অফিস সহায়ক থেকে ১০ম গ্রেডে পদোন্নতি !!! Promotion to Office assistant to 10th Grade !!!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সকল দপ্তর ও মন্ত্রণালয় এ চতূর্থ শ্রেণি অর্থাৎ ২০ (বিশ) তম গ্রেডের চাকরি অফিস সহায়ক হতে দশম গ্রেডের যে কোন পদে পদোন্নতি হতে পারে । সরকারী চাকরিতে এ বিধানটি পূর্বে থেকেই চালু ছিল। অফিস সহায়ক ২০ (বিশ) তম গ্রেড হতে ১০ম গ্রেডে পদোন্নতি হওয়ার সরকারি নোটিশ টি দেখতে পারেন এখানে ।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্রগ্রাম এ নিয়োগ/পদোন্নতি বাছাই কমিটি ০২ এর সুপারিশ এবং নিয়োগকারি কতৃপক্ষ অর্থাৎ বিএসসি পরিচালনা পর্ষদ কতৃক ক্ষমতা অর্পনের পরিপেক্ষতে বিএসসির ব্যবস্থপনা পরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে নিন্মবনিত কর্মচারিগনকে তাদের নামের পাশে বর্নিত পদে ও গ্রেডে পদোন্নতি প্রদান।
0 মন্তব্যসমূহ