ছবি এডিটিংয়ে ওয়ানপ্লাসের নতুন ফিচার Oneplus new feature in photo editing

 


ছবি এডিটিংয়ে ওয়ানপ্লাসের নতুন ফিচার 

Oneplus new feature in photo editing

পিক্সেলের পর এবার ছবি এডিটিংয়ে নতুন টুল যুক্ত করেছে অ্যান্ড্রয়েড ফোন ওয়ানপ্লাস। গুগলের ম্যাজিক ইরেজারের মতোই টুলটি কাজ করবে বলে ওয়ানপ্লাসের কোম্পানি সূত্রে জানা গেছে। 

টুলটির মাধ্যমে যে কোন ছবি থেকে অবাঞ্চিত বস্তু সরান সম্ভব। এ আই ইরেজার টুলটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি এডিটিং কাজকে আরো সহজ করবে বলে আশা ওয়ানপ্লাসের। এআই ইরেজার টুলটির সাহায্যে ব্যবহারকারী ওয়ানপ্লাস গ্যালারি অ্যাপ্লিকেশনে থাকা ছবিতে যে কোন মানুষ, বস্তু বা ট্রুটি থাকলে তা নির্বাচন করতে পারবে। এরপর এআই নির্বাচিত অংশটি বিশ্লেষণ করে তা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে প্রতিস্থাপন করবে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানায়, ওয়ানপ্লাস এআই ইরেজার টুল তৈরি করতে অনেক দিন ধরে গবেষণা করে আসছিল। কোম্পানিটি এর এআই কে বিভিন্ন দৃশ্যের মাধ্যমে প্রশিক্ষণ করিয়েছে। ফলে টুলটি যে কোন বস্তু অনায়াসে  প্রতিস্থাপন করতে পারে।   






Previous Post
Next Post
Related Posts