বরিশাল বিভাগের সকল তথ্য All Information about Barishal

 


বরিশাল বিভাগের সকল তথ্য All Information about Barishal

বরিশাল বিভাগের সকল তথ্য 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই অর্থাৎ পাকিস্তান আমল থেকে বৃহৎ বরিশাল সাবেক বরিশাল জেলা, পটুয়াখালী জেলা ছিল খুলনা বিভাগের অন্তর্গত পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস কার্যক্রমে সূত্রের ১৯৯৩ সালের ১ জানুয়ারি বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা, বরিশাল জেলা, পটুয়াখালী জেলা পিরোজপুর বরগুনা ঝালকাঠি ও ভোলা জেলা নিয়ে পঞ্চম বিভাগ বরিশাল গঠিত হয় ।


বাংলাদেশে বিভাগ ৮টি। ৮টি বিভাগের নাম হচ্ছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা। বাংলাদেশের প্রস্তাবিত আরো ২টি বিভাগ কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।

এক নজরে বরিশাল বিভাগ Barishal division at a glance

বরিশাল বিভাগের আয়তন কত? Area of Barishal division

বরিশাল বিভাগের আয়তন ১৩৬৪৪৮৫

ভৌগলিক অবস্থান ২১“৪৮ উত্তর অংশ থেকে ২২“২৯  উত্তর অক্ষাংশ এবং ৮৯‘৫২ পূর্ব দ্রাঘিমাংশ ৯০‘২ ২পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এর উত্তরে ঢাকা বিভাগ দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলনা বিভাগ অবস্থান।


বরিশাল বিভাগের জনসংখ্যা কত? Population of Barishal division?

বরিশাল বিভাগের লোক জনসংখ্যা ৯১,০০,১০২ জন জনসংখ্যা ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী




বরিশাল বিভাগে জেলার সংখ্যা কতটি ও কি? কি? How many districts are there in Barishal?

বরিশাল ও পটুয়াখালী জেলা বরিশাল জেলা পটুয়াখালী জেলা পিরোজপুর বরগুনা ঝালকাঠি ও ভোলা জেলা

বরিশাল,জেলার নামকরণ কিভাবে হয়? How District Barishal was named?


বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে কিংবদন্তি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্ম তো আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। আইতে শাল যাইতে শাল বরিশাল উল্লেখযোগ্য আবার কেউ কেউ দাবি করেন যে পর্তুগীজদের প্রেম কাহিনীর জন্য বরিশালের নামকরণ করা হয়েছে ।


বরিশাল, জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

উত্তর থেকে দক্ষিনে জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৮৫ মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রস্তুত হয়েছে প্রায় ৬০ মাইল আর আয়তন হচ্ছে প্রায় ৪৩০০ বর্গমাইল এ জেলার গ্রাম ও শহরের সংখ্যা ৩৩১২ কি বলে মনে হয়।

সীমানা বরিশাল জেলার উত্তরে চাঁদপুর মাদারীপুর শরীয়তপুর জেলা দক্ষিণে ঝালকাঠি বরগুনা এবং পটুয়াখালী জেলা পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর ঝালকাঠি গোপালগঞ্জ জেলা।


 সিটি কর্পোরেশন: বরিশাল সিটি কর্পোরেশন ১টি


উপজেলা ১০ বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, আগাইলঝারা, উজিরপুর, হিজলা, মেহেদীগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী।


থানা ১৪ বরিশাল সদর, বাকেরগঞ্জ থানা, বাবুগঞ্জ থানা, আগৈলঝাড়া থানা, উজিরপুর থানা, হিজলা থানা, মেহেদীগঞ্জ থানা, মুলাদী থানা, বানারীপাড়া থানা, গৌরনদী থানা, কোতোয়ালি থানা, বিমান বন্দর থানা, কাউনিয়া থানা, কাজির হাট থানা।


সংসদীয় আসন ৬টি।


পটুয়াখালী, জেলার নামকরণ কিভাবে হয়? How District Patuakhali was named?

পটুয়াখালীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে জনসাধারণের বিশ্বাস অনুসারে এই নামটি বাংলা নাম থেকে উদ্ভূত হয়েছে পাতুয়াখালি যা বর্তমানে পটুয়াখালী শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে প্রোথিত আছে যে সপ্তদশ শতাব্দীর শুরুতে পর্তুগীজ জলদস্যু দিয়ে এই অঞ্চলে নিয়মিত আক্রমণ চালাত ।


পটুয়াখালী,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

  • পটুয়াখালী জেলার প্রতিষ্ঠাকাল ১৯৬৯  পহেলা জানুয়ারি
  • ভৌগোলিক অবস্থান ২২“ ১৯“৬০ উত্তর এবং ৯০: ১৯“৬০ পূর্বে।
  • আয়তন ৩২২১.৩১ বর্গ কিলোমিটার।


সীমানা উত্তরে বরিশাল জেলা দক্ষিণে বরগুনা জেলা ও বঙ্গোপসাগর পূর্বে ভোলা জেলা ও তেতুলিয়া নদী, পশ্চিমে বরগুনা জেলা।


উপজেলা ও নাম উপজেলার সংখ্যা ০৮ টি সদর মির্জাগঞ্জ বাউফল দুমকি দশমিনা গলাচিপা কলাপাড়া রাঙ্গাবালী।


  • পৌরসভা সংখ্যা ৫টি পটুয়াখালী, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা।
  • থানার সংখ্যা ৯টি  দশমিনা, গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী, মহিবুর।
  • ইউনিয়নের সংখ্যা ৭৬টি 
  • সংসদীয় আসন ৪টি
  • গ্রামের সংখ্যা ৮৮২ টি
  • জনসংখ্যা ১৫৩৫৮৫৪  জন
  • পুরুষ ৭৫৩৪৪১ জন
  • মহিলা ৭৮ ২৪১৩ জন



পিরোজপুর জেলার নামকরণ কিভাবে হয়? How District Sherpur was named?

