সরকারি দপ্তর সাহিত্য শাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা বহাল সম্পর্কিত তথ্য স্পষ্টীকরণ

 


জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি ১ শাখা 

স্মারক নং ০৫.০০.০০০০.১৭০.২২.০৬২.১৩.-১৫২


বিষয় :সরকারি দপ্তর সাহিত্য শাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা বহাল সম্পর্কিত তথ্য স্পষ্টীকরণ ।


উপযুক্ত বিষয়েও সুস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে মতামত দেওয়া যাচ্ছে যে

(ক ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ শাখা ০৪/১০/ ২০১৮ তারিখের  ০৫.০০.০০০০.১৭০.১১.০১৮.২৭৬ নং স্মারক অনুযায়ী ৯ম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণি এবং১০ম ১৩ম গ্রেডের পূর্বতন দ্বিতীয় শ্রেণীর সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং উক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হইল পরিপত্র জারি করা কোটা পদ্ধতির নেই এবং


(খ) জনপ্রশাসন মন্ত্রণালয়৫  মন্ত্রণালয়ের এ এপ্রিল ২০১৮ তারিখে জারিকৃত ০৫.০০.০০০০.১৭০.১১. ০৭.১৮.২৭৬ নং স্মারক  (খ) অনুচ্ছেদ অনুযায়ী ৩য় তৃতীয় ও ৪থ  চতুর্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ কোটায় মুক্তিযোদ্ধা ,মহিলা, ক্ষুদ্রনীগোষ্ঠী ,এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য কোন পদ প্রার্থীর অভাব পূরণ করা সম্ভব না হইলে অপূর্ণ সমূহের জেলার প্রাপ্যতা অনুযায়ী সংসদের সাধারণ প্রার্থীদের মধ্য হইতে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দ্বারা পুরন করিতে হইবে ।



দীপঙ্কর বিশ্বাস

উপসচিব



উপযুক্ত বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি নির্দেশক্রমে প্রেরণ করা হলো

  • মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সংসদ ভবন তেজগাঁও ঢাকা
  •  সিনিয়র সচিব সচিব ভারপ্রাপ্ত সচিব মহাপুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ঢাকা
  •  বিভাগীয় কমিশনার
  •  উপসচিব আইসিটি সেল মুক্তিযুদ্ধ' মন্ত্রণালয় ঢাকা
  •  মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব উপসচিব মুক্তিযুদ্ধ' ঢাকা মন্ত্রী মহোদয়
  •  জেলা প্রশাসক 

  • সচিব মহোদয়ের একান্ত সচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ধাকা সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য


Previous Post
Next Post
Related Posts