জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন



Laws of Bangladesh

Government of the Peoples Republic of Bangladesh 

জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০

২০১০  সনের ৩ নং আইন

 জানুয়ারি ২৮,২০১০

জাতীয় পরিচয় নিবন্ধন

জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়মাবলী প্রনয়নকল্পে প্রণীত আইন

 

যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন এবং তথ্য সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়মাবলী প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়


 এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল


১ম অধ্যায়

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন সংজ্ঞা


এই আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন,২০১০  নামে অভিহিত হইবে।

 অবিলম্বে কার্যকর হবে।

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে 

কমিশন অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন, 

জাতীয় পরিচয় পত্র অর্থ কমিশন কর্তৃক কোন নাগরিক বরাবরে প্রদত্ত জাতীয় পরিচয় পত্র


জাতীয় পরিচিতি নম্বর (National Identification Number (NID) অর্থ জাতীয় পরিচয় পত্রের কমিশন কর্তৃক প্রদত্ত পরিচিত নম্বর


তথ্য উপাত্ত অর্থ জাতীয় পরিচয় নিবন্ধন এর উদ্দেশ্য ভোটার তালিকা আইন,২০০৯  2009 সালের ৬ নং আইন  অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন বা হালনাগাদ কালে সংগৃহীত তথ্য উপাত্ত বা কোনো নাগরিকের নিকট হইতে গৃহীত এক বা একাধিক তথ্য-উপাত্ত এবং উক্ত নাগরিকের বায়োমেট্রিক সহ ফিচার ও ইহার অন্তর্ভুক্ত হইবে


নাগরিক অর্থ প্রচলিত আইনের অধীনে বাংলাদেশের কোন নাগরিক


নির্ধারিত অর্থ বিধি প্রবিধান দ্বারা নির্ধারিত


প্রবিধান অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান


বায়োমেট্রিক ফিচার (Biometrics feature) অর্থ কোনো নাগরিকের নিম্নবর্ণিত এক বা একাধিক বৈশিষ্ট্য যথা-

১ আঙ্গুলের ছাপ( Finger Print)

২ হাতের ছাপ(Hand Geometry)

৩ তালুর ছাপ (Palm Print)

৪ চক্ষুর কণিকা (Iris)

৫ মুখাবয়ব (Facial Recognition)

৬  ডিএনএ (Deoxyribonucleic acid)

৭  স্বাক্ষর (Signature)

৮ কণ্ঠস্বর (Voice)

৯  বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি

১০  ব্যক্তি অর্থে কোন ব্যক্তি, কম্পানি, সমিতি, অংশীদারি কারবার, সংবিধিবদ্ধ বা অন্য সংস্থা উহাদের প্রতিনিধি ও উহার অন্তর্ভুক্ত হইবে।




২য় অধ্যায় জাতীয় পরিচয় পত্র সংশোধন নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয় পত্র প্রদান

পরিচয় নিবন্ধন

জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য একজন নাগরিককে পরিচয় নিবন্ধন করিতে হইবে

২  পরিচয় নিবন্ধনের জন্য নির্ধারিত পদ্ধতিতে কমিশনের নিকট আবেদন করিতে হইবে

৩ এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সাধারণভাবে কোনো নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্যে তাহার স্থায়ী বা অস্থায়ী বসবাসরত ঠিকানায় নিবন্ধন করা হইবে এবং উক্ত ঠিকানা অনুযায়ী জাতীয় পরিচিতি নম্বর প্রদান করতে হইবে

৪  উপধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো নাগরিক ইচ্ছা প্রকাশ করিলে তাহাকে যে ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে উক্ত স্থানে তাকে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্যে নিবন্ধন করা হবে এবং উক্ত ঠিকানা অনুযায়ী জাতীয় পরিচিতি নম্বর প্রদান করতে হইবে

