খুলনা জেলার দাকোপ উপজেলা বিস্তারিত Detail of Dakup Upazila in Khulna

 


খুলনা জেলার দাকোপ উপজেলা বিস্তারিত

 Detail of Dakup Upazila in Khulna

খুলনা জেলা দাকোপ থানার বিস্তারিত

দাকোপ উপজেলার ইতিহাস

দাকোপ উপজেলা পশুর নদীর পাড়ে, সুন্দর শবনম দাকোপ উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। দাকোপের প্রশাসনিক অঞ্চল চালনায় অবস্থিত।  দাকোপের সাথে খুলনার বটিয়াঘাটা উপজেলা, পাইকগাছা উপজেলা এবং বাগেরহাটের মোংলা উপজেলার সীমানা রয়েছে।


দাকোপ থানার অর্থনীতি কৃষি এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল। বিস্তৃত এলাকা জুড়ে চিংড়িগুলো বাগদা চিংড়ির চাষ হয়। পূর্বে এই এলাকায় জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই জঙ্গল কেটে আবাদি জমিতে পরিণত করে বসতি স্থাপন শুরু করা হয়। শ্রুতিতে জানা যায় যে এখানকার ঝোপ-জঙ্গল দা দিয়ে কুপিয়ে নির্মল করা হয় তাই এখানকার নামকরণ করা হয় সাপ দাকুপি  । পরবর্তীতে দাকোপে নামের কিঞ্চিৎ সংশোধনঃ হয়ে দাকোপ নামের পরিণত হয়।


জেলা খুলনা

উপজেলা দাকোপ

সীমানা

দাকোপের মোট আয়তন ৯৯৯.৫৮ কিমি। উত্তরে বটিয়াঘাটা পূর্বে বটিয়াঘাটা ও রামপাল উপজেলা, দক্ষিণে সুন্দরবন ও পশ্চিমে পাইকগাছা উপজেলা।


দাকোপ উপজেলার ইতিহাস

Detail of Dakup Upazila in Khulna

ইতিহাস: ১৯১৩ সালে দাকোপ থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৩ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ৯ টি ইউনিয়ন  লাউডোব, কৈলাসগঞ্জ, বানিশান্তা, বাজুয়া, দাকোপ, কামারখোলা, সুতারখালী, পানখালী, তিলডাঙ্গা ‍ও একটি পৌরসভা চালনা, ২৬টি মৌজা ও শতাধিক গ্রাম নিয়ে দাকোপ থানা চলমান।



দাকোপ উপজেলার নামকরণ

জেলা 


খুলনা


উপজেলা


দাকোপ

দাকোপ উপজেলার সীমানা



উত্তরে বটিয়াঘাটা উপজেলা পূর্বে বটিয়াঘাটা ও রামপাল উপজেলা দক্ষিণে সুন্দরবন এবং পশ্চিমে পাইকগাছা উপজেলা।

দাকোপ উপজেলার দূরত্ব জেলা সদর হতে


২৬  কিলোমিটার

দাকোপ উপজেলার আয়তন


৯৯১.৯৮  বর্গ কিলোমিটার

দাকোপ উপজেলার জনসংখ্যা


১,৫৮, ৩০৯ জন ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী


পুরুষ

৭৯,২৯২ জন


মহিলা

৭৯,০১৭  জন 

দাকোপ উপজেলার লোকসংখ্যার ঘনত্ব


১৫৯ প্রতি বর্গ কিলোমিটারে

দাকোপ উপজেলার মোট ভোটার সংখ্যা


১২৯৬৯১ জন


পুরুষ ভোটার সংখ্যা

৬৫৭০৪ জন


মহিলা ভোটার সংখ্যা

৬৩৯৮৭ জন

বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার


- ০.৩৩%

মোট পরিবার থানা


২৯,৬০০ টি

নির্বাচনী এলাকা


খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা




গ্রাম


১০৬টি

মৌজা


২৬টি

ইউনিয়ন


০৯টি

পৌরসভা


১টি

এতিমখানা  সরকারি


০০টি

এতিমখানা বেসরকারি


৪টি

মসজিদ


১১৯টি

মন্দির


২৩৭টি

গির্জা


০৩টি

নদ-নদী


০৮টি 

হাট-বাজার


১২টি 

ব্যাংক শাখা


১২টি

পোস্ট অফিস 


১৭টি

টেলিফোন এক্সচেঞ্জ


১টি


দাকোপ উপজেলার কৃষি সংক্রান্ত

মোট জমির পরিমাণ


২ ৭,২২৮ হেক্টর


নীট ফসলী জমি


হেক্টর

মোট ফসলী জমি


১৮,৬৫৭ হেক্টর


দুই ফসলী জমি


১৬,৬২১ হেক্টর


মোট জমির  পতিত পরিমাণ


১,১৫৫ হেক্টর


গভীর নলকূপ


১২টি

অ  গভীর নলকূপ


৫৫০টি

নলকূপের সংখ্যা


৫৬২টি


 দাকোপ উপজেলার শিক্ষা সংক্রান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়


