সরকারি কর্মচারী চিকিৎসা সুবিধা বিধিমালা

 


সরকারি কর্মচারী চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪


এই বিধিমালা সরকারি কর্মচারী চিকিৎসা-সুবিধা বিধিমালা, ১৯৭৪ নামে অভিহিত হইবে


 জেলা বিভাগের কর্মচারী ব্যতীত সকল কর্মরত, সুব্রত এবং সামরিক বরখাস্তকৃত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হইবে।


 সংজ্ঞা- অনুমোদিত চিকিৎসক গলিতে বুঝাইবে কর্পোরেশন ও জাতীয়করণকৃত প্রতিষ্ঠানসহ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত সকল প্রকার মেডিকেল অফিসার অথবা চিকিৎসক, যাহারা প্রাইভেট প্র্যাকটিস এর জন্য অনুমতি প্রাপ্ত


বি- জেলা বলিতে যে জেলায় সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়েন, সেই জেলাকে বুঝাইবে


সি-  পরিবার কর্মচারী এবং তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল তাহারি স্ত্রী একের অধিক নহে,

বৈধ সন্তান, সৎ সন্তান, পিতা- মাতা,  বোন এবং অপ্রাপ্তবয়স্ক ভাই, আইনগতভাবে বিচ্ছেদ না হলে এবং নিজে সরকারি কর্মচারী হওয়ার সত্বেও, সরকারি কর্মচারী হিসেবে নিজের অধিকার দাবী না করিলে স্ত্রী সম্পূর্ণ নির্ভরশীল বলিয়া গণ্য হইবেন, সন্তান এবং   সৎসন্তানের  বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এবং কন্যা, সৎকন্যা ও  বোনের বিবাহ না হওয়া পর্যন্ত তারা সম্পূর্ণ নির্ভরশীল হিসেবে গণ্য হইবে, তবে সন্তানদের বয়স ১৮  বছর পূর্ণ হলে এবং কন্যা ও বোন বিবাহিত হলে, সরকারি কর্মচারী প্রত্যায়ন এর ভিত্তিতে নির্ণয় বলিয়া গণ্য হইবে, পিতা- মাতা নিজস্ব আয় না থাকিলে  বা  অপর্যাপ্ত হইলে এবং সরকারি কর্মচারী প্রত্যায়ন করিলে নির্ভরশীল বলিয়া গণ্য হইবেন, পরিবারের লেখাপড়া বা অন্য কোন প্রকৃত কর্ম দপ্তর বসবাস না করিলেও যদি তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে কর্মচারীসহ বসবাসরত হিসেবে গণ্য হইবেন।


ডি- সরকার বলিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুঝাবে এবং কর্মচারী বলিতে কর্পোরেশন, জাতীয়করণকৃত প্রতিষ্ঠান ইত্যাদিসহ সরকার কর্তৃক নিযুক্ত কর্মচারীদের  বোঝাইবে।


ই-হাসপাতাল বলিতে বুঝায় বেসরকারি হাসপাতাল/ ডিসপেন্সারি/ ডেন্টাল হাসপাতাল অথবা স্থানীয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত হাসপাতাল অথবা অন্য যে কোন হাসপাতালে সরকারকর্তৃক সরকারি কর্মচারীদের চিকিৎসা বন্দোবস্ত রাখা হইয়াছে।


এফ- মেডিকেল এটেন্ডেড বলিতে বুঝাইবে হাসপাতালে সরকারি কর্মচারী বাসভবন বা সাক্ষাৎকারের সময় পূর্ব নির্ধারণ করে অনুমোদিত চিকিৎসকের চেম্বার চিকিৎসা সুবিধা, সরকারি হাসপাতালে যেতে বিদ্যামান রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা দিয়ে এবং অনুমোদিত চিকিৎসক প্রয়োজন মনে করলে অন্য কোন মেডিকেল অফিসার বা বিশেষজ্ঞদের পরামর্শ ও মেডিকেল এর অন্তর্ভুক্ত হইবে।


