অর্পিত লীজকৃত সম্পত্তি নাম এর পরিবর্তন সেবা প্রদান পদ্ধতি জানুন

 


সংশ্লিষ্ট আইন ও বিধি

 অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১

 ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ 

ভূমি মন্ত্রণালয়ের ২৬/০২/৯০ তারিখের১৬৯ নোংরামি নির্ধারণ সম্পর্কিত নির্দেশনা


অর্পিত সম্পত্তি নিজের নাম পরিবর্তনসহ লীজ নবায়ন সেবা প্রদান পদ্ধতি

অর্পিত লীজকৃত সম্পত্তি নাম এর পরিবর্তন সেবা প্রদান পদ্ধতি জানুন। সরকারি রুলস ভূমি উন্নয়ন কর অনলাইনে ভূমি কর রেন্ট সার্টিফিকেট মামলা নামজারি রিভিউ মিস কেস দেখতে পারবেন মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এমনকি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে ভূমির উপযুক্ত ব্যবহারের উপর। ভূমি মানুষের জন্মগত অধিকার হলেও ভূমির উপর মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থাপনা কখনোই ছিল না। অন্যদিকে ভূমি ব্যবস্থাপনা সুদীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় প্রশাসনের মুখ্য বৃত্তি হিসেবে পরিচালিত হয়ে আসছে এবং এর ইতিহাস ভূমি ব্যবস্থাপনার ইতিহাস মূলত আদিযুগ হিন্দু-মুসলিম ব্রিটিশ আমল এবং বর্তমান পাকিস্তান বাংলাদেশ আমল করব বিস্তৃত্ব ভূমি ব্যবস্থাপনায় মরুভূমির ক্রয় বিক্রয় সঠিক জরিপ, জমা-খারিজ, নামজারি, খাজনা, ভূমি উন্নয়ন, কর আদায়, খাস পরিত্যক্ত জমি, লিজ প্রদান, জলমহল, হাট-বাজার, ইজারা প্রদান উত্তরাধিকারসূত্রে জমি হস্তান্তর, বন্ধক জমির বিপরীতে ঋণ গ্রহণ ইত্যাদি।


 সহকারী ভূমি কমিশনার ভূমি অফিসে আবেদন প্রাপ্তির পর সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় প্রতিবেদন প্রাপ্তির পর শুনানির তারিখ ধার্য করে পক্ষগণকে নোটিশ প্রদান করা হয় ধার্য তারিখে শুনানি গ্রহণ এবং রেকর্ড পত্র যাচাই পূর্বক অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয় অনুমোদন অস্তে প্রস্তাব নথি উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয় ধার্যকৃত নির্মাণের জন্য নিজ গ্রহীতাকে পত্র প্রদান করা হয় এবং পরবর্তীতে ডিসিআর মূল নির্মাতা এবং সংরক্ষণ করা হয়ে থাকে উল্লেখ্য যে জেলা সদরের এলাকায় জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের অফিসে আবেদন করতে হয়।


সেবা প্রাপ্তির সময় সাধারণত ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে


 প্রয়োজনীয় কাগজপত্র


 নাম পরিবর্তনের জন্য কোন ফি নাই তবে নবায়ন ফি সরকার নির্ধারিত হারে দিতে হয়


 সেবা প্রাপ্তির স্থান


 উপজেলা ভূমি অফিস, সদর এলাকার জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়।

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী


 উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব


 প্রয়োজনীয় কাগজপত্র


  •  আবেদনপত্র
  •  মৃত্যুতে ওয়ারিশগণ আবেদন পত্র
  •  একাধিক আবেদন করলে তাদের আপত্তি পত্র
  •  সেবা প্রাপ্তির শর্তাবলী


 আবেদন করতে হবে 

দখল থাকতে হবে


Previous Post
Next Post
Related Posts