Senior Grade Scale Archives উচ্চতর গ্রেড ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে কারা পাবেন, কারা পাবেন না

 


উচ্চতর গ্রেড ১০ বছর পূর্তিতে ও ১৬  বছর পূর্তিতে উচ্চতর গ্রেড কারা পাবেন, কারা পাবেন না বিস্তারিত দেখুন।
Senior Grade Scale Archives 

উচ্চতর গ্রেড -  একই পদে ১০ বছর চাকরির বয়স পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়  সরকারি কর্মচারীগণ, একই পদে পরবর্তী ১৬  বছর পূর্তিতে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন।  পদোন্নতি না হলে একই পদে কর্মরত থাকলে চাকরি জীবনের মোট দুটি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। অতীতের টাইম স্কেল সিলেকশন গ্রেড থাকলেও বর্তমানে শুধুমাত্র উচ্চতর গ্রেড  আছে। 


সরকারী চাকুরীজীবিদের মধ্যে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয় ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার আগে ছিল না।  এর আগে টাইম স্কেল ছিল, সিলেকশন গ্রেড ছিল এখন সেটি কাছাকাছি রেখে দুটি উচ্চতর গ্রেড আনা হয়েছে। যা ১০ বছর পূর্তিতে ও ১৬ বছর পূর্তিতে যদি প্রমোশন না পান সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড দেওয়া হয়ে থাকে।


যারা ব্লগ পোস্ট বা একই পদে থেকে পদোন্নতি বঞ্চিত হন, তাদের সুবিধার্থে মূলত উচ্চতর গ্রেড। ২০১৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে জাতীয় বেতন স্কেল ঘোষণা হলে তারপরে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর তারিখ থেকে পরিপত্র জারি করা হয়।


উচ্চতর গ্রেড প্রাপ্তির  শর্ত

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি সন্তোষজনক চাকরির ব্যাখ্যা সন্তোষজনক চাকরিতে কর্মচারীদের (এসিআর) ACR ভালো থাকতে হবে। বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)DPC এর মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এর অনুমোদন গ্রহণপূর্বক অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়টি নিষ্পত্তি করবেন।


 উচ্চতর গ্রেড কারা পাবেন পাবেন না

একই পদে কর্মরত কর্মচারীরা ততোধিক উচ্চতর স্কেল স্কেল/ সিলেকশন গ্রেড যে নামে অভিহিত হোক না কেন উচ্চতর স্কেল স্কেল/ সিলেকশন গ্রেড পাইয়া থাকলে তিনি এই অনুচ্ছেদের অধীনে উচ্চতর গ্রেড দিবেন না।


একই পদে কর্মরত কর্মচারী একটিমাত্র উচ্চতর স্কেল/ সিলেকশন গ্রেড যে নামেই অভিহিত হোক না কেন থাকিলে উচ্চতর গ্রেড/ উচ্চতর স্কেল টাইম স্কেল/ সিলেকশন গ্রেড তারিখ হইতে পরবর্তী ছয় বছর পূর্তির পর ৭ম বছরের পরবর্তী উচ্চতর গ্রেড  প্রাপ্য হইবেন।


একই পদে কর্মরত কর্মচারীগণ উচ্চতর স্কেল/গ্রেড

একই পদে কর্মরত কর্মচারীগণ উচ্চতর স্কেল টাইম স্কেল/ সিলেকশন গ্রেড যে নামেই অভিহিত হোক না কেন পাইয়া থাকিলে সন্তোষজনক চাকরিতে তিনি ১০ বছর পূর্তিতে ১১তম  বছরের পরবর্তী উচ্চতর গ্রেড  দিবেন।


উচ্চতর গ্রেডের জন্য কিভাবে আবেদন করবেন


 বরাবর

 আঞ্চলিক পরিচালক

 বাংলাদেশ বেতার রংপুর

 মাধ্যম -যথাযথ কর্তৃপক্ষ


 বিষয়-  চাকরির ১০ বছর পূর্তিতে উচ্চতর স্কেল/গ্রেড পাওয়ার জন্য আবেদন।


 জনাব

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনে অনুষ্ঠান সচিব পদে কর্মরত আছি ,আমি গত ২০১১ সালের ২০ সেপ্টেম্বর যোগদান করি ২১ সালের ১৯  সেপ্টেম্বর আমার চাকরির  কাল ১০  বছর পূর্ণ হয়।

আমার চাকরি সংক্রান্ত তথ্যাবলী জনাবের সদয় জ্ঞাতার্থে পেশ করা হল।


  • নাম
  •  পদবী
  •  বর্তমান কর্মস্থল
  •  প্রথম যোগদানের তারিখ
  •  চাকরি স্থায়ীকরণের আদেশ
  •  বর্তমান প্রাপ্ত বেতন গ্রেড ও স্কেল
  • ১০ বছর পূর্তির তারিখ
  • ১০ বছর পূর্তিতে বেতন গ্রেড স্কেল
  •  চাকুরীকালীন ধারাবাহিকতা ক্ষুন্ন আছে কিনা
  •  বিভাগীয় মামলা আছে কিনা
  •  চাকরিকাল সন্তোষজনক এই মর্মে বিগত ৩  বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংযুক্ত আছে কিনা।

 অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন, চাকুরীকাল ১০ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।


 বিনীত নিবেদক



অনুষ্ঠানসূচি 

বাংলাদেশ বেতার রংপুর


সংযুক্তি

  • ৩ বছরের  এসিআর
  • চাকুরী স্থায়ীকরণের আদেশ এর ফটোকপি
  •  নিয়োগ পত্রের ফটোকপি
  •  যোগদান পত্রের ফটোকপি



Previous Post
Next Post
Related Posts