ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত আসামীর আপিল দায়েরের ক্ষেত্রে করণীয়

 


ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত আসামীর আপিল দায়েরের ক্ষেত্রে করণীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।

বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 


ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত আসামীর আপিল দায়েরের ক্ষেত্রে করণীয় pdf দেখুন


 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস ।

বাংলাদেশ সরকারি রুলস সরকারি নিয়ম অনুযায়ী 


 ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামির আপিল দায়েরের ক্ষেত্রে

  1. সাজাপ্রাপ্ত আসামির পক্ষে নিয়োজিত বিজ্ঞ আইন নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালতের নাম নম্বর চাহিত কাগজপত্রাদি বিষয় উল্লেখ পূর্বক কর্মকর্তা জেলা জেলখানা রেকর্ডরুম ঢাকা শহীদ নকল প্রাপ্তির জন্য সহিমহরী আবেদন করতে হবে।
  2.  সহিমহরী নকল প্রাপ্তির জন্য আবেদন প্রয়োজনীয় এবং কোট ফি জমা দিতে হবে।
  3.  সাজাপ্রাপ্ত আসামির পক্ষে বিজ্ঞ আইনজীবী করতে হবে সে ক্ষেত্রে অ্যাডভোকেটকে বার কর্তিক ওকালতনামা দাখিল করতে হবে।
  4.  নির্ধারিত মূল্যমানের ৩০ কোট ফি টাকা লাগাতে হবে।
  5.  নকল প্রাপ্তির পর বিজ্ঞ আইনজীবী আসামির বিরুদ্ধে আপিল মামলা দায়ের আপিল মামলা প্রস্তুত করবেন এবং বিজ্ঞ জেলা বরাবর আপিল মামলা দায়ের করবেন।
  6.  আপিল আবেদনের ১০ টাকার কোট ফি জমা দিতে হবে।
  7.  বিজ্ঞ আইনজীবী কর্তৃক একই সাথে অন্তবর্তীকালীন জামিন আবেদন দাখিল করতে পারবে সে আবেদনে টাকার কোট ফি জমা দিতে হবে।
  8.  মামলা তামাদি দুষ্টু হলে তামাদি মামলা আবেদন দাখিল করতে পারবেন সে আবেদনের দশ টাকা করে জমা দিতে হবে ।

Previous Post
Next Post
Related Posts