১১৩টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়


০ ০

জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়


০৫টি

সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়


০১টি

এবতেদায়ী মাদ্রাসা


৩৬টি

দাখিল মাদ্রাসা


২টি

আলিম মাদ্রাসা


৩টি

কলেজিয়েট স্কুল


১টি

সরকারি মহিলা কলেজ


১টি

কলেজ


৫টি

শিক্ষার হার


৫৬% 


দাকোপ উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


১টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


৭ টি

বেডের সংখ্যা


৫০টি

কর্মরত ডাক্তারের সংখ্যা


১টি

সিনিয়র নার্স সংখ্যা


৩ জন

সরকারি নার্স সংখ্যা


কমিউনিটি ক্লিনিক


১৭টি


দাকোপ উপজেলার ভূমি ও রাজস্ব সংক্রান্ত

মৌজা


২৬টি

ইউনিয়ন ভূমি অফিস


৫টি

পৌর ভূমি অফিস


১টি

কৃষি


৪৩১৯.১৫ একর

অকৃষি


১৯৩৭. ৫০ একর

বন্দোবস্তযোগ্য কৃষি


—-----

বাৎসরিক ভূমি উন্নয়ন কর দাবি


সাধারণ সংস্থা

বাৎসরিক ভূমি উন্নয়ন কর আদায়


সাধারণ

হাট বাজারের সংখ্যা


১২টি

মোট খাস জমি


৪৩১৮,২৬21


দাকোপ উপজেলার যোগাযোগ সংক্রান্ত

পাকা রাস্তা


৪৪০.০০ কিলোমিটার

অর্ধ পাকা রাস্তা


১১০.০০  কিলোমিটার

কাঁচা রাস্তা


২৯৫.০০ কিলোমিটার

  ব্রিজ/ কালভার্টের সংখ্যা


৬৮৭টি

নদীর সংখ্যা


০৮টি


 দাকোপ উপজেলার পরিবার পরিকল্পনা সংক্রান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


০৭টি

পরিবার পরিকল্পনা কিলিনিক


—- –

এম. সী. এইচ. ইউনিট


১০টি

সক্ষম দম্পতি সংখ্যা


৩৩.৩৩৫ জন


 দাকোপ উপজেলার মৎস্য সংক্রান্ত

পুকুরের সংখ্যা


৬১১০টি

বাগদা চিংড়ি খামারের সংখ্যা


৪০ টি

গলদা চিংড়ি খামারের সংখ্যা


৪৫৩০টি

সরকারি জলমহাল সংখ্যা


১১৪টি

উন্মুক্ত জলাশয়


০৮টি

বাগদা চিংড়ি হ্যাচারি সংখ্যা


০৪টি


দাকোপ উপজেলার প্রাণী সম্পদ

উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র


১টি

পশু ডাক্তারের সংখ্যা


১টি 

কৃত্রিম প্রজনন কেন্দ্র


১টি

পয়েন্ট সংখ্যা


—---

উন্নত হাঁস মুরগির খামারের সংখ্যা


৮৬৭টি

গবাদি পশুর খামার


৩৩টি

বয়লার মুরগির খামার


১৫০টি


দাকোপ উপজেলার সমাজ সেবা সংক্রান্ত তথ্যাবলী

বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা


৬,৮৪১ জন

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা ভোগী


৪৩৫২ জন

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগী


২০২০ জন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি


১১৪ জন

মুক্তিযোদ্ধা ভাতা ভোগীর সংখ্যা


৬৮ জন

মোট মুক্তিযোদ্ধার সংখ্যা


৬৮ জন

কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ


১টি

মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ


২টি

ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ


১৫টি

বহুমুখী সমবায় সমিতি লিঃ


১০৯টি

মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ


৩৭টি

যুব সমবায় সমিতি লিঃ


১১টি

আশ্রয়/ বহুমুখী সমবায় সমিতি


৫টি

কৃষক সমবায় সমিতি লিঃ


১২০টি

পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ


০৬টি

মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ


৭টি

ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ


২টি

অন্যান্য সমবায় সমিতি লিঃ


৫টি

চালক সমবায় সমিতি লিঃ


৩টি




দাকোপ উপজেলার মানচিত্র উপরে দেওয়া হলো আপনি এক নজরে দাকোপ উপজেলা দেখতে মানচিত্র ব্যবহার করতে পারেন।


শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক কর্ম -৩ 

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা 

সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৬ টি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৭টি

শিক্ষা প্রতিষ্ঠান

৫টি  প্রাথমিক বিদ্যালয়ের তথ্য

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

শিক্ষাপ্রতিষ্ঠান কাল

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা

দাকোপ উপজেলার চালনা কে সি সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯৪৭

১৫৬

দাকোপ উপজেলার সালনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯৫১

২৩৩

দাকোপ উপজেলার

খুলনা খাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯৪৯

২০৯

দাকোপ উপজেলার চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯২৪

১৬৩

দাকোপ উপজেলার

চুনকুড়ি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯২০

১২৮



উপজেলা শিক্ষা অফিস দাকোপ খুলনা 

একটি উন্নত, দক্ষ সচেতন জাতি গঠনের যে সুশিক্ষা ও সুনাগরিক তৈরি করা দরকার তার মূল ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা।  শিক্ষা কর্মকর্তাগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ এর মাধ্যমে শিক্ষকদের সকল প্রকার কাজ যথাযথ তদারকি করে আসছে। চালুকৃত উপবৃত্তি কর্মসূচি, বিদ্যালয় সুপারভিশন, স্কুল ফিডিং কর্মসূচি, শিক্ষক নিয়োগসহ অন্যান্য কাজকর্ম সুস্থ ভাবে চলছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ যথা সময়ে সম্পন্ন হয়েছে। কার্যক্রম এস এম সি গঠন ও প্রধানকে বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান কার্যক্রম যথাযথভাবে সম্পাদিত করছে। অত্র উপজেলায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এবং কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% উন্নতি হয়েছে ।



Previous Post
Next Post
Related Posts