খুলনা বিভাগের সকল তথ্য

 


খুলনা বিভাগের সকল তথ্য All Information about Khulna

খুলনা বিভাগের সকল তথ্য 

বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা


বাংলাদেশে বিভাগ ৮টি। ৮টি বিভাগের নাম হচ্ছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা। বাংলাদেশের প্রস্তাবিত আরো ২টি বিভাগ কুমিল্লা বিভাগ ও পদ্মা বিভাগ।

এক নজরে খুলনা বিভাগ Khulna division at a glance

খুলনা বিভাগের আয়তন কত? Area of Khulna division

খুলনা বিভাগের আয়তন খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার







খুলনা বিভাগের জনসংখ্যা কত? Population of Khulna division

খুলনা বিভাগের লোক জনসংখ্যা ১,৭৪,১৬,৬৪৫ জন।২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী


পুরুষ ৮১,৫৩, ৪৫৪ জন

মহিলা ৮১,৫৫,৮৫০  জন


খুলনা জেলার তেরখাদা উপজেলা পদ্মবিল এর ছবি 




খুলনা বিভাগে জেলার সংখ্যা কতটি ও কি? কি? How many districts are there in Khulna?

খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০টি।


জেলাগুলোর নামকরণ কিভাবে হয়? What is the way to name the districts?

বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা


  • বাগেরহাট জেলায় কয়টি ইউনিয়ন
  •  বাগেরহাট জেলার এমপি
  •  বাঘের পৌরসভা
  •  বাগেরহাট জেলা কোড
  •  বাগেরহাট জেলার বিখ্যাত ব্যক্তি
  • বাগেরহাট জেলায় কোন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল
  •  বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন
  •  বাগেরহাট জেলার পূর্ব নাম
  •  বাগেরহাট জেলা সম্পর্কে তথ্য
  •  বাগেরহাট জেলার থানা কয়টি
  •  বাগেরহাট জেলার মোট জনসংখ্যা কত
  •  বাগেরহাট জেলার বিখ্যাত খাবার
  •  বাগেরহাট জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা




বাগেরহাট জেলার নামকরণ কিভাবে হয়? How District Bagerhut was named?

বাগেরহাট জেলার নামকরণ এর পটভূমি: কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপর দ্রব্য ছিল। এজন্য এলাকার নাম হয়ত বাঘেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাট এ রূপান্তরিত হয়েছে।


বাগেরহাট জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

বর্তমানে বাগেরহাট জেলায় ৯টি উপজেলা ৭৫টি ইউনিয়ন ও ১০৪৭ গ্রাম এবং ৩টি পৌরসভা সমন্বয়ে গঠিত একটি এ ক্যাটাগরির উপজেলা


চুয়াডাঙ্গা জেলার নামকরণ কিভাবে হয়? How District Nougaon was named?

চুয়াডাঙ্গা জেলার নামকরণ গ্রীক ঐতিহাসিকদের মতে এ এলাকাতে বিখ্যাত গঙ্গারিডাই  রাজ্যে অবস্থিত ছিল গাঙ্গেয় নামক একটি শহর ও চুয়াডাঙ্গা অবস্থিত ছিল বলে শোনা যায় চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুল মল্লিকের নামে এ জায়গায় নামকরণ চুয়াডাঙ্গা হয়েছে। 


চুয়াডাঙ্গা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। উত্তর পশ্চিমে মেহেরপুর উত্তর-পূর্বে কুষ্টিয়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত মাথাভাঙ্গা ভৈরব নদীর কোন মৃত্তিকা গড়ে ওঠা। এই জনপদ আয়তনে বড় না হলেও এর রয়েছে সৌমিত্র, এখানে রয়েছে কেরু এন্ড কোং এর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।


কুষ্টিয়া জেলায় উপজেলা রয়েছে ৪টি পৌরসভা রয়েছে ৪টি থানা রয়েছে ৫টি মৌজা রয়েছে ৩৭৬ টি


যশোর জেলার নামকরণ কিভাবে হয়? How District Jashore was named?


যশোর জেলার নামকরণ যেভাবে হয় নদী বা খালের উপর সাঁকো বানানো হতো। পীর খান জাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মূর্লি তে আসে বলে জানা যায়। এর আরবি শব্দ জসর নাম হতে এ জেলার নামের উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয়। কসবা নামটি পীর খান জাহান আলী দেওয়ান ১৩৯৮  খ্রিস্টাব্দে।

  • যশোর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
  • বৃহত্তর যশোর জেলা
  • যশোর জেলার নামকরণের ইতিহাস
  • যশোর জেলায় পৌরসভা কয়টি
  • যশোর জেলা গ্রামের নাম
  • যশোর জেলার উপজেলা ও ইউনিয়ন কতটি
  • যশোর জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়


যশোর জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

  • যশোর জেলার আটটি থানা রয়েছে থানা গুলোর নাম 
  • যশোর সদর উপজেলা যশোর 
  • শার্শা উপজেলা যশোর
  •  মনিরামপুর উপজেলা যশোর
  •  কেশবপুর উপজেলা যশোর
  •  ঝিকরগাছা উপজেলা যশোর
  •  চৌগাছা উপজেলা যশোর
  •  বাঘারপাড়া উপজেলা যশোর
  •  অভয়নগর উপজেলা যশোর


ঝিনাইদহ জেলার নামকরণ কিভাবে হয়? How District Pabna was named?

