বাংলাদেশ ফিলিস্তিনিদের পাশে আছে, থাকবে!

 


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে এবং থাকবে। গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি সামরিক বাহিনী গত কয়েকদিন ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে এবং হাসপাতালে বিমান হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনি হত্যা করেছে।

গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি সামরিক বাহিনীর আগ্রাসন এবং বিমান হামলার প্রেক্ষাপটে ঢাকা নিযুক্ত ইসলামিক সহযোগিতা সংস্থা -ওআইসির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

গণভবনে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ দ্য এফেয়ার্সগণ প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে বলা হয় বাংলাদেশ ফিলিস্তিনিদের পাশে আছে, থাকবে! ইসরাইলি সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা ও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিলিস্তিনিদের প্রতি অমানবিক অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে। শিশু ও নারীদের ও ছাড় দেয়া হচ্ছে না। ভয়াবহ মৃত্যু পরিস্থিতি গাজাকে আগ্রাসন করেছে। ইসলামী সকল রাষ্ট্রকে ও রাষ্ট্রের সকলকে এগিয়ে আসতে হবে ফিলিস্তিনিদের পাশে।

Previous Post
Next Post
Related Posts