জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২২PDF



 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান

 সেবার নাম জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২২ PDF

 সেবাপ্রাপ্তির ক্যাটাগরি

 কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর নিজের কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করালে জটিল ও ব্যয়বহুল রোগের দেশে বিদেশে চিকিৎসা সাহায্য তহবিল হতে চাকরি জীবনে এক বা একাধিকবার এর সর্বোচ্চ ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।


 চিকিৎসা অনুদান এর সেবার মৌলিক তথ্যবলি


চিকিৎসা অনুদান সেবা প্রদানকারী অফিসের নাম

চিকিৎসা অনুদান এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

চিকিৎসা অনুদান এর সেবা প্রাপ্তির স্থান

চিকিৎসা অনুদান পেতে প্রয়োজনীয় সময়

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা

৩টি  কমিটি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। কমেডি ৩টি  নিম্নরূপ-

১। স্থায়ী মেডিকেল বোর্ড

২।  যাচাই বাছাই কমিটির সুপারিশ

 ৩। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ঢাকা

৪৫  দিন 


চিকিৎসা অনুদান এর সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

১। আবেদন প্রাপ্তির পর সফট্ওয়ারে এন্ট্রি করে তালিকা তৈরি  এবং SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরি নম্বর, তারিক ও আবেদনের কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেওয়া হয়

২। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগের সঠিক তা নিম্নরূপ, কাগজ সমূহ পরীক্ষা-নিরীক্ষা এবং অর্থ সুপারিশের জন্য আবেদন পত্র সহ তালিকার হার্ডকপি গো ছবি স্থায়ী মেডিকেল বোর্ডে প্রেরণ করা হয়

৩।  মেডিকেল বোর্ড থেকে তালিকা ফেরত আসার পর সুপারিশকৃত অর্থ সফট্ওয়ারে তালিকা প্রেম করা, যাচাই কমিটির সভায় অর্থমন্ত্রী সুপারিশ করা হয়

৪।  পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয় এবং SMS এর মাধ্যমে মঞ্জুরীকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেওয়া হয়

৫। সেবাপ্রাপ্তির নামে মঞ্জুরীকৃত অর্থ সেবাপ্রাপ্তির ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে পৌছে দেওয়া হয় এবং অগ্রায়ন পত্রের মাধ্যমে এডভাইস লেটার জনতা ব্যাংকে প্রেরণ করা হয়

৬। চিকিৎসা অনুদান এর সংক্রান্ত সকল তথ্য বোর্ডের  ওয়েবসাইট www.bkkb.gov.bd  থেকেজানা যায় 

চিকিৎসা অনুদান এর সেবা প্রাপ্তির শর্তাবলী

1. চিকিৎসা অনুদান এর নির্ধারিত আবেদন ফরম নং ৮ * করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রতিস্বাক্ষরিত করে সংযুক্ত  করে সংযুক্ত করত সভাপতি, দেশে ও বিদেশে কর্মচারীগণের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সাহায্য তহবিল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়,১ম ১২ তলা সরকারী অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা বরাবরে একটি ফড়িং চিঠির মাধ্যমে  প্রেরণ করতে হয়

২. কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী নিজের চিকিৎসার জন্য চাকুরী জীবনে এক বা একাধিক বার এর সর্বোচ্চ ২ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়

৩. নির্ধারিত স্থানে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক প্রত্যায়ন এবং মৃত কর্মকর্তা-কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নাম যুক্ত ছিল প্রদান 

৪.জটিল ও ব্যয়বহুল রোগ- হার্ড স্ট্রোক, ব্রেন স্ট্রোক, বাইপাস সার্জারি, হার্টে রিং পরানো, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, কিডনি টেনেস্পার, মারাত্মক দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি

চিকিৎসা অনুদান এর প্রয়োজনীয় কাগজপত্র

১।  কর্মচারী/ আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি

২। চিকিৎসা বিষয়ক মূল কাগজপত্র( ছাড়পত্র, ব্যবস্থাপত্র, ভাউচার)

৩।  কর্মচারীর চাকরির ৩য়  সত্যায়িত কপি/ সর্বশেষ পে ফিক্সেশন এর কপি

৪। খরচের ব্যয় বিবরণী

৫।  ব্যাংক একাউন্ট নাম এবং রাউটিং নম্বর (এ বিষয়ে নিশ্চিত করার জন্য চেকবইয়ের প্রথম পাতার ফটোকপি)

৬। পাসপোর্ট সাইজের এক কপি ছবি 

****প্রতিটি কাগজপত্র প্রতিস্বাক্ষরিত হতে হবে এবংফরওয়ার্ডিং দিয়ে প্রতিটি অরজিনাল কাগজ প্রতিস্বাক্ষরিত করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর প্রেরণ করতে হবে

চিকিৎসা অনুদান ,প্রয়োজনীয় ফি/ এক্স/ আনুষঙ্গিক খরচ

চিকিৎসা অনুদান এজন্য কোনো ফি প্রয়োজন হয় না

চিকিৎসা অনুদান এর সংশ্লিষ্ট আইন- কানুন/ বিধি- বিধান/ নীতিমালা

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন,২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড( তহবিল সমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী

চিকিৎসা অনুদান এর নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী অধিকার কারী কর্মকর্তা

পরিচালক( প্রশাসন)/ মহাপরিচালক 


জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২২ PDF



Previous Post
Next Post
Related Posts