খতিয়ানের করণিক ভুল সংশোধনের জন্য করণীয়

 


খতিয়ানের করণিক ভুল সংশোধন

সংশ্লিষ্ট আইন ও বিধি

 অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ১৯৫৫

 ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ 

ভূমি মন্ত্রণালয়ের ২৬/০২/৯০ তারিখের১৬৯ নোংরামি নির্ধারণ সম্পর্কিত নির্দেশনা


সেবা প্রদান পদ্ধতির বিস্তারিত দেখুন

খতিয়ানের করণিক ভুল সংশোধনের জন্য করণীয় । আবেদন প্রাপ্তির পর সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় কোন আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়। আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করলে স্বাক্ষর করে আবেদনকারীকে দেওয়া হয় এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে রেকর্ড সংশোধন করা হয়।


  • সেবা প্রাপ্তির সময় সাধারণত 30 থেকে ৪৫ দিন

  • প্রয়োজনীয় ফি মোট ২৫৩ টাকা

  • সেবা প্রাপ্তির স্থান উপজেলা ভূমি অফিস

  • দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী (সহকারি কমিশনার ভূমি)


প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, পূর্ব লিজ গ্রহীতার বা অন্য সংশ্লিষ্টদের অনাপত্তিপত্র, ওয়ারিশান সনদপত্র


সেবা প্রাপ্তির শর্তাবলী

আবেদনপত্রের স্বপক্ষে কাগজ দাখিল

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১। এস এ এ্যান্ড টি এ্যাক্ট ১৯৫০

২। প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫

৩। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০


Previous Post
Next Post
Related Posts