সরকারী চাকুরিতে যোগদানের আগেই জেনে নিন পুলিশ ভেরিফিকেশন করতে কি কি প্রয়োজন



সরকারী চাকুরিতে যোগদানের আগেই জেনে নিন পুলিশ ভেরিফিকেশন করতে কি কি প্রয়োজন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department LGED) - এ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব কাঠামোভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আগেই। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশ । সরকারী চাকুরির জন্য পুলিশ ভেরিফেকেশন আপনারা যারা এমসিকিউ/লিখিত/মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন তাদের সরকারী চাকুরিতে যোগদান করতে হলে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। আপনারা যারা যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন তারা সরকারী চাকুরিতে যোগদানের আগেই জেনে নিন পুলিশ ভেরিফিকেশন করতে কি কি প্রয়োজন !

পুলিশ ভেরিফিকেশ এর জন্য প্রমাণ হিসেবে জমা দিতে হবে। 

যেমন: ছবি, বাংলায় নাম, পিতার নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র(NID), পিতার নাম বাংলায় ও ইংরেজীতে, মৃত হলে সনদ, লিঙ্গ, রক্তের গ্রুুপ, জন্মনিবন্ধন নম্বর, জন্মস্থান, ও চেয়ারম্যান সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদ, । ভাড়াটিয়া হলে বাড়িওয়ালার NID. বিদ্যু’ বিল, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া কর্তৃক ২০০ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র, প্রবাসী হলে ভিসার সিল ও তারিখসহ পাসপোর্টর কপি। নিবন্ধন ফরমের ৩৪ ও ৩৫ নম্বর সনাক্তকারী হিসেবে বাবা, মা। নিবন্ধন ফরমের যাচাইকারী হিসেবে পাসওয়ার্ড স্বাক্ষর করতে হবে। সকল সনদের সফট কপি ও হার্ড কপি প্রমাণ হিসেবে জমা দিতে হবে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department LGED) এর রাজস্ব কাঠামোভুক্ত

পুলিশ ভেরিফিকেশ এর জন্য যাচাই করবেন 

২।জন্ম সূ্ত্রে বাংলাদেশের নাগরিক কিনা

৩।শিক্ষাগত যোগ্যতা সঠিক আছে কিনা

৪।মামলা আছে কিনা যাচাই করা 

৫।বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই

৬।কোন রাজনৈতিক দলের সদস্য আছে কিনা তা যাচাই

যে ঠিকানায় আবেদন করবেন

পুলিশ সুপার এর কার্যালয় জেলা বিশেষ শাখা

(পুলিশ ভেরিফিকেশ ফরম)





কি কি কারনে পুলিশ ভেরিফিকেশন লাগে

১।সরকারি চাকরি এর জন্য জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশন

২।চাকরি স্থায়ী এর জন্য জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশন

৩।চাকরিতে পদোন্নতির জন্য জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশন

অনলাইনে পুলিশ ভেরিফিকেশ পেতে

অনলাইনে পুলিশ ভেরিফিকেশ পেতে এখন খুব সহজে অনলাইনে আবেদন করার সাথে সাথেই আপনি এক মিনিটের মধ্যেই পুলিশ ভেরিফিকেশ এর জন্য আবেদন করতে পারেন পুলিশ ভেরিফিকেশ নেওয়া এখন খুব সহজ আপনি ঘরে বসেই পুলিশ ভেরিফিকেশ সার্টিফিকেট নিতে পারেন। অনলাইন পুলিশ ভেরিফিকেশ এখন ঝামেলা মুক্ত অনলাইনে ঘরে বসে পুলিশ ভেরিফিকেশ এর জন্য আবেদন করার ৭ কর্মদিবসের মধ্যে আপনি পুলিশ ভেরিফিকেশ পেতে পারেন । যদি আপনি অনলাইনে সঠিক তথ্যদি এবং পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সকল কাগজপত্র সাবমিট করতে পারেনঝামেলা ছারাই এখন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স পেতে বিস্তারিত দেওয়া হল।


পুলিশ ভেরিফিকেশ কি ? কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে ? প্রথমে আবেদনের নিয়মাবলী সম্পর্কে ।

আবেদন ফরম এর প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশ সম্পন্ন হবে আবেদন ফরমের তৃতীয় ধাপের প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করুন ।


পুলিশ ভেরিফিকেশ সার্টিফিকেট পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী ।


১।আবেদনকারীর কমপক্ষে ৩ মাস নিয়ে সম্পূর্ণ পাসপোর্ট থাকতে হবে ।


২।আবেদনকারীর এ উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারী যার জন্য পুলিশ ভেরিফিকেশ সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।


 ৩। ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানায় প্রমাণস্বরূপ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদপত্র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদ পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করিতে হইবে।


৪।বাংলাদেশের অভ্যন্তরে চাকরি কিংবা অন্যকোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করুন। 


প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ যে সকল জিনিস আপনার পুলিশ ভেরিফিকেশ এর জন্য জমা দিতে হবে


১।অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র।

২। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সত্যায়িত তথ্য পাতার স্ক্যান কপি।


পুলিশ ভেরিফিকেশ এর জন্য আবেদনের নিয়মাবলী


প্রথম ধাপ  ১  ।অনলাইন পুলিশ ভেরিফিকেশ সার্টিফিকেট ওয়েবসাইট নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্য পক্ষের পুলিশ ভেরিফিকেশ এর জন্য আবেদন করতে পারবেন। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন ।


দ্বিতীয় ধাপ ২। নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ভেরিফিকেশ সাইটে লগিন করার পর এপলাই মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।


তৃতীয় ধাপ ৩। আবেদন ফরম এর প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে। 


চতুর্থ ধাপ ৪। আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহের স্ক্যান কপি আপলোড করুন।


পঞ্চম ধাপ ৫। আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্টি কৃত সকল তথ্য দেখানো হবে আবেদনের কোন ভুল থাকলে তা পরবর্তী ধাপ সমূহ ফেরত গিয়ে পরবর্তী করা যাবে তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোনো পরিবর্তন করার সুযোগ থাকবে না।

ষষ্ঠ ধাপ ৬। চালান এর মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরন করুন।

Previous Post
Next Post
Related Posts