টেন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, হ্যান্ডি ক্রাফটস, প্লাস্টিকস প্রসেসিং জেনারেল, প্লাস্টিকস প্রসেসিং কাস্টমাইজ।


***চট্রগ্রাম কেন্দ্র পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, ওয়েল্ডিং আর্ক এন্ড গ্যাস।

***চট্রগ্রাম কেন্দ্র নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, মোবাইল সার্ভিস/মেইন্টেন্যান্স।


***খুলনা কেন্দ্র পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, ওয়েল্ডিং আর্ক এন্ড গ্যাস।

***খুলনা কেন্দ্র নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, মোবাইল সার্ভিস/মেইন্টেন্যান্স।


***বগুড়া কেন্দ্র পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, ওয়েল্ডিং আর্ক এন্ড গ্যাস।

***বগুড়া কেন্দ্র নারীদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন, মোবাইল সার্ভিস/মেইন্টেন্যান্স।


***চাদপুর কেন্দ্র পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ (আবাসিক)

ইলেট্রিক্যাল মেইনটেইন্যান্স, মেশিন সপ, ওয়েল্ডিং, ওয়েল্ডিং আর্ক এন্ড গ্যাস।


বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪



Previous Post
Next Post
Related Posts