রোবট ট্যাক্সি চলতি বছরে দেখা যাবে Robot taxi will be seen this year

 


রোবট ট্যাক্সি চলতি বছরে দেখা যাবে Robot taxi will be seen this year

রোবট ট্যাক্সি চলতি বছরে দেখা যাবে Robot taxi will be seen this year 

টেসলার বহুল প্রতীক্ষিত রোবট ট্যাক্সি উন্মোচিত হবে এ বছরের আগস্টে, এমন দাবি ইলন মাস্কের। ‘টেসলা রোবট্যাক্সি’র প্রথম ঝলক মিলবে ৮ই আগষ্ট’ গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেসলার কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক এ কথা বলেন এক্স-এ এক বার্তায়।

সাম্প্রতিক বছরগুলোয় টেসলার বাজারমূল্যের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, স্বয়ংক্রিয় গাড়ি, যেখানে সফটওয়্যারের মাধ্যমে ‘সেলফ ড্রাইভি’ ফিচারের মাধ্যমে গাড়ির দাম আরও বাড়ানোর লক্ষ্য স্থির করেছে ইলন মাস্ক। তার ্ওই পোস্টের পরপরই টেসলার শেয়ারমূল্য বেড়েছে ৩ শতাংশের ও বেশি।

অতীতে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার ও বিশ্লেষকদের সম্মেলনে টেসলার ‘ফুল সেলফ ড্রাইভিং (এফ এস ডি)’ সফটওয়্যারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে ইলন মাস্ককে। গাড়ি শিল্পে লাভের ব্যবধান খুবই কম থাকে, আর নতুন শ্রেণির গাড়ি বিক্রি হওয়ার সাথে সাথেই এর বিক্রয় পরবর্তী মূল্য বা আফটার সেলস ভেল্যু কমতে থাকে। তবে ইলন মাস্ক বলেন যে, টেসলার অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি ২০২৪ সালেই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যদ্বানী করেন তিনি। রোবট্যাক্সির দাম কেমন পড়বে কেমন পড়বে তা এখনো পরিস্কার নয়। আর এটি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গ্রাহকদের নিকট বিক্রি করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 

এদিকে, অন্যান্য কোম্পানিও স্বয়ংক্রিয় গাড়ির উন্নত সংস্করণ উন্মোচন করেছে। যেমন: আলফাবেটের ‘ওয়েইমো’ বিভাগ ও জেনারেল মোটর্স সমর্থিত স্টার্টআপ কোম্পানি ‘ক্রুজ’।






Previous Post
Next Post
Related Posts