জি- রোগী বলিতে বুঝাইবে এই বিধিমালার বিধান প্রযোজ্য অসুস্থ সরকারি কর্মচারী বা তার পরিবারের অসুস্থ সদস্য


এইচ- চিকিৎসা বলিতে বোঝাবে যে হাসপাতালে চিকিৎসা করা হইবে, ওই হাসপাতালে বিদ্যমান মেডিকেল ও সার্জিক্যাল সুবিধাদি, ইহা ছাড়া আরো  বোঝাবে-


১। অনুমোদিত চিকিৎসক যে সমস্ত পরীক্ষা পদ্ধতি প্রয়োজনীয় বলিয়া মনে করেন

২। সরকারি হাসপাতাল আছে এমন সকল ওষুধপত্র সরবরাহ

৩। সরকারি হাসপাতালে নাই কিন্তু রোগীর জন্য অত্যন্ত প্রয়োজন মর্মে অনুমোদিত চিকিৎসক কর্তৃক লিখিত প্রত্যায়ন এর ভিত্তিতে এমন-সকল ওষুধ পত্রাদি সরবরাহ

৪। হাসপাতালে ভর্তির সুবিধা, তবে গেজেটেড অফিসার এবং গুরুত্বপূর্ণ হাসপাতালের কেবিনে সুবিধা পাবেন

৫। ভর্তিকৃত হাসপাতালে নার্সদের সেবা

৬।  রোগীর প্রয়োজনে অনুমোদিত চিকিৎসকের লিখিত প্রত্যয়নের ভিত্তিতে বিশেষ নার্সিং

৭। হাসপাতালে ডায়েট চার্ট এবং সরকারী কর্মচারীর অনুরোধে প্রাপ্য সিটের উচ্চ সিট বরাদ্দ, মেডিকেল এর অন্তর্ভুক্ত হইবে না

৮।  দন্ত চিকিৎসার  সুবিধা


সরকারি কর্মচারী অনুমোদিত চিকিৎসক কর্তৃক বিনা খরচে চিকিৎসা সুবিধা পাবেন


অসুস্থ হওয়ার স্থানে অনুমোদিত চিকিৎসকের অনুমোদিত চিকিৎসকের সদরদপ্তর পর্যন্ত যাতায়াতের জন্য রোগীর ভ্রমণ ভাতা পাবেন তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রত্যায়নপত্রের প্রয়োজন হইলে, যদি গুরুত্বর  অসুস্থতার কারণে রোগীর স্থানান্তরের অযোগ্য হয়, তাহা হইলে উক্ত অনুমোদিত চিকিৎসক রোগীর অবস্থানের স্থানে ভ্রমণের জন্য ভ্রমণ ভাতা পাবেন, এই ক্ষেত্রে কর্মচারীর ভ্রমণের বিষয়ে অনুমোদিত চিকিৎসকের প্রত্যাহার এবং অনুমোদিত চিকিৎসকের ভ্রমণ ভাতা বিল সিভিল সার্জনের প্রতিস্বাক্ষরিত প্রয়োজন হইবে।


 অনুমোদিত চিকিৎসক যদি মনে করেন রোগের চিকিৎসার জন্য কোন সরকারি চিকিৎসা বিশেষজ্ঞের নিকট হওয়া প্রয়োজন, তাহা হইলে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর অনুমোদন সাপেক্ষে সাধারণত জরুরি মুহূর্তে ব্যতীত অনুমোদন পূর্ব গ্রহণ করিতে হইবে, রোগীকে অন্য কোন সরকারি চিকিৎসা বিশেষজ্ঞদের নিকট প্রেরণ করবেন, এই ক্ষেত্রে উক্ত যাতায়াতের জন্য অনুমোদিত চিকিৎসকের প্রত্যায়ন সাপেক্ষে রোগীর ভ্রমণ ভাতা পাবেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ার কারণে স্থানান্তরের অযোগ্য হয়ে অনুমোদিত চিকিৎসক রোগীর চিকিৎসার জন্য অন্য কোন চিকিৎসক বা বিশেষজ্ঞকে করিতে পারিবেন, এক্ষেত্রে চিকিৎসকের চিকিৎসা সাপেক্ষে যাতায়াতের জন্য গ্রহণ ব্যাথা পাইবেন


