- মঙ্গল গ্রহে আগ্নেয়গিরি- এভারেস্টের থেকেও আকারে বিশাল
- আগ্নেয়গিরির সন্ধান দিলেন- দুই ভারতীয় বিজ্ঞানী
- ভারতীয় বিজ্ঞানীর নাম- বিজ্ঞানী সৌরভ এবং শুভম মেরিল্যান্ড
- আগ্নেয়গিরিটির নাম- নোকটিস আগ্নেয়গিরি
- আগ্নেয়গিরিটির আবিস্কারের যাত্রা শুরু হয়- ২০১৫ সালে
- আগ্নেয়গিরিটির গবেষণা শুরু হয়- ২০২৩ সালের ১৫ই মার্চ
মঙ্গল গ্রহে বিশাল এক আগ্নেয়গিরি, যা এভারেস্টের থেকেও আকারে বিশাল। আর এই আগ্নেয়গিরির সন্ধান দিলেন মূলত দুই ভারতীয় বিজ্ঞানী। এরা হলেন বিজ্ঞানী সৌরভ এবং শুভম মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভুতত্ত্বে ডক্টরেট করছেন। জানা গেছে এ আবিস্কারের জন্য বিজ্ঞানিরা ইতোমধ্যেই ডেটা বিশ্লেষণের কাজ শুরু করে দিয়েছেন। এ আবিস্কারটি মঙ্গল গ্রহে ভুতত্ত্ব এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। যে আগ্নেয়গিরিটি আবিস্কার করেছেন বিজ্ঞানিরা সেটি বিশালাকার এবং কাঠামোগত দিক থেকে অস্বাভাবিক। এটি কয়েক দশক ধরেই অনাবিস্কৃতই থেকেই গিয়েছিল যা বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গেছে। কয়েক বছর ধরে স্যাটেলাইট পর্যবেক্ষণ সত্ত্বেও আগ্নেয়গিরিটি ধ্বংস ও ধসে পড়া অবস্থায় নজরের আড়ালে ছিল। এ আগ্নেয়গিরিটির নাম দেওয়া হয়েছে ‘নোকটিস আগ্নেয়গিরি’। ২০১৫ সালে এ আগ্নেয়গিরিটির আবিস্কারের যাত্রা শুরু হয়। গবেষণা শুরু হয় ২০২৩ সালের ১৫ই মার্চ এ নিয়ে। বিজ্ঞানীরা জানার চেষ্টা করে এ আগ্নেয়গিরির লবণের স্তরগুলোতে পানি আছে কি না।