Ad Code

Responsive Advertisement

Grameenphone Customar Care Service Center Information // গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিস সম্পর্কিত তথ্য 2022

 


আপনার এলাকায় কোথায় জিপি সিমের কাস্টমার কেয়ার অফিস রয়েছে জেনে নিন। Grameenphone Customar Care Service Center Information // গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিস সম্পর্কিত তথ্য

আপনার এলাকায় কোথায় জিপি SIM সিমের কাস্টমার কেয়ার অফিস তা ঘরে বসে জেনে নিতে বিস্তারিত নিয়ম দেখুন। 

Grameen SIM গ্রামীন সীমের লোকেশন কীভাবে জানবেন দেখুন?

সীমটি SIM সচল থাকতে হবে, সচল থাকা অবস্থায় আগে থেকে ফোনের IEM Trace আই ই এম ট্রাক করে সীমের লোকেশন দেখা যায় ঔ ফোনে অন্য কোন SIM সীম দিলে ও তার লোকেশন বের করা সম্ভব।  SIM বন্ধ থাকলে তার লোকেশন দেখা যাবে না। 

SIM সীম বন্ধ থাকা অবস্থায় লোকেশন ট্রাক করা যায় কীভাবে? 

এক্ষেত্রে SIM সীমটি অবশ্যই কোন মোবাইল ডিভাইসের সাথে সংযুক্ত থাকতে হবে। কারণ SIM সীম এর নিজস্ব কোন পাওয়ার সাপ্লাইয়ার থাকে না। যখন সীমটি একটি ডিভাইসে যুক্ত করা হয় তখন চালু অবস্থায় ডিভাইসটি আইএমইআই নম্বর এবং SIM সীমের সিরিয়ার নম্বরটি নিকটস্থ সেল টাওয়ার এ চলে যায়। তখনই SIM Trace সীমটি ট্রাক করা যাবে। 

গুগোল ম্যাপে কীভাবে আমরা বাসার লোকেশন দেখব?

আপনি আপনার বাসার লোকেশন গুগোলে এড করার জন্য, ম্যাপে দেখানো নীল বিন্দুর জিপিএস লোকেশন সঠিক না থাকলে বা দেখা না গেলে স্কীনের সবচেয়ে ডান দিকের বিন্দুর লোকেশন বিকল্পে ট্যাগ করুন । জিপিএস ম্যাপস স্যাটেলাইট ব্যবহার করে প্রায় বিশ মিটার দুরত্বের মধ্যে আপনার লোকেশন জানতে পারেন।  কোন বিল্ডিং এর ভিতরে বা ভূগর্ভস্থ কোথাও কোন জায়গায় থাকলে জিপিএস কখনো কখনো ভূল তথ্য দেখায়।  ওয়াইফাইর কাছাকাছি ওয়াই ফাই থাকলে আপনি কোথায় আছেন ম্যাপ জানতে পারে। আপনার মোবাইল ডেটার কানেকশন কয়েক হাজার মিটার পর্যন্ত নিঁখুতভাবে লোকশন দেখাতে পারে।

Grameenphone Customar Care Service Center Information // গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিস সম্পর্কিত তথ্য 

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নম্বর 

Grameenphone গ্রামীণফোন/GP জিপি কাস্টমার কেয়ার নম্বর কত?

GP জিপি কাস্টমার কেয়ার নম্বরে যে কোন সমস্যা সংক্রান্ত ব্যাপারে কল করতে পারেন ১২১ এ, গ্রামীণফোন কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে ১২১ এ কল করার পরে ৬ প্রেস করলে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি PHONE ফোনটি রিসিভ করবেন। রিসিভ করার পর ৭ প্রেস করলে যে তথ্য জানতে চান যে অনুযায় বাটন প্রেস করুন, তারপর আপনার প্রয়োজনীয় তথ্য প্রকাশ করলে খুব দ্রুতই আপনার দেয়া তথ্য ভিত্তিতে সঠিক সমাধান করবেন GP জিপি কাস্টমার কেয়ার প্রতিনিধি। 

 গ্রামীণফোনের ব্যালেন্স দেখতে ডায়াল করুন *৫৬৬#

GP জিপি নম্বর চেক কোড *২#

GP জিপি নম্বর চেক কোড *১২১*১*২#

GP জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *১২১*১*৪#

Hi, I am bdjobs7days // হ্যালো! আমি bdjobs7days.com

অনেকেই আমার পেজে কমেন্টস করে জানতে চান এবং মেসেজ দিয়ে জানতে চান কাস্টমার কেয়ার কোথায়? 

এখন থেকে নিজেই জেনে নিন আপনার এলাকায় কোথায় Grameenphone Customar Care Service Center Information // জিপি কাস্টমার কেয়ার সার্ভিস।  প্রথমে আপনার জিপি সিম থেকে ডায়াল করুন *১২১* ১০০০# তারপর আপনার থানার নাম লিখে এসএমএস করুন।

এবার জিপি অফিস থেকে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার এলাকার আপনার নিকটবর্তী জিপি কাস্টমার কেয়ার সার্ভিস কেন্দ্রটি কোথায় রয়েছে।

Grameenphone Customar Care Service Center Information গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে যে কোন ব্যাপারে জানতে বা তথ্য  সমাধানে কল করুন ১২১ এ নম্বরে।

গ্রামীণফোনে সপ্তাহে কয়দিন সার্ভিস পাওয়া যায় জানুন

গ্রামীণফোন বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত টেলিযোগাযোগ অপারেটর। গ্রাহকদের সারাবছর দিনে ২৪ ঘণ্টা, সপ্তাতে সাত দিন, বছরে ৩৬৫ দিন সফলতার সাথে কাস্টমার কেয়ার সুবিধাসহ সকল ধরনের সেবা প্রদান করে থাকেন। গ্রামীণফোনের সকল গ্রাহক এ সকল সুবিধা পেয়ে থাকেন সকল সময়েই। 

তবে গ্রামীণফোনের সুবিধা সব সময় পেয়ে থাকলেও মাঝে মাঝে গ্রামীণফোন অর্থা’ জিপি গ্রাহকদের কাস্টমার কেয়ার এ ফোন দিতে হয়। সেজন্যই জিপি গ্রাহকগণের কাস্টমার কেয়ার কেন্দ্র বা কেন্দ্রের ফোন নম্বর প্রয়োজন হয়।

যদি আপনি গ্রমীণ সিম ব্যবহারকারী হয়ে থাকেন এবং গ্রামীণ কাস্টমার কেয়ার নম্বর খুজে থাকেন। তাহলে এ পোষ্টটিতে আপনি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার এর সেবা পেতে নম্বর জানতে ও কল করতে পারেন।

কি কি কারণে আমরা গ্রামীণফোন কাস্টমার কেয়ার এ ফোন দিয়ে থাকি?

১। বিভিন্ন অফার জানতে বা অফারসমূহে কোন সমস্যা হলে,

২। যে কোন সার্ভিস চালু বা বন্ধ করতে আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দিতে হয়,

৩। টাকা বেশি কেটে নেওয়া হলে,

৪। যে কোন মেয়াদী ইন্টারনেট অফার চালু করতে, 

৫। জরুরী প্রয়োজনে সীমের নম্বর বন্ধ বা চালু করতে (সীম হারানো বা অন্যান্য ক্ষেত্রে)

গ্রামীণসীমের যে কোন সমস্যা সমাধানের জন্য কল সেন্টারে কল করে খুব সহজেই সমাধান পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