সাম্প্রতিক, সাপ্তাহিক, প্রতিদিনের কারেন্ট খবর

 


সাম্প্রতিক, সাপ্তাহিক, প্রতিদিনের কারেন্ট খবর

বিসিএস পরীক্ষা যেভাবে শুরু করবেনঃকোটেশন কালেকশনঃচলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীঃবিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনাঃ

চাকরির মৌখিক পরীক্ষায় কিভাবে নিজেকে উপস্থাপন করবেন How to Express Yourself into VIVA Board of Job Exams

প্রতিদিনের কারেন্ট খবর

প্রতিদিনের কারেন্ট খবর প্রতিদিন পোষ্ট চলমান থাকবে । চাকরির পরীক্ষায় কিভাবে নিজেকে প্রস্তুত করবেন জেনে নিন। আপনি যদি সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, সরকারি চাকরির জন্য ভালো প্রস্তুতি নিবেন মনে করছেন, লিখিত পরীক্ষায় বারবার বাদ পড়ে যাচ্ছেন, সে সকল চাকরি প্রত্যাশীদেরকে বলব (General Knowledge) সাম্প্রতিক, সাপ্তাহিক, প্রতিদিনের কারেন্ট খবর জেনে নিবেন। আমাদের এখানে প্রতিদিন পোষ্ট চলমান থাকবে সরকারি/বেসরকারি চাকরি প্রত্যাশীদের জন্য।

বাংলাদেশ

## পদ্মা রেল সেতু শুভ উদ্বোধন = ১০ অক্টোবর, ২০২৩।
## তৃতীয় টার্মিনাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুভ উদ্বোধন = ০৬ অক্টোবর, ২০২৩।

১। এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন = ২রা সেপ্টেম্বর, ২০২৩।
২। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে= ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
৩। এলিভেটেড এক্সপ্রেসওয়ে = সেতু বিভাগ।
৪। এলিভেটেড এক্সপ্রেসওয়ে = সড়ক ও জনপদ বিভাগ।
৫। এলিভেটেড এক্সপ্রেসওয়ে =১৯.৭৩ কি.মি।
৬। দেশের তৃতীয় এবং প্রথম অনলাইন চা নিলাম কেন্দ্র স্থাপিত হয় = পঞ্চগড়, ২রা সেপ্টেম্বর, ২০২৩।
৭। ২০২৩-২০২৪ অর্থবছরে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান = রিফাত গার্মেন্টস।
৮। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে = ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ৫৫ কি.মি।
৯। বাংলাদেশে বর্তমানে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা = ৫৭টা।
১০। বাংলাদেশে বর্তমানে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা = ৫৭টি।
১১। বাংলাদেশে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিঞ্জান ও প্রযুক্তি ১২। বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, অপরটি সাতক্ষীরা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১৩। বাংলাদেশে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয় = ৪ঠা সেপ্টেম্বর।
১৪। জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তন অনুমোদন হয় = ৪ঠা সেপ্টেম্বর।
১৫। জাতীয় শিক্ষক দিবস = ৫ অক্টোবর।
১৬। ঢাকা থেকে ফরিদপুর ভাঙ্গা পযন্ত আনুষ্ঠানিক রেল চলাচল শুরু = ১০ অক্টোবর ২০২৩।
১৭। সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ এইচও দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চল এসইএআরও এর পরিচালক = সায়মা ওয়াজেদ।


আন্তর্জাতিক
  • বিশ্ব পানি সংস্থা প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছে = সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
  • কৃষ্ণ সাগর শস্যচুক্তি হয় = ৪ঠা সেপ্টেম্বর , তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
  • রিজার্ভ ব্যাংক অফ অষ্টেলিয়ার প্রথম নারী গর্ভনর = মিশেল বুলক
  • ২০২৩-২০২৪ অর্থবছরে শীর্ষ ভুট্রা রপ্তনিকারক দেশ = ব্রাজিল
  • পূর্বে ছিল শীর্ষ ভুট্রা রপ্তনিকারক দেশ = যুক্তরাষ্ট্র

অতিরিক্ত
  • পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ = এশিয়া মহাদেশ
  • পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর = প্রশান্ত মহাসাগর
  • পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ = কাস্পিয়ান হ্রদ
  • পৃথিবীর সবচেয়ে বড় নদী = নীলনদ
  • পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি = সাহারা মরুভূমি
  • পৃথিবীর সবচেয়ে বড় পর্বত = হিমালয় পর্বত
  • পৃথিবীর সবচেয়ে বড় খাল = গ্রান্ড খাল
  • পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ = গ্রীনল্যান্ড
  • পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর = বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর (সৌদি আরব)
  • পৃথিবীর সর্বোচ্চ মালভূমি = পামির মালভূমি 
  • পৃথিবীর সবচেয়ে ছোট দেশ = ভ্যাটিকান সিটি
  • পৃথিবীর সবচেয়ে ছোট নদী = রিভার-ডি
Previous Post
Next Post
Related Posts