সরকারি খরচে আইনি সহায়তা

 



জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

সরকারি খরচে আইনি সহায়তা

 আইন ও বিচার বিভাগ

 আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 

সুপ্রিম কোর্ট সিগন্যালের কমিটির কার্যাবলী

 আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ৮ খ  নং ধারা অনুসারে

 সরকারি খরচে আইনি সহায়তা সংস্থা কর্তৃক নিরূপিত যোগ্যতা ও প্রণীত নীতিমালা অনুসারে আর্থিকভাবে অসচ্ছল সহায় সহায় সম্বলহীন এবং নানাবিধ অর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন বিচার প্রার্থীগণের আবেদন বা দরখাস্ত বিবেচনা ক্রমে আইনগত সহায়তা প্রদান করা

 মঞ্জুরকৃত আবেদন দরখাস্ত ক্ষেত্রে আবেদনকারী বা দরখাস্তকারী কে প্রদত্ত আইনগত সহায়তা ও সত্য নির্ধারণ করা সুপ্রিমকোর্টে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জাতীয় পরিচালনা বোর্ড কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।


  • আইনি সহায়তার ফোন নাম্বার 
  • আইনি সহায়তা কেন্দ্র
  • নারীদের আইনি সহায়তা
  •  বিনামূল্যে আইনি সহায়তা
  •  সিগন্যাল এইড এর কার্যক্রম
  •  ব্রাক আইন সহায়তা কেন্দ্র
  •  ফ্রি আইনি পরামর্শ
  •  নারী নির্যাতন মামলা কিভাবে করবো


 সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন ১৬৪০


 বর্তমান সহায়ক দরিদ্র নির্যাতিত সকল শ্রেণীর মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠা কে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্পন্ন সরকারি অর্থায়নে সরকারি সেবা মানোন্নয়নে সহায়তা প্রদান প্রকল্পের আওতায় জাতীয় পর্যায়ে সম্পূর্ণ  টোল  ফ্রী  ১৬৪৩০ নম্বরে হেল্পলাইন কল সেন্টার সার্ভিস কার্যক্রম ব্যবস্থা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২৮ এপ্রিল ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে সরকারি আইনি সহায়তা জাতীয় হেলপ্লাইন কল সেন্টারে শুভ উদ্বোধন করেন যোগাযোগের মাধ্যম ১৬৪৩০ মোবাইল টেলিফোন মেসেঞ্জার মোবাইল অ্যাপস ফেসবুক মেসেঞ্জার।


 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা


 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা একটি বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান আর্থিকভাবে অসচ্ছল সহায়-সম্বলহীন এবং নানাবিধ অর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করেন।

 এ আইনের আওতায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেন এবং দরিদ্র অসহায় মানুষের আইনের আশ্রয় ও প্রবেশ অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংস্থার অধীনে প্রত্যেক জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা সিগনাল এইড অফিস স্থাপন করেছেন সেখানে একজন সিনিয়র সহকারী জজ জেলা সিগন্যাল এইট অফিসার হিসেবে দায়িত্বে আছেন দেশের সর্বোচ্চ আদালতে সরকারি আইন সেবা নিশ্চিত করার জন্য ও স্থাপন করা হয়েছে সুপ্রিম কোর্ট সিগন্যাল অফিস।


 এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা সিগনাল কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সিগন্যাল এই কমিটি গঠন করা হয়েছে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা তত্ত্বাবধানে সুপ্রিমকোর্ট সিগন্যাল এইট কমিটি এবং জেলা উপজেলা ও ইউনিয়ন সিগন্যাল কমিটি ও অফিসের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ অর্থ সামাজিক কারণে বিচার পেতে ও অসমর্থন বিচার প্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে।


জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সাংগঠনিক কাঠামো

  •  জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর কাঠামো
  •  আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  •  জাতীয় পরিচালনা বোর্ড
  •  জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা
  •  সুপ্রিম কোর্ট কমিটি সুপ্রিম কোর্ট অফিস
  •  জেলা কমিটি জেলা সিগন্যাল এইড অফিস
  • উপজেলা কমিটি
  •  চৌকি আদালত কমিটি
  •  ইউনিয়ন কমিটি
  •  শ্রম আদালত কমিটি

 জেলা সিগন্যাল কমিটির কার্যাবলী

  •  আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ১০ নং ধারা অনুসারে
  •  সংস্থা কর্তৃক নিরূপিত নীতিমালা অনুসারে বিচারপ্রার্থীদের আবেদন দরখাস্ত বিবেচনা করে যত দূর সম্ভব আইনগত সহায়তা প্রদান করা
  •  জেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা
  •  আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
  •  জাতীয় পরিচালনা বোর্ড কর্তৃক অন্যান্য দায়িত্ব পালন করা