জাতীয় পরিচয় পত্র প্রদান

৪ একজন নাগরিককে কমিশন কর্তৃক কেবল একটি জাতীয় পরিচয় পত্র প্রদান করা যাইবে

জাতীয় পরিচয় পত্র পাওয়ার অধিকার ইত্যাদি

৫ ভোটার তালিকা আইন ২০০৯ (২০০৯ মনের ৬ নং আইন)  অনুসারে ভোটার হিসাবে তালিকাভুক্ত প্রত্যেক নাগরিক নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয় পত্র পাওয়ার অধিকার হইবেন

২  উপধারা ১  এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন অন্যান্য নাগরিককে, নির্ধারিত পদ্ধতিও সাপেক্ষে, জাতীয়

জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা

৬ কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয় পত্র প্রস্তুত করুন, বিতরণ ও রক্ষণাবেক্ষণ আনুষঙ্গিক সকল দায়িত্ব প্রদান করিবে

জাতীয় পরিচয় পত্রের মেয়াদ ও নবায়ন

৭/১,  এই আইনের অধীন কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের মেয়াদ হইবে ইহা প্রদানের তারিখ হইতে 15 বছর

২  জাতীয় পরিচয় পত্রের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বা পরে উহা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করিতে হইবে

৩ কমিশন উপধারা ২  আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে ও  জাতীয় পরিচয় পত্র নবায়ন করিবে

জাতীয় পরিচয় পত্র সংশোধন

৮  কোন নাগরিকের অনুকূলে যে তথ্য-উপাত্তের ভিত্তিতে জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়েছে-

ক,  উক্ত তথ্য-উপাত্তের সংশোধনের প্রয়োজন হইলে নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত পদ্ধতি ও প্রদান সাপেক্ষে, কমিশন কর্তৃক সংশোধন করা যাবে অথবা

খ,  উক্ত তথ্যাদি পরিচয় পত্র তথ্য উপাত্তের সঠিকভাবে লিপিবদ্ধ না হইলে উক্ত নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে কমিশন কর্তৃক, কোনরকম ফি প্রদান ব্যতিরেকে, উহা সংশোধন করা যাইবে 

পরিচয় পত্র বা তথ্য উপাত্তের শব্দগুলি পরিচয় পত্রের শব্দের পরিবর্তে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন আইন ২০১৩  সনের৪০ আইন  এর৪ ধারা বলে প্রতিস্থাপিত 

নতুন জাতীয় পরিচয় পত্র প্রদান

৯/১, কোন নাগরিকের জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা অন্য ভাবে নষ্ট হয়ে গেলে তিনি নির্ধারিত পদ্ধতিতে অভি প্রদান সাপেক্ষে নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করিতে পারিবেন

২,  উপধারা ১  এর আবেদন প্রাপ্তির পর উক্ত নাগরিক বরাবরে নির্ধারিত পদ্ধতিতে নতুন পরিচয় পত্র প্রদান করিবেন

জাতীয় পরিচয় পত্র বাতিল

১০  কোন নাগরিকের নাগরিকত্ব অবসর হইলে তাহার জাতীয় পরিচয় পত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং উক্ত জাতীয় পরিচয় পত্র প্রদত্ত জাতীয় পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের বড় বড় দুধ জাতীয় পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের বরাবর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের ব্যবহার  করা যাইবেনা

কতিপয় সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন

সরকার, সরকারি গেজেট এবং তত্তও ঐচ্ছিক ভাবে ইলেকট্রনিক গেজেট প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লেখিত যে কোনো সেবা নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে, নাগরিকগণ কে জাতীয় পরিচয় পত্র প্রদর্শন অবহার অনুলিপি দাখিলের ব্যবস্থা চালু করিতে পারিবে

 তবে শর্ত থাকে যে বাংলাদেশের সমগ্র সাধারণভাবে নাগরিকগণের অনুকূলে জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম সম্পন্ন  না হওয়া পর্যন্ত এরূপ প্রজ্ঞাপন যারা ব্যবস্থা চালু করা যাইবে না

