(Birth Certificate) শিশুর জন্ম নিবন্ধন করতে লাগবেনা মা বাবার জন্ম নিবন্ধন সনদ

 


এখন থেকে শিশুর জন্ম নিবন্ধন করতে লাগবেনা মা বাবার জন্ম নিবন্ধন সনদ।

এখন থেকে মা-বাবার জন্ম সনদ ছাড়াই জন্ম নিবন্ধন করা যাবে।

জন্ম নিবন্ধন করতে মা-বাবার জন্ম সনদ বাধ্যতামূলক এ বিষয়টি তুলে দিয়েছে


মা বাবার জন্ম সনদ লাগবে না শিশুর জন্ম নিবন্ধন করতে, আমরা এখন বিষয়ে বিস্তারিত জানব।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর ছেড়ে দেওয়া ছাড়পত্র বা টিকা কার্ড যেকোনো একটি প্রমান দেখিয়ে শিশুর জন্ম নিবন্ধন (Birth Certificate) করা যাবে সোমবার ১৫ই আগস্ট বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। রেজিস্ট্রার জেনারেল অতিরিক্ত দায়িত্ব মির্জা তারিক হিকমত।


এখান থেকে মা বাবার জন্ম সনদ ছাড়াই জন্ম নিবন্ধন করা যাবে: জন্ম নিবন্ধন করতে মা-বাবার জন্ম সনদ (Birth Certificate) বাধ্যতামূলক এর বিষয়টি তুলে দিয়েছে রেজিস্টার জেনারেল কার্যালয় কিন্তু মা বাবার জন্ম সনদ (Birth Certificate) থাকলে আপনি সুবিধা পাবেন যখনই আপনি জন্ম সনদ (Birth Certificate) করবেন সাথে সাথেই আপনার ভাই বোনের ছেলে মেয়ের সংখ্যা গণনা করা হয়ে যাবে আপনারা বর্তমানে কয় ভাই বোন ছিলেন কয়টি ছেলে সন্তান ছিল কয়টি মেয়ে সন্তান ছিল বিস্তারিত অনলাইনে উঠে যাবে এবং আপনার জন্ম সনদ (Birth Certificate) দিয়ে যদি আপনার সন্তানের জন্ম সনদ (Birth Certificate) করান তাহলে পরবর্তীতে স্কুল-কলেজে বা চাকুরীর জন্য পিতা-মাতার জন্ম সনদ জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজন হবে না এখন থেকে এভাবেই থাকবে ওই ভাবেই আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ড যেটাই আপনি বলুন না কেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনেক সুবিধার হয়ে যাবে। তাই আমাদের পরামর্শ থাকবে আপনি আপনার সন্তানদের জন্ম সনদ করানোর পূর্বে অবশ্যই আপনার যেটা দিয়ে দিবেন তাতে আপনাদেরই সুবিধা হবে তবে যাদের নেই বা তাড়াহুড়া করে করবেন তারা জন্মসনদ করতে পিতা-মাতার জন্ম নিবন্ধন (Birth Certificate) না থাকলেও চলবে ঘোষণাটি দিয়েছেন সোমবার ১৫ই আগস্ট বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্টার জেনারেল অতিরিক্ত দায়িত্ব মির্জা তারিক হিকমত।


Online website https://bdris.gov.bd/br/search অনলাইন ওয়েবসাইট এ প্রবেশ করতে লিংকে ক্লিক করুন

জন্ম সনদ করার পূর্বে যে সকল জিনিস খেয়াল করবেন।

জন্ম সনদ করার পূর্বে আপনি মনে রাখবেন যে এটি আপনার এবং আপনার সন্তানের সারা জীবন কাজে লাগবে অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন আপনার এবং আপনার সন্তানদের কাজে লাগবে। আপনার সন্তানের টিকা দেন, তাই জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র করার পূর্বে ভালো করে খেয়াল করবেন যে কোথাও কোন ভুল না হয় একবার যদি আপনার কোথাও ভুল হয় এটি সংশোধন করতে অনেক রকমের ঝামেলা পোহাতে হবে তাদের ও তাদের সন্তানদের। তাই নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, ইত্যাদি সকল কিছুই ভালো করে দেখে জন্ম নিবন্ধন (Birth Certificate) কার্যক্রম শুরু করুন জন্ম নিবন্ধন করা এখন খুবই সহজ।


অনলাইনে জন্ম নিবন্ধন করতে এই লিঙ্কে প্রবেশ করুন 

Birth Certificate & Death Certificate Getting & Correction Process Detail Information From Online