সরকারি আইনগত সহায়তা কি


 আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অনুযায়ী আইনগত সহায়তা আর্থিকভাবে অসচ্ছল অসহায় সম্বলহীন এবং নানাবিধ অর্থ সামাজিক কারণে বিচারপতি ও সমর্থক বিচারপ্রার্থীকে।


 কোন আদালতে দায়ের যোগ্য দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলার আইনি পরামর্শ ও সহায়তা প্রদান

 আইনজীবীর মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান

 নিযুক্ত মধ্যস্থতাকারী শালিকে সম্মানী প্রদান


 সরকারি আইনি সেবা সমূহ

  •  আইনগত পরামর্শ প্রদান
  •  বিকল্প বিরোধ নিষ্পত্তি
  •  বিনামূল্যে সরবরাহ
  •  মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
  •  আইনজীবীর ফি  পরিষদ
  •  মধ্যস্থতাকারীরা বা সালিশি কারি সম্মানী পরিষদ
  •  বিনামূল্যে কিংবা আদেশের অনুলিপি সরবরাহ
  •  ডি এন এ টেস্ট এর যাবতীয় ব্যয় পরিষদ
  •  ফৌজদারি মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিষদ
  •  সংশ্লিষ্ট প্রবিধিমালা আলোকে মামলার সাথে সম্পৃক্ত প্রাসঙ্গিক সকল ব্যয় পরিষদ

 জেলা সিগন্যাল এইড প্রদত্ত সেবাসমূহ

  •  আইনি পরামর্শ প্রদান
  •  মামলা করার পূর্বে পক্ষদের আবেদনের ভিত্তিতে আপসযোগ্য বিষয়ে আপস-মীমাংসার ব্যবস্থা করা
  •  আদালতে মামলা আদালতে রেফারেন্স এর ভিত্তিতে আপস-মীমাংসার উদ্যোগ গ্রহণ করা
  •  অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থী মানুষকে সংশ্লিষ্ট আইন ও নীতিমালার আলোকে মামলায় আর্থিক সহায়তা প্রদান করা
  •  আইনত অধিকার বিষয়ে সচেতন মূলক 

সরকারি খরচে আইনগত সহায়তা জন্য আবেদন


 সরকারি খরচে আইনগত সহায়তা লাভের জন্য ৬৪ টি জেলা জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা সিগনাল এইর অফিসের মাধ্যমে জেলা সিগন্যাল এইট কমিটির নিকট আবেদন করতে হয়।


 সুপ্রিম কোর্টের সহকারী আইনি সহায়তা পাওয়ার জন্য সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবস্থিত সুপ্রিম কোর্ট সিগন্যাল অফিস এর মাধ্যমে সুপ্রিম কোর্ট কমিটির নিকট আবেদন করতে হবে।


 ঢাকা ও চট্টগ্রাম আদালতে অবস্থিত শ্রমিক আইন সহায়তা সেলের কার্যালয় হতে আবেদনপত্র গ্রহণ করে শ্রম আদালত বিশেষ কমিটির নিকট আবেদন করতে হবে।


 আবেদন প্রাপ্তির স্থান


 সরকারি খরচে আইনগত সহায়তা জন্য উন্মুক্ত স্থান সমূহ আবেদন পত্র পাওয়া যায়


১। জেলা জজ কোট প্রাঙ্গনে অবস্থিত জেলা সিগনাল  এইড  অফিস

২। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবস্থিত সুপ্রিম সুপ্রিম কোর্ট সিগনাল   এইড  অফিস

৩। ঢাকা ও চট্টগ্রাম এর শ্রম আদালতে অবস্থিত শ্রমিক আইন সহায়তা সেল এর কার্যালয়


www.nlaso.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে


 যোগাযোগের ঠিকানা

  •  জেলা  সিগন্যাল এইড অফিস জেলা জজ আদালত ভবন

  •  সুপ্রিম কোর্ট সিগনাল এইড অফিস বাংলাদেশ সুপ্রিম কোর্ট

  •  শ্রমিক আইন সহায়তা সেল আদালত ভবন ঢাকা চট্টগ্রাম 

যেসব মামলায় জেলা সিগন্যাল  এইড অফিস সহকারী খরচে আইনি সহায়তা প্রদান করে

  •  ফৌজদারি মামলা

  •   স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর বিয়ে
  •  শারীরিক নির্যাতন
  •  যৌতুক দাবি যৌতুকের জন্য নির্যাতন
  •  এসিড নিক্ষেপ
  •  পাচার
  •  অপহরণ
  •  ধর্ষণ
  •  আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক বা গ্রেফতার
  •  আইন দ্বারা নির্ধারিত ফজদারি মামলা সমূহ

