রাজশাহী জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলো Beautiful Heritage places of Rajshahi division

 


রাজশাহী জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলো Beautiful Heritage places of Rajshahi division

প্রাচীন স্থাপত্য নিদর্শন রাজশাহী জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে ঐতিবাহী বাঘা

শাহী মসজিদ পুঠিয়া রাজবাড়ি বড় মন্দির রাজশাহী পুঠিয়া মন্দির বরেন্দ্র গবেষণা জাদুঘর

রহমতউল্লাহ এর মাজার শহীদ জিয়া শিশু পার্ক শহীদ কামরুজ্জামান


১।পদ্মার পাড় জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক তিন কিলোমিটার কোর্টের
প্রধান রাস্তার পাশে রিকশা উল্টে যাওয়া যায়।
২।পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী রাজশাহী জেলা পুঠিয়া উপজেলায় অবস্থিত
স্থাপনাটি রাজশাহী শহর থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী শহর
থেকে অটো রিক্সা যোগে যাওয়া যায়।
৩।বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে রাজশাহী জিরো পয়েন্ট থেকে
আনুমানিক ৮০০ মিটার পশ্চিম দিকে প্রধান সড়কের উত্তরে অবস্থিত রিকশাতে
যাওয়া যায়।
৪।বাঘা মসজিদ রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে বাসযোগে যেতে হবে।
৫।রাজশাহি কলেজ রাজশাহী জিরো পয়েন্ট থেকে রিকশা বা অটোতে যাওয়া যায়।
৬।রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জিরো পয়েন্ট থেকে রিক্সা পাওয়া যায়।
৭।রাজশাহী সাধারণ গ্রন্থাগার রিক্সা  অটো তে যাওয়া যায়।
৮।শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা জিরো পয়েন্ট থেকে পশ্চিম
দিকে তিন কিলোমিটার প্রধান রাস্তার পাশে জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে
আনুমানিক তিন কিলোমিটার এর দিকে প্রধান রাস্তার উত্তর পাশে রিক্সা পাওয়া যায়।
৯।শাহ মখদুম এর মাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক এক

 কিলোমিটার রিক্সা ভারা করে যাওয়া যায় 

ভ্রমণের উপকারিতাঃ USEFULLNESS OF TRAVELLING

জীবনের প্রয়োজনে,চাকুরী সংক্রান্ত ব্যাপারে আপনাকে আপনার এলাকার সম্পর্কে দর্শনীয় স্থানসমূহ বিশেষ ব্যক্তিবর্গ এবং আপনার এলাকার বিশেষ বিশেষ কিছু নিয়ে মৌখিক পরীক্ষায় প্রশ্ন করতেই পারেন এবং ম্যাক্সিমাম সময় প্রশ্ন করে তাই আপনার এলাকা সম্পর্কে আপনার নিজের জানা উচিত তাই আপনার এলাকার সম্পর্কে আমরা খুঁটিনাটি সকল তথ্য তুলে ধরেছি। ভালোভাবে বাচাঁর তাগিদে যেমন সবসময় উন্নত জীবনযাত্রার কথা ভাবতে হয়। তেমনি মানুষিক সাস্থ্যের কথা ভেবে নিজ দেশে বা দেশের বাহিরে ঘুরতে যাওয়া ও প্রয়োজন। জেনে রাখা ভালো বাংলাদেশের বিভিন্ন জেলার দর্শনীয় স্থানসমূহ। নিজ জেলার বা অন্য যে কোন জেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রামসংখ্যা দেখুন আলাদা আলাদা জেলার ছবিগুলোতে।সারাবছর ভ্রমণের স্থানসমূহ উন্মুক্ত থাকলেও আমরা সাধারণত শীতকালে ভ্রমণ করতে স্বাচ্ছ্যন্দবোধ করি।

জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ NECESSARY TIPS FOR TRAVELLING

শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে। 

সাথে রাখুনঃKEEP WITH YOU

জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।

কোথায় যাবেনঃWHERE TO GO

বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্। 

কিভাবে যাবেনঃHOW TO GO

ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।


Previous Post
Next Post
Related Posts