২  উপধারা ১  এর অধীন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত জাতীয় পরিচয় পত্র প্রদর্শন, কিংবা ক্ষেত্রমত জাতীয় পরিচয় পত্রের অনুলিপি দাখিল করিবার জন্য কোনো নাগরিককে বাধ্য করা যাবে না এবং জাতীয় পরিচয় পত্র না থাকার কারণে কোনো নাগরিককে নাগরিকত্ব নাগরিক সুবিধা বা সেবা পাবার অধিকার হইতে বঞ্চিত করা যাবে না।

কমিশনকে বিভিন্নভাবে সংস্থার সহযোগিতা প্রদান

১২  এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কমিশনের চাহিদা অনুযায়ী যেকোনো, প্রতিষ্ঠা তাদের নিকট সংক্ষিপ্ত তথ্য উপাত্ত, ইত্যাদি কমিশনকে প্রদান করিতে বাধ্য থাকিবে এবং কমিশনের দায়িত্ব পালনের কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবে

তথ্য-উপাত্ত সংরক্ষণ গোপনীয়তা ও সরবরাহ ইত্যাদি

১৩ কমিশন তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য উপাত্ত সংরক্ষণ করবে

 কমিশনের নিকট সংরক্ষিত তথ্য উপাত্ত গোপনীয়তা বলে বিবেচিত হইবে

 উপধারা ২ এ যাহা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতিতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সংরক্ষিত তথ্য উপাত্ত পাইবার জন্য আবেদন করিতে পারিবে এবং কমিশন উক্তরূপ তথ্য-উপাত্ত ভিন্নরূপ বিবেচিত না হইলে, হলে সংশ্লিষ্ট সরবরাহ করিবে

তথ্য যাচাই

কোন ব্যক্তি নির্ধারিত পদ্ধতি ও সার্ভিস চার্জের বিনিময়ে তথ্য-উপাত্তের সংরক্ষিত তথ্য সঠিকতা যাচাই করিবার জন্য কমিশনের নিকট আবেদন করিতে পারিবেন

 ধারা ১৩/ক  জাতীয় পরিচয় নিবন্ধন সংশোধন আইন ২০১৩ স্নানের ৪০  নং আইন এর ৬ যারা বলে সন্নিবেশিত 

৩য় অধ্যায়

অপরাধ ও দণ্ড


মিথ্যা তথ্য প্রদানের জন্য দণ্ড

কোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা শয়তানের কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অনেক বছর কারাদণ্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

একাধিক জাতীয় পরিচয় পত্র গ্রহণ করিবার দণ্ড

কোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র গ্রহণ করিলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত অপরাধের জন্য তিনি এক বছর কারাদণ্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

তথ্য উপাত্ত বিকৃতি বা বিনিষ্ট করিবার দণ্ড

কমিশনের কর্মকর্তা বা কর্মচারী অথবা এই আইন দ্বারা বা উহার অধীন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা পরিচয় পত্র প্রস্তুত করো, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংগ্রাম নিকট সংরক্ষিত কোনো তথ্য- উপাত্ত বিকৃতভাবে নিষ্ঠ করলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অন্তত 60 বছরের কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

২/  কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্য জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত কোন তথ্য বিকৃতি বা বিনিয়োগ করলে তিনি এই আইনের অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা অনধিক 10000 টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

তথ্য-উপাত্ত বিকৃত ভাবে নিষ্ঠুর করিবার দণ্ড

কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অথবা এই আইন দ্বারা বা উহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয় পত্র প্রস্তুত কর, বিতরণ ও সংক্রান্ত ইচ্ছাকৃত নিকট সংরক্ষিত কোনো তথ্য- উপাত্ত বিকৃতভাবে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অন্তত 7 বছরের কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন

২/  কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্য জাতীয় পরিচয় পত্রে উল্লেখিত কোন তথ্য বিকৃত বা বিনষ্ট করে তিনি এই আইনের অধীন অবরোধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি গত দুই বছর কারাদণ্ড বা অনধিক 40 হাজার টাকা অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