 দেওয়ানী মামলা

  • যৌতুক দাবি যৌতুকের জন্য নির্যাতন
  •  এসিড নিক্ষেপ
  •  পাচার
  •  অপহরণ
  •  ধর্ষণ
  •  আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক বা গ্রেফতার
  •  আইন দ্বারা নির্ধারিত ফজদারি মামলা সমূহ
  • সুপ্রিম কোর্ট সিগন্যাল এইড অফিসের প্রদত্ত সেবাসমূহ
  • আইনগত পরামর্শ প্রদান
  •  মামলা দায়ের ও পরিচালনা
  •  মামলার গুনাগুন বিষয় বিশ্লেষণ মতামত প্রদান
  •  মামলার আনুষঙ্গিক ব্যয় বহন

 যেসব মামলায় সুপ্রিম কোর্ট সিগন্যাল এইড অফিস সহকারী খরচে আর্থিক সহায়তা করে 

  • দেওয়ানী আপীল
  •  ফৌজদারি  আপিল
  •  ফৌজদারি রিভিশন
  •  জেলা  আপিল
  •  দেওয়ানী রিভিশন
  •  রিট পিটিশন
  •  লিভ টু আপিল

সরকারি আইনি সেবা প্রাপ্তির যোগ্যতা

  •  যারা দরিদ্র ও অসহায় এবং নিজ খরচে মামলা পরিচালনা করতে পারবে না তাদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হয় নিম্নলিখিত ব্যক্তিগণ আবেদন করতে পারবেন
  •  অসচ্ছল আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয় সুপ্রিম কোর্ট আইন সহায়তা প্রদানের ক্ষেত্রে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে এক লক্ষ টাকার উর্ধে নয়
  •  কর্মক্ষম নয়ন আংশিক কর্ম কর্ম কর্মহীন  বার্ষিক  গড়  আয় ১ লক্ষ ৫০ হাজার টাকা ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা
  •  যেকোনো শ্রমিকদের বার্ষিক গড় আয় এক লক্ষ টাকার উর্ধে নয়
  •  যেকোনো শিশু
  •  মানব পাচারের শিকার যে কোন ব্যক্তি
  •  শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু
  •  নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে
  •  যে কোন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্টি ও সম্প্রদায়ের লোক
  • পারিবারিক সহিংসতার শিকার অথবা 64 ঝুঁকিতে আছে এরূপ কোন সংক্ষুব্ধ ব্যক্তি
  •  বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোন ব্যক্তি
  •  ভিজিডি কার্ডধারী স্তমাতা
  •  দুর্বৃত্ত তারা এসিডদগ্ধ নারী শিশু
  •  আদর্শ গ্রামের গৃহীত ভূমি বরাদ্দ প্রাপ্তি ব্যক্তি
  •  অসচ্ছল স্বামী পরিত্যাক্তা এবং দুস্থ মহিলা
  •  যে কোন প্রতিবন্ধী
  •  আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি
  •  বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্থিকভাবে অসচ্ছল
  •  আদালত কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি
  •  জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল বলিয়া বিবেচিত ব্যক্তি

 আইনি পরামর্শ কারা পাবে


 আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০১৪ এর ৩ নং বিধান অনুসারে যে কোন ব্যক্তি তার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন সরকারি আইনগত সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত আইনগত তথ্য সেবা গ্রহণ আইনগত পরামর্শ গ্রহণ কিংবা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি সেবা গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।


 আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির অউজ 


যদি কোন ব্যক্তি তারা পর যোগ্য বিরোধ বা মামলাসমূহ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান তাহলে তিনি জেলার সিগনাল এই অফিসে কর্মরত বিচারক সিগন্যাল এইট অফিসারের মধ্যস্থতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে তাঁর বিরুদ্ধে মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আওতায় প্রতিষ্ঠিত জেলা সিগন্যাল সিগন্যাল অফিসার সিনিয়র সহকারী জজ আইনগত সহায়তা প্রদান আইন 2000 এবং আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি আওতায় আপক স্ত্রীকে রেফার করা মামলা সমূহ পোস্ট কেস নিষ্পত্তি করেছেন ।


সরকারি আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে প্রণীত আইন ও বিধি বিধান সমূহ


 আইনগত সহায়তা প্রদান আইন ২০০০

 আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০১৪

 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন দায়িত্ব ও কার্যাবলী ইত্যাদি প্রবিধিমালা ২০১১

 আইনগত সহায়তা প্রদান আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০১৫

 আইনগত সহায়তা প্রদান ও  প্রবিধিমালা ২০১৫

 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চৌকি আদালতের বিশেষ কমিটি গঠন দায়িত্ব ও কার্যাবলী ইত্যাদি  প্রবিধিমালা ২০১৬

 জাতীয় আইনগত সহায়তা সংস্থা শ্রম আদালতের বিশেষ কমিটি গঠন দায়িত্ব ও কার্যাবলী ইত্যাদি প্রবিধিমালা ২০১৬


Previous Post
Next Post
Related Posts