ঝিনাইদহ জেলার নামকরন এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দোহা নদী থেকে ঝিনুক সংগ্রহ এর জন্য এই এলাকায় বিখ্যাত হয়েছিল এই জেলার নাম জিনাইদহ এবংঝিনুক এবং দাহ শব্দদ্বয় থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়


ঝিনাইদহ জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

ঝিনাইদহ জেলায় ৬টি উপজেলা৬৭ টি ইউনিয়ন ৯৪৫ মৌজা ১১৪৪টি গ্রাম ৬ টি পৌরসভা ৫৪টি ওয়ার্ড এবং ১৩৬ টি মহল্লা নিয়ে গঠিত।


  • ঝিনাইদহ জেলার জেলা কোড
  •  ঝিনাইদহ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
  •  ঝিনাইদহ জেলার ইউনিয়ন কতটি
  •  ঝিনাইদহ জেলার আয়তন কত
  •  ঝিনাইদহ জেলা কোন বিভাগের
  •  ঝিনাইদহ জেলা শহরের নাম কি
  •  ঝিনাইদহ জেলার জনসংখ্যা কত
  •  ঝিনাইদহ জেলার থানা কতটি
  •  ঝিনাইদহ জেলার গ্রাম কতটি

কুষ্টিয়া জেলার নামকরণ কিভাবে হয়? How District Sirajganj was named?

কুষ্টিয়া জেলার নামকরণ সেটি হলো কুষ্টিয়াতে এক সময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো পাঠ কে স্থানীয় ভাষায় পুষ্টি পুষ্টি বলতো যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে কারো মতে ফারসি শব্দ কুশ থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে যার অর্থ সাঈদী আবার সম্রাট শাহজাহানের সময় পুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি হলো এটির মত রয়েছে


কুষ্টিয়া জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

১১৬টি মৌজা ও ১৬৭গ্রাম নিয়ে গঠিত কুষ্টিয়া সদরে একটি পৌরসভায় ১৪টি ইউনিয়ন রয়েছে।


মাগুরা জেলার নামকরণ কিভাবে হয়?How district Bogura was named?

মাগুরা জেলার নামকরণ মাগুরা নামকরণ করা হয় মুঘল যুগের নামকরণ কিভাবে হয়েছে তা স্থির ভাবে বলা কিংবদন্তি থেকে জানা যায় এককালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলের জল জলদস্যুদের দারুন উৎপত্তি ছিল কুমারী নদী ও নব গঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরের ছিল তাদের আখড়া 


মাগুরা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

মাগুরা জেলায় উপজেলা রয়েছে ৪টি পৌরসভা ১টি ইউনিয়ন৩৬ টি গ্রাম ৭৩০ মৌজা ৫৩৭ টি


মেহেরপুর জেলার নামকরণ কিভাবে হয়? How District Jaypurhat was named?

জেলার নামকরণ পুণ্য আত্মা ইসলামের ঝান্ডা বাহক দরবেশ মেহের আলী শাহ এর নামের সাথে সঙ্গতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে যতদূর জানা যায় তাতে মেহের আলী অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন সুপরিচিত ছিলেন যার ফলে তার নামের প্রাধান্য পেয়েছে 


মেহেরপুর জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

দেশভাগের পূর্বে মেহেরপুর ভারতের নদীয়া জেলার অংশ ছিল মেহেরপুর জেলা হিসেবে স্বীকৃতি পায় অন ১৯৮৪ সালে বর্তমানে এ জেলায় তিনটি উপজেলায় ১৮টি ইউনিয়ন ১৮০ মৌজা ২৮৫গ্রাম রয়েছে ২টি পৌরসভায ১৮টি ওয়ার্ড এবং ১০০টি মহল্লা রয়েছে


নড়াইল জেলার নামকরণ কিভাবে হয়? How District Jaypurhat was named?

১৮৬১ সালে যশোর জেলার অধীনে নড়াইল মহাকুমা প্রতিষ্ঠিত হয় নড়াইল শব্দটি স্থানীয় লোক মুখে উচ্চারিত হয় ওই সময় নড়াইল লোহাগাড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহাকুমা গঠিত হয় ১৯৮৪ সালের পহেলা মার্চ নড়াইল মহাকুমা জেলায় রূপান্তরিত করা হয়


নড়াইল জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

নড়াইল সদর থানা রয়েছে ১টি পৌরসভামোট ১৩টি ইউনিয়ন ও ২২৬ টি গ্রাম রয়েছে


সাতক্ষীরা জেলার নামকরণ কিভাবে হয়? How District Jaypurhat was named?

