গুগল ম্যাপে আঞ্চলিক মহাসড়ক চেনার উপায় How to identify regional highways on google Maps

 


গুগল ম্যাপে আঞ্চলিক মহাসড়ক চেনার উপায়

How to identify regional highways on google Maps

  • কোড অর্থ কি- এন ১ N1 এর অর্থ হলো ন্যাশনাল হাইওয়ে ১ বা জাতীয় মহাসড়ক ১।
  • বাংলাদেশ জাতীয় মহাসড়কের কোডগুলো- N1/এন ১, N2/এন ২, N3/এন ৩, N4/এন ৪, N5/এন ৫, N6/এন ৬, N7/এন ৭,  N8/এন ৮ এমন।
  • জাতীয় মহাসড়ক ১ থেকে নেমে জেলা সড়কে প্রবেশ করতে- সাধারণত ৩ সংখ্যার কোড হয়ে থাকে।

গুগল ম্যাপে আঞ্চলিক মহাসড়ক চেনার উপায়, অনেক সময়ই আমরা ম্যাপের ডিরেকশন না বুঝে ভুল পথে চলে যাই। এতে পড়তে হয় বিড়ম্বনায়। আজ জেনে নিই কীভাবে সড়ক ও মহাসড়কের নম্বর বা কোড দেখে বুঝতে পারবো কোন কোড Coad মানে কোন সড়ক বা মহাসড়ক এবং কোড Coad নম্বরের সড়ক বা মহাসড়ক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে।

ধরুন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। গুগল ম্যাপে লোকেশন Location on Google Maps সেট করলে দেখতে পাবেন যে রাস্তাটি দেখানো হচ্ছে সে রাস্তার মাঝে এন ১ N1 নামে একটি কোড Coad দেখাচ্ছে। আপনি কি জানেন এ কোড অর্থ কি? এন ১ N1 এর অর্থ হলো ন্যাশনাল হাইওয়ে ১  বা জাতীয় মহাসড়ক ১। এভাবে বাংলাদেশ জাতীয় মহাসড়কের কোডগুলো N1 এন ১, N2 এন ২, N3 এন ৩, N4 এন ৪, N5 এন ৫, N6 এন ৬, N7 এন ৭,  N8 এন ৮ এমন ধারাবাহিকভাবে চলবে। এন ১ N1 ধরে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ যেতে পারবেন। এ রোডে পাবেন নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় যাওয়ার পথ। এ সব জেলা যেতে হলে আপনাকে এন ১ থেকে নেমে ঐ জেলা সড়কে প্রবেশ করতে হবে। আর এসব সড়কের কোডগুলো সাধারণত তিন সংখ্যার হয়ে থাকে। যেমন:N1 এন ১ থেকে রাঙ্গামাটির দিকে যেতে হলে আপনাকে এন ৬ সড়ক ব্যবহার করতে হবে।N2 এন ২ জাতীয় মহাসড়ক আপনাকে নিয়ে যাবে ঢাকা থেকে সিলেট তামাবিল পর্যন্ত। এ পথে যেথে আপনি পাবেন নরসিংদী, ভোলতা, শায়েস্তাগঞ্জ, শিবপুর, মিরপুর, কেশবপুর, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার। এন ২ থেকে এসকল জেলায় যেতে জেলার সড়ক খুঁজে নিতে হবে। যেমন: সিলেট যাওয়ার পথে N2 এন ২ এর পাশ দিয়ে চলে যাওয়া N7 এন ৭ সড়ক পাবেন, এ সড়ক ধরে চলে গেলে পাবেন মৌলভিবাজার, শ্রীমঙ্গল এছাড়া N3 এন ৩ ঢাকা থেকে ময়মনসিংহ, N4 এন ৪ ঢাকা থেকে জামালপুর, N5 এন ৫ ঢাকা থেকে আরিচা হয়ে রংপুর ও বাংলাবান্ধা।N6 এন ৬ ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ, N7 এন ৭ দৌলদিয়া হয়ে খুলনা ও মোংলা এবং N8 এন ৮ ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল ও পটুয়াখালী নিয়ে যাবে। এ কোডগুলো দেখে ম্যাপ লোকেশন সেট করলে আপনি সঠিক সময় সঠিক পথ দেখতে পাবেন। কোথাও যাওয়ার আগে আপনি যে সকল জায়গা ভ্রমণ করতে চান সেগুলোতে যাওয়ার জন্য সড়কের কোডগুলো দেখে নিতে পারেন, এতে পথ হারানোর ভোগান্তি হবে না।


গুগল ম্যাপে আঞ্চলিক মহাসড়ক চেনার উপায় How to identify regional highways on google Maps   




Previous Post
Next Post
Related Posts