DYD Training Circular // যুব উন্নয়ন অধিদপ্তর এ বিভিন্ন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)-এ ২০২৩ জানুয়ারি শিক্ষাসময়ের ৬ মাস ও তিন মাস মেয়াদী সময় চুক্তিতে ফ্রি প্রশিক্ষণার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Department of Youth Development DYD এ “১০টি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণে” প্রশিক্ষণার্থী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের সরকারের বিভিন্ন সুযোগে প্রকৃত নাগরিকদের অনুদানসহ সরকারিভাবে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। 

যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD- ১০ টি পদে সারা দেশে নিজ জেলায় হাজার হাজার জনকে ২০ থেকে ৩৫ বছরের বেকার যুবক নারী ও পুরুষদের মধ্যে প্রচুর সংখ্যক প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। পদগুলোতে পুরুষ ও নারী প্রার্থীগণই আবেদন করতে পারবেন । ১০টি বিভিন্ন কোর্সে ফ্রি যুব উন্নয়ণ প্রশিক্ষণ আবেদন শুরু ২৭ ও ২৮শে ডিসেম্বর ২০২২ তারিখে সরাসরি সাক্ষাতের মাধ্যমে, সরাসরি আবেদন করার জন্য  নিচে প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন সুবিধাসহ নিয়োগের পদ এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

Department of Youth DYD Training  Details


যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)
১। কোর্সের নামঃ কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ বা সমমান
পদের সংখ্যাঃ প্রতি কেন্দ্রে ৭০ জন
প্রশিক্ষণ ফিঃ নেই
প্রশিক্ষণের মেয়াদকালঃ ০৬ মাস
প্রশিক্ষণ ভাতাঃ দৈনিক ১৫০/- (উপস্থিতির ভিত্তিতে)

যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)
২। কোর্সের নামঃ প্রফেশনাল গ্রাফিক্স (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ বা সমমান
পদের সংখ্যাঃ প্রতি কেন্দ্রে ৫০ জন
প্রশিক্ষণ ফিঃ নেই
প্রশিক্ষণের মেয়াদকালঃ ০৬ মাস

যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)
৩। কোর্সের নামঃ ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ বা সমমান
পদের সংখ্যাঃ প্রতি কেন্দ্রে ১০ জন
প্রশিক্ষণ ফিঃ নেই
প্রশিক্ষণের মেয়াদকালঃ ০৬ মাস

১০টি বিভিন্ন  কোর্সে নিজ জেলায় প্রশিক্ষণের সুযোগ পেতে বিস্তারিত দেখুন


Department of Youth DYD Training Apply Process


প্রতিষ্ঠানের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.dyd.gov.bd/
আবেদনের পদ্ধতিঃ সরাসরি আবেদন করতে হবে
বয়সসীমাঃ  ১৮ থেকে ৩৫ বছর
কোর্স ফিঃ নেই
নাগরিকত্বঃ বাংলাদেশি



ভর্তির জন্য সাক্ষাৎকারের শেষ তারিখঃ ২৭ ও ২৮শে ডিসেম্বর, ২০২২  

ক্লাস শুরু: ১লা জানুয়ারি, ২০২৩

যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD) -এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ পদে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ প্রাপ্যতার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানেঃ





যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD)  - এ বিভিন্ন পদে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ প্রাপ্যতার জন্য সরাসরি সকাল ৯:০০ টা থেকে দুুপুর ০১:০০ টা  , ২০২২ তারিখের মধ্যেই সরাসরি আবেদন করুন এ ঠিকানায়ঃ

উপপরিচালক, যুব ‍উন্নয়ন অধিদপ্তর, নিজ জেলা।
অথবা
অর্ডিনেটর, ডেপুটি কো-অর্ডিনেটর,যুব উন্নয়ন অধিদপ্তর, নিজের জেলা।


যুব উন্নয়ন অধিদপ্তর (Department of Youth Development DYD) - এ প্রশিক্ষণার্থী নিয়োগ প্রাপ্যতার জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আবেদন করুন। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি টি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেনতাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Previous Post
Next Post
Related Posts