GPF Forms and Information জিপিএফ সুবিধার তথ্য ও সকল ফরমসূহ

 


জিপিএফ তথ্য আইবাস++ এ সরকারী কর্মকর্তা, কর্মচারীদের জিপিএফ পরিবর্তন, শুধুমাত্র সরকারী চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই। জিপিএফ লভ্যাংশের হিসাব করুন নিজেই। জিপিএফ তথ্য এর সঠিক হিসাব করুন নিজেই। ভবিষ্য তহবিলের সুদের হিসাব।জিপিএফ তথ্য

 জিপিএফ অগ্রিম গৃহ নির্মাণ ঋণঃ

জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ কর্তন বাধ্যতামূলক চাকরির দুই বছর অতিবাহিত হওয়ার পর অবশ্যই জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিলে অর্থ কর্তন বাধ্যতামূলক। বছর শেষে জিপিএফ স্লিপে দেখানো জমাকৃত অর্থ সুদের পরিমাণসহ নিজেই যাচাই করতে পারেন আপনার সুদের পরিমাণ কতো হয়েছে।জিপিএফ তথ্য

জিপিএফ তথ্য

১।বছরে সুদের হার ১৩% তাহলে প্রান্তিক জের ১৩+ মাসিক কর্তন। ৫৩৩= যোগফল

২। প্রান্তিক জের (বিগত বছরের ৩০শে জুন পর্যন্ত মোট স্থিতি)

৩। বছরের সুদ (প্রতি মাসে কর্তন ১২)

৪। প্রত্যাহার (অগ্রিম উত্তোলন)

৫। জের (১+২+৩) - ১ = ৫

উদাহরণঃ মারুফ সাহেবের পূর্বে স্থিতি ৪৮,৯৯৯/- টাকা, মাসিক কর্তন ১৪,০৬৫/-। অগ্রীম উত্তোলন নাই। বছরান্তে তার হিসাব নিম্নরুপঃ

১। প্রান্তিক জমা ১,৬৮,৭৮০/-

২। বছরে সুদ ২১,৮৪১/-

সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব নিজেই করুনঃ

জিপিএফ হিসাব দেখার নিয়ম,  জিপিএফ হিসাব ফরম,  জিপিএফ লোন ফরম,  জিপিএফ হিসাব এর বিস্তারিত দেখুনঃ

জিপিএফ ফরমসমূহ একসাথেঃজিপিএফ তথ্য 

১। ভবিষ্য তহবিল হতে অগ্রিম গ্রহণের ফরম পেতে এখানে ক্লিক করুন

২। শেষ বেতনের প্রত্যয়ণপত্র ফরম যা ভবিষ্য তহবিল হতে অগ্রিম গ্রহণ করতে প্রয়োজন

৩। জিপিএফ তফসিল ফরম

৪।গৃহ নির্মাণ ফরম

৫। ব্যক্তিগত ব্যয় বিল সংক্রান্ত ফরম

৬।কর্মকর্তাগণ ভ্রমণ বিল পেতে এই ফরম ব্যবহার করুন

৭। কর্মচারীগণ ভ্রমণ বিল পেতে এই ফরম ব্যবহার করুন

৮।সন্তানের বৃত্তি প্রাপ্তির জন্য ফরম

৯। কর্মকর্তাগণের বেতনের প্রত্যয়ণ পত্র ফরম পেতে এখানে

১০। কর্মচারীগণের বেতনের প্রত্যয়ণপত্র ফরম

১১। জিপিএফ আদান বা প্রদান হিসাব ফরম

১২। অগ্রিম উত্তোলন ফরম

১৩। অর্থ ফেরত প্রদানের ফরম

১৪। চালান ফরম

জিপিএফ তথ্য আপনার প্রয়োজনীয় ফরমটি পেতে ডাউনলোড করে নিন।

আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনসকল সরকারী চাকরির খবর পেতে পারেন আপনি এখানে,  তাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Previous Post
Next Post
Related Posts