তথ্য উপাত্তের অনুমোদিত প্রবেশ বা উহাদের বেআইনি ব্যবহারের দণ্ড

কোন ব্যক্তি তথ্য-উপাত্তের অনুমোদিত ভাবে প্রবেশ করলে বা বেআইনিভাবে তথ্য-উপাত্ত ব্যবহার করলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড বা অনধিক 50000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন


 ধারা১৬ক জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন আইন ২০১৩  সনের৪০  উন্নয়ন এর৭  ধারা বলে শোন নিবেশিত 

দায়িত্ব অবহেলার দন্ড

কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অথবা এই আইন দ্বারা বাবহার অধীন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয় পত্র প্রশ্ন, বিতরণ ও রক্ষণাবেক্ষণের সংক্রান্ত কোনো দায়িত্ব পালনরত কোন ব্যক্তি, কোনো ব্যক্তি বা কোন কারণ, দায়িত্ব অধীন করি আছে উপরোক্ত অপরাধ অনেক বছর বিশ হাজার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

তথ্য উপাত্তের অননুমোদিত  প্রকাশপ্রকাশ

কমিশনের কোনো সদস্য, কর্মকর্তা, কর্মচারী বা ওহার অননুমোদিত প্রতিনিধি প্রতিনিধি অননুমোদিত তথ্য-উপাত্ত কোন ব্যক্তির নিকট প্রকাশ করিলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন

জাতীয় পরিচয় পত্র জাল করিবার দণ্ড

কোন ব্যক্তি জাতীয় পরিচয় পত্র জালকুড়ি লেবা সজ্ঞানে উপরোক্ত পরিচয় পত্র বহন করলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব 7 বছর কারাদণ্ড এবং অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন

 কোন ব্যক্তি জাতীয় পরিচয় পত্র পরিবার কাজে সহায়তা উপরোক্ত পরিচয় পত্র রচনা করলে তিনি এই আইনের অধীন অপরাধ করি আছে বলিয়া গণ্য হইবে এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি 7 বছরের কারাদণ্ড এবং অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন

অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয় পত্র ধারণ কিংবা বহন করিবার দণ্ড

কোন ব্যক্তি কোন যুক্তিসংগত কারণ ব্যতীত অন্য কোনো নাগরিকের জাতীয় পরিচয় পত্র ধারণ বা বহন করলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উপরোক্ত অপরাধের জন্য তিনি অনেক বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অনধিক 10000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন

ফৌজদারী কার্যবিধি প্রয়োগ

এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, কোন অপরাধে অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ওয়াপ ইন নিষ্পত্তির ক্ষেত্রে Code of criminal procedure,1898 (Act no.v of 1898) এর বিধানাবলী প্রযোজ্য হবে

অপরাধের আমলযোগ্যতা অ-আপোষ যোগ্য ও জামিনযোগ্যতা

এই আইনের অধীনে অপরাধসমূহ আমলযোগ্য  (Congnizable আপোষ যোগ্য  non-compoundable ও  জামিনযোগ্য bailable হইবে


৪র্থ অধ্যায় বিভিদ


বিধি প্রণয়নের ক্ষমতা

কমিশন সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেট এর এবং অতিরিক্ত বৈশ্বিকভাবে ইলেকট্রনিক গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এই আইন পূরণ বিধি পারি

প্রবিধান প্রণয়নের ক্ষমতা

কমিশন, সরকারি গেজেট এবং অধিক ভাবে ইলেকট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে

ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

এই আইন প্রবর্তনের পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারি প্রজ্ঞাপন, এই আইনে ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ Aut hentic English Text  করিবে


 বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে

হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৯৩ /২ এর বিধান অনুসারে মেয়াদ উত্তীর্ণের কারণে কার্যকারিতা লোক পাওয়া জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ সনের ১৮  অধ্যাদেশ এর  কার্যকালে ওভার অধীন বা অনুরূপ কার্য করো তারপর ও হার ধারাবাহিকতায় বা বিবেচিত ধারাবাহিকতায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ, কৃতকার্য করবে, গৃহীত ব্যবস্থা এবং কমিশন কর্তৃক সংগৃহীত তথ্য উপাত্ত নাগরিক বরাবরের প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয় পত্র, ইত্যাদি এই আইনের অধীন প্রদত্ত, কাজকর্ম, গৃহীত, সংগৃহীত তথ্য- উপর, প্রদত্ত বিবৃত জাতীয় পরিচয় পত্র বলিয়া গণ্য হইবে 


ধারা ৫ জাতীয় পরিচয় নিবন্ধন ( সংশোধন) আইন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ২ ধারা বলে প্রতিস্থাপিত

নবায়ন, শব্দ, পুনঃ নিবন্ধন, শব্দের পরিবর্তে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন  ( সংশোধন) আইন, ,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ৩(ক) ধারা বলে প্রতিস্থাপিত


উপরওয়ালা 2 জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন আইন 2013,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ২ ধারা বলে প্রতিস্থাপিত


নবায়ন শব্দ পুনঃনিবন্ধন শব্দের পরিবর্তে জাতীয় পরিচয় নিবন্ধন সংশোধন আইন 2013,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ২ ধারা বলে প্রতিস্থাপিত


পরিচয় পত্র বা তথ্য-উপাত্তের শব্দগুলি পরিচয় পত্র শব্দের পরিবর্তে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ২ ধারা বলে প্রতিস্থাপিত


ধারা ১৩ জাতীয় পরিচয় নিবন্ধন সংশোধন আইন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ২ ধারা বলে প্রতিস্থাপিত


ধারা ১৩ক জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন আইন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ৬ ধারা বলে সন্নিবেশিত।

ধার ১৬ক জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সংশোধন আইন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ৭ ধারা বলে সন্নিবেশিত।



ধারা ১৭ক জাতীয় পরিচয় নিবন্ধন সংশোধন আইন,২০১৩ (২০১৩ সানির ৪০  নং আইন)  এর ৮ ধারা বলে সন্নিবেশিত।






  • জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০
  • পরিচয় নিবন্ধনের জন্য নির্ধারিত পদ্ধতিতে কমিশনের নিকট আবেদন করিতে হইবে
  • জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য আইন
  • জাতীয় পরিচয় পত্র নিবন্ধন বিধিমালা
  • জাতীয় পরিচয় পত্র সংশোধন ২০২২
  •  জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
  •  জাতীয় পরিচয় পত্র দ্বারা পূর্বে নিবন্ধন করা হয়নি
  •  জাতীয় পরিচয় পত্র নম্বর
  •  জাতীয় পরিচয় পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন
  •  নিবন্ধন ফরম জাতীয় পরিচয় পত্র -
  • জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন উপজেলা নির্বাচন অফিস
  • নাগরিক পরিচয় পত্র
  •  ভোটার তালিকা আইন
  •  মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র
  •  ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র চেক
  •  জাতীয় পরিচয় পত্র সংশোধনের সুযোগ
  • ভোটার হওয়ার আগেই জাতীয় পরিচয় পত্র কোশ্চেন অর্ধকোটি নাগরিক
  • নতুন জাতীয় পরিচয় আবেদন, নবায়ন ও নিবন্ধন ২০১৫
  • কি সেবা কিভাবে পাবেন কোন জেলা নির্বাচন অফিস
  • জাতীয় পরিচয় পত্র সংশোধন সম্পর্কিত বৃষ্টি কমন প্রশ্নের উত্তর
  • অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই
  • নতুন জাতীয় পরিচয় পত্র পাওয়া যাবে ১৮বছর পূর্ণ হলে
  • জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান ও ডাউনলোড


ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য নতুন একটি ফর্ম তৈরি করা হয়েছে প্রতিটি ফর্মে নম্বরযুক্ত এবং প্রশাসনের ক্ষুদ্রতম জিও কোড এর সাথে সামঞ্জস্যপূর্ণ 


জাতীয় পরিচয় পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন ফরম নং-২































Previous Post
Next Post
Related Posts