হাট বাজার ইজারা প্রদান সেবা প্রদান পদ্ধতি

 


  • স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২১/০৯২০১১তারিখে জারিকৃত
  • সরকারি হাট-বাজারের সমূহের ব্যবস্থাপনা পদ্ধতি এবং
  • উহা হইতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালা
  • হাট বাজার ইজারা প্রদান সেবা প্রদান পদ্ধতি

বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 

 হাট বাজার ইজারা প্রদান সেবা প্রদান পদ্ধতি বাংলা সনের শেষ (০৩) তিন মাস মাঠ মাঘ থেকে চৈত্র হাট-বাজার ইজারা পূর্ব কার্যক্রম সম্পন্ন করা হয় এ উদ্দেশ্যে প্রথমে হাট-বাজারের ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয় অনুমোদন হয়ে আসলে বিগত তিন বছরের ইজারার মূল্য হিসাব করে কাঙ্খিত ইজারা মূল্য নির্ধারণ করা হয় এবং সিডিউল তৈরি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অথবা বহুল প্রচারের জন্য ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস ব্যাংক কক্সবাজার দর্শনীয় স্থান বিজ্ঞপ্তিপ্রচার ও বিভিন্ন হাট-বাজারে এর মাধ্যমে প্রচার করা হয় উপজেলা পরিষদে আওতায় হাট-বাজারের দরপত্রের ডিসি অফিস ও অফিস এসিল্যান্ড অফিস থানা উপজেলা সদরের শাখা হতে করা যায় এবং পূরণকৃত দরপত্রের ডিসি অফিস এসপি অফিস এসিল্যান্ড অফিস জমা প্রদান করা যায় আগ্রহী নির্ধারিত মূল্যে দরপত্র বিজ্ঞপ্তি উল্লেখিত অফিসসমূহ থেকে প্রায় করতে পারেন। দরপত্রের ফ্রম যথাযথভাবে পূরণ করে উদ্বৃত্ত মূল্য ৩০% পার্সেন্ট ব্যাংক পে অর্ডার সংযুক্ত করে ।সিলগালা যুক্ত খামে নির্ধারিত তারিখ ও সময় এর মধ্যেই করেন প্রাপ্ত দরপত্র সমূহ সংগ্রহ করে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় পেশ করা হয় দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান দরপত্র অনুমোদন করেন সফলতা ৭ দিনের মধ্যে ইজারা মূল্য অবশিষ্ট অর্থ নির্ধারণ ও আয়কর পরিশোধ করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি নবায়ন করে আনুষ্ঠানিকভাবে বাজার দখল বুঝে নেন।


 সেবা প্রাপ্তির সময়

সাধারণত (০২) দুমাস


 প্রয়োজনীয় ফি

ফি ৫০০ থেকে (১২০০) বারোশো


 সেবা প্রাপ্তির স্থান

ইউ এন ও অফিস

 দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

 উপজেলা নির্বাহী অফিসার সহকারী ভূমি কমিশনার ভূমি


প্রয়োজনীয় কাগজপত্র

 নির্ধারিত সিডিউল যথাযথ ভাবে পূরণ করে বন্ধ খামে দরপত্র দাখিল

 ৩০০  টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ইজারা গৃহীত হলে ইজারা মূল্য ২৫% জামানত ৫ পার্সেন্ট পে অর্ডার


 সেবা প্রাপ্তির সত্য বলি

  •  প্রতিটি হাটের জন্য আলাদা আলাদা দরপত্র দাখিল।
  •  অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছিল প্রয়োজনীয় তথ্য পূরণ পূর্বক দাখিল।
  •  দরপত্রের প্রতি পাতায় স্বাক্ষর করতে হবে 
  •  দরদাতা সার্থক ঠিকাদার ও ঠিকানা বাজারের নাম কি কষ্ট করে লিখতে হবে।
  •  লেখা কোন প্রকার কাটা ছেড়া হবে না ।
  •  সিলমোহর বন্ধ খানের দরপত্র দাখিল

 সংশ্লিষ্ট আইন ও বিধি


 স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২১/০৯২০১১তারিখে জারিকৃত সরকারি হাট-বাজারের সমূহের ব্যবস্থাপনা পদ্ধতি এবং উহা হইতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালা।


 সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের কর্মকর্তা

 জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার।


Previous Post
Next Post
Related Posts