শিক্ষক বদলি সেবা প্রদান পদ্ধতি । প্রাথমিক সহকারী শিক্ষকদের বদলি কিভাবে Method of providing teacher transfer service. How to transfer primary assistant teachers


 শিক্ষক বদলিসেবা প্রদান পদ্ধতি Method of providing teacher transfer service

প্রাথমিক সহকারী শিক্ষকদের বদলি কিভাবে How to transfer primary assistant teachers


 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির কাজ ঠিক হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যার এর মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে সংক্রিয় ভাবে শিক্ষক বদলি যোগ্য কিনা বা কোন বিদ্যালয়ের বদলি হবেন, তা নির্ধারিত হবে।


শিক্ষকবৃন্দ বদলির জন্য যে সকল ক্ষেত্রে আবেদন করেন In which cases where teachers apply for transfer


(১) একই উপজেলা/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, (২) একই জেলার মধ্য আন্তঃউপজেলা/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৩) একই বিভাগের বিভিন্ন জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (৪)  বিভিন্ন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে বদলির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে দাখিল করতে হয় শূন্য থাকায় এবং বদলির নীতিমালা পূরণ সাপেক্ষে একই উপজেলার উপজেলা শিক্ষা অফিসার, একই জেলার বিভিন্ন উপজেলার মধ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, একই বিভাগের বিভিন্ন জেলার মধ্য বিভাগীয় উপ- পরিচালক এবং বিভিন্ন বিভাগের মধ্যে পরিচালক বদলির অনুমতি/ আদেশ জারি করেন। তবে বিভিন্ন পর্যায়ের শিক্ষক বদলির ক্ষমতা কারণে বা বিশেষ প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন করা হয়। মহাপরিচালক ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বদলির আদেশ জারি পূর্বে ১  ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়।








সেবা প্রাপ্তির সময় সাধারণত- ২-২০ দিন

বদলির কার্যক্রম শুরু হবে- (পনেরো) ১৫ই সেপ্টেম্বর ২০২২


 প্রয়োজনীয় ফি- বিনামূল্যে


 সেবা প্রাপ্তির স্থান-

১. উপজেলা শিক্ষা অফিস

২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস

৩. ডিডি অফিস

৪.প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী


১।  উপজেলা শিক্ষা অফিসার

২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

৩। বিভাগীয় উপ- পরিচালক

৪। মহাপরিচালক, ডিপিই


প্রয়োজনীয় কাগজপত্র

ক আবেদনপত্র

খ মাসিক হাজিরা


ক্ষেত্রমতে- কাবিননামা, স্বামী/স্ত্রীর কর্মস্থলের বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র

চাকরির বহির প্রথম ৫  পাতার ফটোকপি,

 নদী ভাঙ্গনের স্থায়ী ঠিকানা বদলি জনিত কারণে বদলির ক্ষেত্রে  সহকারি কমিশনার ( ভূমি) এর প্রত্যয়ন পত্র ইত্যাদি


সেবা প্রাপ্তির শর্তাবলী


১। চাকুরীর মেয়াদ দুই বছর হতে হবে

২। বদলি হওয়ার পর ১ বছরের মধ্যে আবেদন করা যাবে না

৩। প্রশাসনিক কারণে বলে ১ বছরের মধ্যে বদলির আবেদন করা যাবে না

৪। পারস্পারিক বদলির ক্ষেত্রে চাকরির কমপক্ষে এক বছর থাকতে হয়


সংশ্লিষ্ট আইন ও বিধি

—---------------------

 নীতিমালাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

—------------  এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট

—---------  পাওয়া যাবে


সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের কারী কর্মকর্তা


১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

২। বিভাগীয় উপ- পরিচালক

৩। মহাপরিচালক 

এখানে যোগাযোগ করতে বলা হয়েছে যদি কোনো কারণবশত সেবা পেতে ব্যর্থ হন সে ক্ষেত্রে। 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নির্দেশিকা ২০১৮ pdf

৩০-১০-২০১৮


২০১৩  সনের পূর্বে জারিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা বদলি সংক্রান্ত  (৩৮১) pdf

২৫-০৬-২০১৯


সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলি নির্দেশিকা (সংশোধন) pdf

০৪-৩-২০১৯








Previous Post
Next Post
Related Posts