Senior Grade Scale Archives // উচ্চতর গ্রেডের স্কেল মঞ্জুর ২২-০৬-২০২২

 


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর ১৭০১

অফিস আদেশ 

স্মারক নং -১২.২১.০০০০.০০৫.৩৪.০০১.২২.৭১৫২


উচ্চতর গ্রেড মঞ্জুরী  জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুচ্ছেদ-৭/১ এর আলোকে এবং মহাপরিচালক নিম্নবর্ণিত কর্মচারীদের নিকট হতে ভবিষ্যতে অডিট আপত্তি কিংবা মন্ত্রণালয় কর্তৃক কোন আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী অতিরিক্ত উত্তোলিত/ আহরিত অর্থপ্রদানের বাধ্য থাকিবেন মর্মে অঙ্গীকার নামা গ্রহণ সাপেক্ষে তাদের চাকুরীর ১০  বছর পূর্তি হওয়ায় নামের পাশে উল্লেখিত তারিখ বেতন স্কেল গ্রেড উচ্চতর গ্রেড স্কেল মঞ্জুরী করা হলো।


গত ২২/০৬/২০২২  তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর স্মারক নং -১২.২১.০০০০.০০৫.৩৪.০০১.২২.৭১৫২ মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে ১০ বছর পূর্তি  হওয়ায় ২৯ জনকে উচ্চতর গ্রেড প্রদান করেন মোঃ মাহমুদুল হাসান সিনিয়র সহকারী পরিচালক প্রশাসন।


অঙ্গীকারনামা যেভাবে নেওয়া হয়ে থাকে

 অঙ্গীকার করিতেছি যে, আমি …………………… পদবি…………… বিভাগ/ কেন্দ্র/ শাখা……… জাতীয় বেতন স্কেল ২০১৫ ………. অনুচ্ছেদ ৭/১  এবং ইনস্টিটিউটের অফিস আদেশ নং  -১২.২১.০০০০.০০৫.৩৪.০০১.২২.৭১৫২ তারিখ ২২/০৬/২০২২ খ্রিস্টাব্দ মোতাবেক……  গ্রেট হতে ……….. grade-a উচ্চতর স্কেল বেতন ভাতাদি গ্রহণ করার পর উচ্চতর গ্রেড স্কেল প্রদান সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা আরোপিত হলে উত্তোলনকৃত অতিরিক্ত অর্থ  ফেরত প্রদানে বাধ্য থাকিব








Previous Post
Next Post
Related Posts