কোন কোন রোগের চিকিৎসায় জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন করতে পারবেন ২০২৪ Can apply for complex and expensive grants for treatment of any disease 2024

 


জটিল ও ব্যয়বহল রোগের চিকিৎসা অনুদানের আবেদনের সাথে রোগভিত্তিক রিপোর্ট দাখিল সংক্রান্ত

কোন কোন রোগের চিকিৎসায় জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন করতে পারবেন

Can apply for complex and expensive grants for treatment of any disease 2024

জটিল ও ব্যয়বহল রোগের চিকিৎসা অনুদানের আবেদনের সাথে রোগভিত্তিক রিপোর্ট দাখিল সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

  • জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন- ফরম নম্বর-৮
  • অনুদানের জন্য আবেদন কে করতে পারবে- সরকারী ও বোর্ডের তালিকাভুক্ত কর্মকর্তা- কর্মচারী
  • এক জন কর্মকর্তা- কর্মচারী কতবার আবেদন করতে পারবে -একাধিকবার
  • জটিল ও ব্যয়বহুল রোগের জন্য বর্তমানে কত টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয় - সর্বোচ্চ ২,০০,০০০ টাকা

উপযুক্ত বিষয়ে সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ বোর্ড হতে সরকারী ও বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে চাকরি জীবনে জটিল ও ব্যয়বহুল রোগের জন্য বর্তমানে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২০০০০০ (দুই) লক্ষ টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য বোর্ডের নির্ধারিত ফরমে ফরম নম্বর-৮ আবেদন করতে হয়। আবেদন দাখিলের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরমে বিস্তারিত উল্লেখ করা আছে। বিজ্ঞপ্তির জারির তারিখ হইতে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদনের সাথে রোগভিত্তিক আবশ্যিক রিপোর্টের তালিকা নিম্নরুপঃ

ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস মেলিটাস, পক্ষাঘাত/স্ট্রোক, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোগ সংক্রান্ত রোগ ও দূর্ঘটনার স্বীকার হয়ে মারাত্নকভাবে আহত হওয়া। জটিল আর্থোপেডিক অপারেশন, মেরুদন্ডের জটিলতার অপারেশন, ফুসফুসের জটিলতার অপারেশন, লিভার সিরোসিস বর্ণিতাবস্থায় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুসারে অনুদানের আবেদনের সাথে রোগ ভিত্তিক উপযুক্ত রিপোর্ট এর প্রতিস্বাক্ষরিত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত থাকতে হবে। আবেদন আগ্রায়ণের সময় আগ্রায়ণকারী কর্মকর্তাকে যাচাইপূর্বক আবেদন প্রেরণ করতে হবে।


কোন কোন রোগের চিকিৎসায় জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন করতে পারবেন ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস মেলিটাস, পক্ষাঘাত/স্ট্রোক, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোগ সংক্রান্ত রোগ ও দূর্ঘটনার স্বীকার হয়ে মারাত্নকভাবে আহত হওয়া। জটিল আর্থোপেডিক অপারেশন, মেরুদন্ডের জটিলতার অপারেশন, ফুসফুসের জটিলতার অপারেশন, লিভার সিরোসিস বর্ণিতাবস্থায় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুসারে আবেদনের সুযোগ রয়েছে।


 ক্রমিক

 রোগের নাম

 আবশ্যিক রিপোর্ট

 ১

 ক্যান্সার

 Biopsy Rcport

 ২

 হৃদরোগ

 ECG ECHO Rcport

 ৩

 কিডনি ব্যাধি

 Ultrasonography Report. S. Creatinine Report 

 ৪

 হেপাটাইটিস

 Ultrasonography. S. Bilirubin Viral Marker test Report. 

 ৫

 ডায়াবেটিস মেলিটাস

 RBS. HBAlc report.

 ৬

 পক্ষাঘাত/স্ট্রোক

 CT Scan Report.

 ৭

  বক্ষব্যাধি

 Chest X-ray Report. CT Scan Report.

 ৮

 কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোগ সংক্রান্ত রোগ ও দূর্ঘটনার স্বীকার হয়ে মারাত্নকভাবে আহত হওয়া

 X-ray Report.

 ৯

 জটিল আর্থোপেডিক অপারেশন

  X-ray Report.

 ১০

 জটিল টিউমার অপারেশন

 Ultrasonography.  X-ray Report.

 ১১

 মেরুদন্ডের জটিলতার অপারেশন

 MRI Report.

 ১২

ফুসফুসের জটিলতার অপারেশন

 Chest  X-ray. CT Scan Report.

 ১৩

 লিভার সিরোসিস

 Ultrasonography, Viral Market Test Repo


জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবশ্যিক রিপোর্ট



জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন- ফরম নম্বর-৮

জটিল ও ব্যয়বহল অনুদানের জন্য আবেদন- ফরম নম্বর-৮


Previous Post
Next Post
Related Posts