জন্ম নিবন্ধন করার জন্য নতুন তথ্য

শিশুর জন্ম নিবন্ধন করতে এখন থেকে লাগবেনা পিতা-মাতার জন্ম নিবন্ধন (Birth Certificate) সনদ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ছাড়াই জন্ম নিবন্ধন করতে পারবেন আপনার শিশু জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন (Birth Certificate)করতে মা-বাবা জন্ম সনদ (Birth Certificate) বাধ্যতামূলক এর নিয়ম তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকা কার্ড যে কোন একটি প্রমান দেখিয়ে শিশুর জন্ম নিবন্ধন (Birth Certificate) করা যাবে (সোমবার ১৫ই ২০২২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্টার জেনারেল অতিরিক্ত দায়িত্ব মির্জা তারিক হিকমত।


জন্ম নিবন্ধন এর প্রয়োজনীয়তা

আইন অনুযায়ী বর্তমানে কোন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন (Birth Certificate) করা বাধ্যতামূলক এমনকি জন্ম নিবন্ধন করতে দু'বছরের বেশি দেরি হলে শিশুর পিতা মাতাকে জরিমানাও গুণতে হবে জাতীয় পরিচয় পত্র পাওয়ার পূর্ব পর্যন্ত এটি কি মূল পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয় ।


নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যা যা লাগবে


নতুন জন্ম নিবন্ধন করতে আপনার প্রথমে জন্ম নিবন্ধন (Birth Certificate) এর ফরম এর সাথে এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

 বাসা হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদনগর লাগবে।


 আবেদনকারী

  1.  পাসপোর্ট সাইজের ছবি।
  2.  থেকে ৫ বছর হলে ইপিআই টিকা কার্ড/ স্বাস্থ্যকর্মীর প্রত্যায়নপত্র স্বাক্ষর ও সিল সহ দিতে হবে।
  3.  অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ও ইংরেজি নয় গত কিছুদিন আগেও সেটা ছিল এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  4.  প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগপত্র স্বাক্ষরসহ।
  5.  এবং সেটা আপনাকে ৪৫ দিনের পূর্বে জন্ম নিবন্ধন করতে হবে যখন বয়স ৪৬ দিন হয়ে যাবে ।


একজন ব্যক্তি কি একাধিক জন্ম সনদ তৈরি করতে পারবে?

অবশ্যই একজন ব্যক্তি একাধিক জন্ম নিবন্ধন (Birth Certificate) করতে পারবে না। এখানে অটোমেটিক আপনাকে সিস্টেম ধরে ফেলবে এটি আইনত দণ্ডনীয় অপরা।ধ এটি একাধিকবার করলে আপনি পরবর্তিতে ঝামেলায় পড়বেন এবং আপনার বর্তমানের যে জন্ম নিবন্ধন টি রয়েছে সেটিও বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি বাংলাদেশ দন্ডবিধি আইনের ঝামেলায় পড়তে পারেন।


  1. জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২২
  2. জন্ম নিবন্ধন নতুন লিংক
  3.  জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২
  4.  জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
  5.  জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
  6. জন্ম নিবন্ধন এর নতুন সত্য ভোগান্তি কমেছে
  7.  জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড PDF
  8. জন্ম নিবন্ধন হেল্পলাইন
  9.  জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
  10.  জন্ম নিবন্ধন সংশোধন
  11.  জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা Check Your Birth Registration Online Status 2022
  12.  জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড Birth Certificatr correcting System 2022

(process of applying for  correcting wrong info in birth registration certificate) 

পূর্বের নোটিশ

নতুন নিয়মে জন্ম নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্র বাধ্যতামূলকভাবে দেওয়া প্রসঙ্গে।


 জন্ম নিবন্ধন আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র।


  •  ইপিআই টিকা কার্ড।
  •  অনলাইন জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্র।
  •  বাসা হোল্ডিং নাম্বার এবং চৌকিদার ট্যাক্সের রশিদ।
  •  আবেদনকারী / অভিভাবকের মোবাইল নাম্বার।
  •  ফরমের সাথে এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।


  ৪৬ দিন হতে ৫ পাঁচ বছর


  • ইপিআই টিকা কার্ড/ স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষরিত সিলসহ পেডে দিতে হবে দিতে হবে।
  • পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র।
  •  প্রধানের প্রত্যয়নপত্র সহ বিদ্যালয়ের প্রত্যয়ন পত্র প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে।
  •  বাড়ির হোল্ডিং নাম্বার এবং চৌকিদারি ট্যাক্সের রশিদ।
  •  অভিভাবকের মোবাইল নম্বর।
  •  ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।


 (০৫)পাঁচ বছরের অধিক হলে


 শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পিএসসি জেএসসি এসএসসি যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর প্রত্যায়ন পত্র এবং জন্ম নিবন্ধনের আবেদনের ১ নং কলামে স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।

উল্লেখযোগ্য যে যাদের জন্ম ০১/০১/২০০১ এরপর সে ক্ষেত্রে জন্ম নিবন্ধন (Birth Certificate) সহ জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।

উল্লেখ্য যে যাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে সে ক্ষেত্রে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।


আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Previous Post
Next Post
Related Posts