বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ও বয়স্ক ভাতা
বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ও বয়স্ক ভাতা ১৯৯৮-৯৯ অর্থ বছর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ও বয়স্ক ভাতা কর্মসূচী পালন করা হয়। ঐ অর্থবছরে ৪,০০,৩১০ জনকে মাসিক হারে ভাতা প্রদান করা হয়। ২০০৩-৪ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নেস্ত করা হয়। বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ও বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন অধিকতর গতির জন্য বর্তমান সরকার পূণরায় ১০-১১ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নেস্ত করেন।
বর্তমান সরকারের উদ্দ্যেগে কর্মসূচী সমাজসেবা অধিদপ্তর সফলভারে বাস্তবায়ন করেছেন। এ কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থবছরে ২৪ লক্ষ ৭৫ হাজার জন ভাতা ভোগীর জন্য মাসিক ৫০০ টাকা হারে মোট ১৪৯৫.৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নেস্ত হওয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ গ্রহণযোগ্য করে তোলার জন্য বিগত ছয় (৬) বছরে বিভিন্ন পদক্ষেপ গড়ে তোলা হয়েছে।
বাস্তবায়নকারী দপ্তর সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম শুরু ১৯৯৭-৯৮ অর্থবছর।
লক্ষ্য ও উদ্দেশ্য
১। বয়স্ক ও জনগোষ্ঠি অর্থসামাজিক উন্নয়ন সামাজিক নিরাপত্তার বিধান
২। পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি
৩। আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার করানো
৪। চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা
প্রার্থী নির্বাচনের মানদন্ড
ক। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
খ। সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে
গ। যিনি শারিরীকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণ কর্মহীন, তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
ঘ। বিধবা, তালাকপ্রাপ্ত, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিতে অগ্রাধিকার দিতে হবে।
ঙ। নিঃস্ব, ভূমিহীন ব্যক্তিগণ ক্রমানুসারে অগ্রাধিকার পাবে।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলীঃ
ক। সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
খ। জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
গ। বয়স্ক ভাতা পেতে পুরুষের ক্ষেত্রে ৬৫ বছর ও মহিলাদের ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
ঘ। প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব দশ হাজার (১০, ০০০) হতে হবে।
ঙ। বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
ভাতা প্রাপ্তির অযোগ্যতা
ক। সরকারী কর্মচারী পেনশনভোগী হলে,
খ। দুস্থ মহিলা ভিজিডি কার্ডধারী হলে
গ। অন্য কোনভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে
ঘ। কোন বেসরকারী সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ ভাতা প্রাপ্ত হলে
Are you or any of your family members belong to be old or widow? Do you neeed any kind of information related to Old Age Allowance & Widow Allowance?
1. How to get Old Age Allowance?
Application Form for getting Old Age Allowance:
1 |
1 |
2 |
Department of Social Service of Bangladesh সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ও বিধবা ভাতা
2. How to get Widow Allowance?
2 |