2026 বিশ্বকাপে এবার খেলবে ৪৮ দল !!কোন মহাদেশ থেকে কত দল !!

 


2026 বিশ্বকাপে এবার খেলবে ৪৮ দল !!কোন মহাদেশে  থেকে কত দল !!

2026 বিশ্বকাপে এবার খেলবে ৪৮ দল

৯ গ্রুপে চ্যাম্পিয়ন পাবে 2026 বিশ্বকাপের টিকিট-আফ্রিকা মহাদেশের বিশ্বকাপ বাছায়ের ফরমেট ঘোষণা করেছে সিএফ । বাকি মহাদেশ গুলোর বেশি ভাগেরই বাছাই পর্ব অবশ্যই এতটা সরল নয়।


 এশিয়া

 অংশগ্রহণকারী দল ৪৭

সময় ১২অক্টোবর ২০২৫

১ম ২য় রাউন্ড এর ড্র ২৭জুলাই ২০২৩

বাছাই পর্বে এবার সব থেকে জটিল হবে এশিয়র ৫ ধাপে অনুষ্ঠিত হবে এশিয়ার বাছাই পর্ব ।


প্রথম রাউন্ড

২৭ জুলাই ফিফা রাঙ্কিংয়ে তলা নিতে থাকা মহাদেশের ২২ দল হোম অ্যান্ড অ্যালভিত্তিতে ২ লেগের পেলে অফ খেলবে। জয়ী ১১ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।


 দ্বিতীয় রাউন্ড

রেঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৫ দলের সঙ্গে যোগ দেশের প্রথম রাউন্ড প্রেরণর ১১ দল। ৩৬ দলকে নয়টি গুরুপে ভাগ করা হবে। হোম অ্যান্ড এয়াওয়ে রাউন্ড রবিন লেগ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় রাউন্ডে উঠবে।


 তৃতীয় রাউন্ড

 ১৮ টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। হোম অ্যান্ড অ্যাঁওয়েরাউন্ড রবিন লীগ শেষে তিন গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া ছয় দল যাবে চতুর্থ রাউন্ডে। 


কোন মহাদেশে  থেকে কত দল

 ইউরোপ - ১৬

 আফ্রিকা - ৯ 

এশিয়া -

 উত্তর আমেরিকা -৬ 

দক্ষিণ আমেরিকা -  

ওশেনিয়া -

আন্তমহাদেশীয় প্লে অফ-


উত্তর আমেরিকা

অংশগ্রহণকারী দল- ৩২

সময় - March ২০২৪ নভেম্বর ২০২৫

 তিন স্বাগতিক কানাডা,মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে বিশ্বকাপে।


প্রথম রাউন্ড 

আগামী নভেম্বরে ফিফার রেংকিং এ মহাদেশে তলানির চার দল দুই লেগে দুটি পেলে অফ খেলবে। জয়ী দুই দল দ্বিতীয় রাউন্ডে যাবে। 


দ্বিতীয় রাউন্ডে

 ৩০ টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে। চ্যাম্পিয়ন ও রানার্স আপরা তৃতীয় রাউন্ডে উঠবে।


তৃতীয় রাউন্ড


১২ টি দল ৩টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে তিন গ্রুপে চ্যাম্পিয়ন ৩ দল বিশ্বকাপের টিকিট পাবে। সেরা দুই রানার্সআপ দল যাবে আন্তমহাদেশীয় পেলে অফে।


আফ্রিকা

অংশগ্রহণকারী দল৫৪ 

সময়ঃ ১৩ নভেম্বর ২০২৩ - ১৮ নভেম্বর ২০২৫


প্রথম রাউন্ড

 ৫৪টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে ৯ গ্রুপের ৯ চ্যাম্পিয়ন পাবে 26 বিশ্বকাপের টিকিট।


দ্বিতীয় রাউন্ড


সেরা ৪ রানার্স আপ পেলে অফ খেলবে। নক আউট পেলে অফ শেষে একটি দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় পেলে অফ খেলতে। 


দক্ষিণ আমেরিকা 

অংশগ্রহণকারী দল ১০

সময়ঃ সেপ্টেম্বর ২০২৩ - সেপ্টেম্বর ২০২৫ডাবল লিক পদ্ধতিতে খেলবে 10 টি দল। শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের সুযোগ পাবে।৭ম দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় পেলে অফে।


ইউরোপ

অংশগ্রহণকারী দল ৫৫

সময়ঃমার্চ ২০২৫- নভেম্বর ২০২৫

১২টি গ্রুপ করা হবে।১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা ৪ রানার সাব বিশ্বকাপে যাবে নাকি পেলেঅফথেকে বাছাই করা হবে চার দল সেটি এখনো ঠিক হয়নি।


 ওশেনিয়া

 অংশগ্রহণকারী দল - ১১

 এ বার প্রথম ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি বিশ্বকাপে যাবে। আরেকটি দল যাবে আন্তমহাদেশীয় পেলে অফে।



Previous Post
Next Post
Related Posts