সাতক্ষীরা জেলার আদি নাম সাদিয়া চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুর চক্রবর্তী নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে ১৭৭২ নিলামে পরগনা কিনে গ্রাম কি স্থাপন করেন তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী কুলীন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠা করেন এবং নাম হয় সাতঘড়িয়া সেখান থেকেই সাতক্ষীরা জেলার নামকরণ হয় সাতক্ষীরা


সাতক্ষীরা জেলার থানা ও গ্রামের সংখ্যা কতটি?

সাতক্ষীরা সদর উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদ ওয়ার্ল্ড ১৫৫টি মৌজা মহল্লা ২৩৫ গ্রাম নিয়ে গঠিত হয়েছে।

  • খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা ০১টি
  •  সংসদীয় আসন সংখ্যা ৩৬টি
  •  উপজেলার সংখ্যা ৫৯টি
  •  পৌরসভার সংখ্যা ৩৭টি
  •  ইউনিয়নের সংখ্যা ৮ টি ২৬টি মৌজা এবং ১০৭

    গ্রাম নিয়ে গঠিত হয়েছে খুলনা জেলা 

  •  তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রী গ্রীষ্মকাল, সর্বনিম্ন ৮ ডিগ্রী শীত কালে।
  •  সীমান্তবর্তী জেলা:
  • মোট জেলা ১০টি।
  •  সীমান্তবর্তী জেলা ৬টি।
  •  মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ jessore-chuadanga
  •  ৬টি জেলায় পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী
  •  সীমান্তবর্তী নয় ৪টি  জেলা
  •  খুলনা, বাগেরহাট, নড়াইল-মাগুরা
  •  প্রধান প্রধান নদী :খুলনা জেলার নদ নদী rivers of khulna দেশের অন্যতম প্রধান নদ নদী বহুল অঞ্চল খুলনা জেলা মূল নদীর সংখ্যা কম হলেও শাখা নদীর সংখ্যা কম নয় উল্লেখযোগ্য নদী গুলো হল ভৈরব মধুমতি রূপসজ্জা শিবসা প্রকৃতি। 

খুলনা জেলার নামকরণ কিভাবে হয় ? How District Rajshahi was named?

১৭৬৬ সালে ফলমাউথ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ড এ লিখিত culnea শব্দ থেকে খুলো অনেক বিজ্ঞ জলের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে ব্রিটিশ আমলের মানচিত্রে লিখিত jessore-culna শব্দ থেকে খুলনায় এসেছে বলে অনেকের ধারণা


খুলনা পূর্বের নাম কি ছিল?

খুলনা জেলার পূর্ব নাম কি ছিল জাহানাবাদ 


বাগেরহাট পূর্ব নাম কি ছিল?

তবে সবচেয়ে গ্রহণযোগ্য একটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিক দিয়ে হাড়িখালি থেকে বর্তমান নাগেরবাজার পর্যন্ত লম্বা বাঁধ অবস্থিত পূর্বে সেবাকে পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত আর ইয়ে হাটের নাম কি নাম হল বাকেরহাট কালক্রমে বাকেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট নাম


চুয়াডাঙ্গা পূর্ব নাম কি ছিল?



যশোর পূর্ব নাম কি ছিল?

প্রবাদ আছে গৌড়ের হরণ করে এই এলাকায় শ্রীবৃদ্ধি হওয়ার নব প্রতিষ্ঠার জন্য যশোহর রাখা হয়। স্থানীয় পুরাতন নাম যশোর পরিবর্তন এর মাধ্যমে নতুন নামকরণ করা হয় যশোহর।

 

ঝিনাইদহ পূর্ব নাম কি ছিল?

ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালের মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে এটি পৃথক জেলা হয়।


কুষ্টিয়া পূর্ব নাম কি ছিল?

কুষ্টিয়া জেলার লালনের মাজার ছাড়াও জেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্র ঠাকুরের কুঠিবাড়ি ও মীর মোশারফ হোসেনের বাস্তুভিটা। এ জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। 



মাগুরা পূর্ব নাম কি ছিল?

মহুকুমা হবার আগে মাগুরা অঞ্চল ও মোহাম্মদপুর নামে বিখ্যাত ছিল। পাল রাজত্বের সময়ে অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশে শ্রী পূর্ব রাজাপুর নামে পরিচিত ছিল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অংশ ভূষণা পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মাগুরাকে ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নতি করা হয়।


নড়াইলপূর্ব নাম কি ছিল?

১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়।


সাতক্ষীরা পূর্ব নাম কি ছিল?

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর ফলে হাজার ১৯৮৪ সালের সাতক্ষীরার মহাকুমা জেলায় উন্নত হয়। সাতক্ষীরা জেলার আদি নাম সাতঘড়িয়া চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণু কুমার রাম চক্রবর্তী নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে ১৭৭২ সালে নিলামে গণনা গ্রাম স্থাপন করেন।



যশোর জেলার দর্শনীয় স্থান

মাগুরা জেলার দর্শনীয় স্থান

সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান

বাগেরহাট জেলার দর্শনীয় স্থান

চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান

মেহেরপুর জেলার দর্শনীয় স্থান

ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান


Previous Post
Next Post
Related Posts