অন্যমতে মোগল সম্রাট শাহ সুজার ওয়াকাদ পত্রসায়ের নামে পিরোজপুর এবং পরে অপ ভগ্নাংশ হিসেবে পিরোজপুর নামকরণ হয়েছে ১৮৫৯ সালেপিরোজপুর মহাকুমা ঘোষিত হলে পিরোজপুর শহরকে মহকুমা শহর করা হয় এবং টগরা থেকে থানায় স্থানান্তর করে পিরোজপুর থানা হিসেবে নামকরণ করা হয় ২৮ অক্টোবর ১৮৫৯ ।


পিরোজপুর ,জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

  • পিরোজপুর জেলার আয়তন ১২৭৭.৮০ বর্গ কিলোমিটার।
  • গ্রামের সংখ্যা ৬৪৮ টি
  • লোকসংখ্যা ১১.১০ লক্ষ
  • পুরুষ ৫.৫ লক্ষ 
  • মহিলা ৫.৬লক্ষ
  • জনসংখ্যা বৃদ্ধির হার ০.০২ %
  • পরিবার সংখ্যা ২৫৬০০২ টি
  • জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার ৮৭১ জন
  • উপজেলার সংখ্যা  ৭ টি
  • থানার সংখ্যা ৭টি
  • পৌরসভা সংখ্যা ৩ টি
  • ইউনিয়ন ৫২টি


বরগুনা জেলার নামকরণ কিভাবে হয়? How District Netrukuna was named?

কারো মতে আবার স্রোতের বিপরীতে সুন্দরী ট্রেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এই স্থানের নাম বরগুনা। কেউ কেউ বলেন বরগুনা নামক কোনো প্রভাবশালী রাখাইন অধিবাসীর নাম অনুসারে বরগুনা আবার কারও মতে বরগুনা নামক এক বাওয়ালীর নাম অনুসারে এই স্থানের নাম নামকরণ করা হয় বরগুনা।


বরগুনা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি? ঝালকাঠি

  • বরগুনা জেলার প্রতিষ্ঠাকাল নামকরণ এর সাল ১৯৮৪
  • আয়তন ১৯৩৯.৩৯ বর্গ কিলোমিটার
  • সীমানা  পটুয়াখালী বরিশাল জেলা দক্ষিণে বঙ্গোপসাগর করবে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা
  • জনসংখ্যা ৮৯২৭৮১  জন
  • পুরুষ ৪৩৪১৩জন
  • মহিলা ৪৫৫৩৬৮জন
  • উপজেলা ৬টি।
  • বরগুনা সদর আমতলী বামনা বেতাগী পাথরঘাটা ও তালতলী।
  • পৌরসভা 4টি  বরগুনা আমতলী বেতাগী ও পাথরঘাটা।
  • ইউনিয়ন ৪২ টি ।
  • গ্রামের সংখ্যা ৫৬০ টি।


ঝালকাঠি জেলার নামকরণ কিভাবে হয়? How District Netrukuna was named?

বর্তমান ঝালকাঠি পশ্চিম তীরে জেলেরা জঙ্গল সাফ করে বাসস্থান তৈরি করত। জেলে ও কাঠি ঝালকাঠি এভাবে ঝালকাঠির নামকরণ করা হয়েছে।


ঝালকাঠি জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

ঝালকাঠি জেলায় ০৪ চারটি উপজেলা ০৪ চারটি থানা ০২টি পৌরসভা ৩২ টি ইউনিয়ন মৌজা ৪০০টি গ্রাম ও২টি সংসদীয় আসন নিয়ে গঠিত।


ভোলা জেলার নামকরণ কিভাবে হয়? How District Netrukuna was named?

তার নাম ছিল ভোলা গাজী পাটনি আজকের যোগীর ঘরের কাছে তার আস্তানা ছিল এই ভোলা গাজীর নাম অনুসারে একসময় নামকরণ হয় ভোলা।



ভোলা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

  • প্রতিষ্ঠাকাল ১৯৮৪ খ্রিস্টাব্দ
  • আয়তন ৩৪০৩. ৪৮ বর্গ কিলোমিটার
  • লোক সংখ্যা  ১৭৭৬৭৯৫ জন
  • পুরুষ ৪৯.৭৫%
  • মহিলা ৫০.২৫%
  • জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার ৫২২জন
  • মোট ভোটার ১৪১২৭৭৯ জন
  • পুরুষভোটার ৭২৯৭৭৯ জন
  • মহিলা ভোটার ৬৮৩৫১৬ জন
  • পৌরসভার সংখ্যা ০৫টি
  • উপজেলার সংখ্যা ০৭টি
  •  থানার সংখ্যা ১০টি
  •  ইউনিয়নের সংখ্যা ৭০ টি
  •  গ্রাম এর সংখ্যা ৪৩৯ টি

Previous Post
Next Post
Related Posts