 একজন সরকারি কর্মচারী বিনা খরচে উন্মুক্ত স্থানে চিকিৎসা সুবিধা পাবেন-

এ- জেলায় সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়েন উক্ত জেলায় সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজন এবং সুবিধাজনক বলিয়া অনুমোদিত চিকিৎসক মনে করেন 


বি-উপরোক্ত সরকারি হাসপাতালে বর্তমানে উপজেলার অন্য যে কোন হাসপাতালে চিকিৎসা প্রয়োজন ও সুবিধাজনক বলিয়া অনুমোদিত চিকিৎসক মনে করেন


সি- উপরে এ ও বি অনুচ্ছেদে উল্লেখিত হাসপাতালে অবর্তমানে অন্য যে কোন হাসপাতালে চিকিৎসা প্রয়োজন ও সুবিধাজনক বলিয়া অনুমোদিত চিকিৎসক মনে করেন


 অনুমোদিত চিকিৎসক যদি মনে করেন যথাযথ হাসপাতালে বর্তমানে বা দুর্গমতার কারণে অসুস্থতার কারণে বিধি-৭  তে উল্লেখিত হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব নয়, তাহলে সরকারি কর্মচারী তার বাসভবনে চিকিৎসা সুবিধা পাবেন এবং এক্ষেত্রে অনুমোদিত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী যে কোন হাসপাতাল/ ডিসপেন্সারি/ কিলিনিক হইতে ওষুধপত্র দিবেন


 ভ্রমণ ভাতার ক্ষেত্রে নিয়ন্ত্রনকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে মেডিকেল অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সিভিল সার্জন এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক স্বাক্ষরিত হওয়ার শর্ত আরোপ করিতে পারিবেন


এই বিধিমালা তে  জাহাই  বর্ণিত থাকুক না কেন দন্ত চিকিৎসক ও ওয়াকা লিস্ট কর্তৃক দেশের বাইরে চিকিৎসার জন্য ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ ভাতা পাবেন না


 সংশ্লিষ্ট সরকারি কর্মচারী এবং চিকিৎসা সুবিধা প্রত্যাহার পরিবারের সদস্যগণ ও তদ্রুপ সুবিধা পাবেন কর্মচারী হাসপাতাল এর সন্তান প্রসবকালে চিকিৎসা সুবিধা পাবেন, তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে কর্মচারীর বাসভবনে চিকিৎসা সুবিধা পাবেন না


 বিদেশে অবস্থানকালে অসুস্থ হইলে উক্ত দেশের চিকিৎসার ব্যয়ভার বহন করিবে, তবে রুটিনমাফিক চেক আপের জন্য এবং যে রোগে বাংলাদেশের অবস্থান করিতেছেন এবং বিদেশে অবস্থানকালে উক্ত রোগের চিকিৎসার সুযোগ গ্রহণ করিয়াছেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যয় ভার বহন করিবে না


 অবসরপ্রাপ্ত কর্মচারী চাকুরীরত থাকিলে যেরূপ মেডিকেল এন্ট্রান্স সুবিধা পেতেন অবসর কাল উক্তরূপ সুবিধা পাবেন


 অবসরপ্রাপ্ত কর্মচারী বিনা খরচে হাসপাতালের আউটডোর ইনডোর চিকিৎসা সুবিধা পাবেন, অবসরপ্রাপ্ত গেজেটেড অফিসার হাসপাতালের কেবিন এর সুবিধা ও পাইবেন, তবে তাকে চার্জ প্রদান করিতে হইবে


 অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেরূপ সুবিধা পাবেন, তাহারি স্ত্রী বা স্বামী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান ও অনুরূপ সুবিধাদি পাইবেন


 সরকার ব্যতিক্রম ধর্মীয় ক্ষেত্রে বিপক্ষে নয়, শিথিল করার জন্য ক্ষমতাবান


FJ-615


Previous Post
Next Post
Related Posts