গাংনী উপজেলার বিস্তারিত ,নামকরণ,ঐতিহ্য


গাংনী উপজেলার নামকরণ কিভাবে হয়েছে

 গাংনী নামের সাথে যুক্ত হয়ে আছে এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ পরিচয়,  গাংনী পদ টি এখানে প্রধান, নদীর মৃতপ্রায় ধারাকে এলাকার মানুষ গাং বা গাঙ  বলে ,অনুমান করা হয় যে, গাঙের অবহিত কার এ এলাকায় প্রথম বসতি স্থাপনকারী মানুষেরা অন্যদের বসবাসে উদ্বুদ্ধ করার জন্য এই এলাকায় গাং অর্থাৎ নদী নেই এমন ঘোষণা দেয় পরবর্তীতে হয়ে যায় গাংনী এলাকায় মানুষেরা নেই বোঝাতে উচ্চারণ করে গাংনীর নামকরণের বিভিন্ন আরেকটি যুক্তিও পাওয়া যায়, পশ্চিমে কাজলা নদী এবং পূর্বে মাথাভাঙ্গা নদীর মধ্যবর্তী দুয়ার অঞ্চলে থানার অবস্থান, সে অর্থে নদীর প্রধান উৎস গঙ্গা, না মনে করার কারণে খরস্রোতা মাথাভাঙ্গা কে একসময় এলাকার মানুষ গাংনী বলে ডাকত, গাংনী থেকে গাংনী বা গাঙ শব্দের উৎপত্তি, নামকরণের মূলত এ অঞ্চলের নদী সম্পৃক্ততার পরিচয় ফুটে উঠেছে।

 গাংনী উপজেলার ঐতিহ্য কি

 ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটি-১৮৫৯  সালে স্থাপিত ধ্বংসপ্রায় এই নীলকুঠি, ইট, চুন- সুরকি দ্বারা নির্মাণ করা হয়, এর লোহার গেটের তালি দিয়ে তৈরি, এইট পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।



গাংনী উপজেলার বিস্তারিত 

গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদ


  •  কাথুলী
  •  তেতুলবাড়িয়া
  •  কাজিপুর
  •  বামন্দী
  •  মটমুড়া
  •  ষোলটাকা
  •  সাহারবাটি
  •  ধানখোলা
  •  রায়পুর

কালের সাক্ষী বহনকারী মাথাভাঙ্গা নদীর তীরে গড়ে ওঠা আলমডাঙ্গা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চলগুলো জাহাঙ্গীর ইউনিয়ন,  পরিক্রমায় আজ  গাংনী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুউজ্জল।



নাম

৫নংগাংলি ইউনিয়ন পরিষদের তথ্য 

আয়তন

৯৯৭৭ একর

লোক সংখ্যা

২৬৫৯০জন

গ্রামের সংখ্যা

১৩টি

মৌজা

১০টি

হাট/ বাজার

২টি

উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম

বাস

শিক্ষার হার

৭০% 

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫টি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

৪টি

উচ্চ বিদ্যালয়

২টি

মাদ্রাসা

৬টি

দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান

মুহম্মদ রেজাউর রহমান

ঐতিহাসিক স্থান

কানাইনগর নীলকুঠি

গ্রাম গুলোর নাম

  মুচাই নগর, শালিকা, নাম্বার, আসমানখালী, গাংনী, বড় গাংনী, ছোট গাংনী, কানাইনগর, গোলাপনগর, ফুল বগাদি, নিমতলা, শাহপুর, বড়ভিটা, রম্নগর

ইউনিয়ন গ্রাম পুলিশের সংখ্যা

১০ জন




নাম

৩নংগাংলি ইউনিয়ন পরিষদের তথ্য 

আয়তন

৪১১.১৯ একর

লোক সংখ্যা

২০৬০৮ জন

গ্রামের সংখ্যা

১০টি

মৌজা

০৩টি

হাট/ বাজার

২টি

উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম

বাস

শিক্ষার হার

৪১.৫২% 

সরকারি প্রাথমিক বিদ্যালয়

১০টি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

৪টি

উচ্চ বিদ্যালয়

২টি

মাদ্রাসা

৬টি

দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান

সিকদার উজির আলী 

ঐতিহাসিক স্থান

কানাইনগর নীলকুঠি

গ্রাম গুলোর নাম ও জনসংখ্যা

  দারিয়ালা-৩৪৮৪ জন, চর দারিয়ালা-১৩০২ জন, চর কান্দি-১৬৯০ জন, নগরকান্দি-১৬৩৭ জন,জিবনতলা-৭১৪ জন, নন্দীগ্রাম-৭০১ জন, জয়খা- ৬৯৬ জন,গাংনী-৬৭৯৭জন, মাদারচর-১৭ ৩৩জন

ইউনিয়ন গ্রাম পুলিশের সংখ্যা

১০ জন

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

১ টি



গাংনী উপজেলার মানচিত্র



১৫ই নভেম্বর থেকে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কটি।

২০২৩ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন কে ছাড়িয়ে যেতে পারে ভারত।


Previous Post
Next Post
Related Posts