সরকারী চাকরিজীবীদের মৃত্যু পরবর্তী পারিবারিক পাওনাদি // Posts death Family Allowance of Government Servants

 


সরকারী চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবার যেসব পেনশন, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ছাড়া ও অন্যান্য যেসব আর্থিক সুবিধা পাবেন ঃ

সরকারী চাকুরিজীবী হিসেবে কেউ মারা গেলে তার পরিবার সরকারিভাবে যে সকল সুবিধাদি প্রাপ্য তার প্রয়োজনীয় ডকুমেন্টসহ পোস্ট করা হলো।

সরকারী চাকুরিজীবীর মৃত্যুর ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে। এক বছরের মধ্যে যথাযথ কারণ ব্যাখ্যাসহ আবেদন না করলে দাবি তামাদি হয়ে যাবে । 

সরকারী চাকুরিজীবীর মৃত্যুর পর তার পরিবার পাবেঃ

After the death of a Government Servant his/her family will get:

১। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন মঞ্জুরি ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা ।

২। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে যৌথ বীমা এককালীন ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ।

৩। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাফন কাফন/অন্তোষ্ট্রিক্রিয়া বাবদ ৩০,০০০/-  (ত্রিশ হাজার) টাকা ।

৪। কল্যাণ তহবিল থেকে দাফন কাফন/অন্তোষ্ট্রিক্রিয়া বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ।

৫। কল্যাণ তহবিল থেকে মৃত ব্যাক্তির পরিবার কে ১৫ বছর পর্যন্ত প্রতি মাসে ২,০০০/- (দুই হাজার) করে মোট ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা । [কল্যাণ তহবিল থেকে এই টাকা নিতে হবে প্রতি মাসে চেয়ারম্যান এর নিকট হতে স্বামী/স্ত্রী বিয়োগের পর পরবর্তী বিবাহ না করার সনদ জমা দিতে] হবে।

৬। কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং জটিল ও দূরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ।

৭। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা ।


সরকারী চাকরিজীবীদের মৃত্যু পরবর্তী পারিবারিক পাওনাদি (Posts death Family Allowance of Government Servants) এ সকল টাকা পেতে হলে অবশ্যই ছয় মাসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। সর্বোচ্চ এক বছরের মধ্যে আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তীতে আবেদন করলে আপনার আবেদন তামাদি হয়ে যাবে ।

সরকারী চাকরিজীবীদের মৃত্যু পরবর্তী পারিবারিক পাওনাদি পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহে রাখুন ঃ










সকল ধরণের সরকারী/বেসরকারী চাকরির খবর পেতে পেজের সঙ্গেই থাকুন ।

Previous Post
Next Post
Related Posts